Home খেলাধুলো ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়, জামাইকায় শেষ বারের মতো দেশের জার্সিতে মাঠে নামবেন আন্দ্রে...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়, জামাইকায় শেষ বারের মতো দেশের জার্সিতে মাঠে নামবেন আন্দ্রে রাসেল

Andre Russell retirement

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজ়ের দাপুটে অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলেই জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামবেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় শুরু হচ্ছে জামাইকার সাবাইনা পার্কে। এই মাঠই রাসেলের ঘরের মাঠ। এখানেই তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের অন্তিম দুই অধ্যায় লেখা হবে বলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ঘনিষ্ঠ সূত্রে ইঙ্গিত মিলেছে।

২০১৯ সালে রাসেল টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন। যদিও আন্তর্জাতিক মঞ্চে তাঁর আবির্ভাব আরও আগেই—২০১০ সালে একদিনের ক্রিকেটে। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটেই তিনি হয়ে ওঠেন ‘গ্লোবাল তারকা’। ঝোড়ো ব্যাটিং, ক্ষিপ্র বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিং দিয়ে বহু ম্যাচের মোড় ঘুরিয়েছেন এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই বিদায় অনেককেই চমকে দিয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগে আরেক ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। এবার রাসেলও বিদায় নিচ্ছেন, যা দলের ভারসাম্যের দিক থেকে বড় ধাক্কা।

আন্দ্রে রাসেলের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের পরিসংখ্যান (২০১৯-২০২৫)

বিভাগপরিসংখ্যান
ম্যাচ সংখ্যা৮৪
মোট রান১০৭৮
গড় রান২২.০০
সর্বোচ্চ রান৭১
স্ট্রাইক রেট১৬৩.০৮
মোট উইকেট৬১
গড় বোলিং৩০.৫৯

টি-টোয়েন্টি বিশ্বকাপ সাফল্য

  • চ্যাম্পিয়ন: ২০১২, ২০১৬
  • দু’বারের বিশ্বজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রাসেল। বিশেষত ২০১৬ সালে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স দলের অনেক ম্যাচে বড় ভূমিকা নিয়েছিল।

ভবিষ্যৎ পরিকল্পনা ও আইপিএল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে আন্দ্রে রাসেল লিগ ভিত্তিক টি-টোয়েন্টি খেলাতেই নজর দেবেন বলে মনে করা হচ্ছে। তিনি কেকেআর-এর (কলকাতা নাইট রাইডার্স) অন্যতম জনপ্রিয় মুখ। তবে ২০২৫ আইপিএলে তাঁকে দেখা যাবে কি না, সেই বিষয়ে এখনো কোনও সরকারি ঘোষণা হয়নি।

শেষবার দেশের জার্সিতে সাবাইনা পার্কে মাঠে নামা রাসেল নিশ্চয়ই চাইবেন সেরা পারফরম্যান্স দিয়ে বিদায় নিতে। ক্যারিবিয়ান ক্রিকেটভক্তদের কাছে তা হবে এক আবেগঘন মুহূর্ত।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version