Homeখেলাধুলোক্রিকেটএশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী...

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রকাশিত

এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়ে দিলেন, সূর্যকুমার যাদবই থাকছেন দলের অধিনায়ক। তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব মিলল টেস্ট অধিনায়ক শুভমন গিলের হাতে।

মঙ্গলবার দুপুর দেড়টার সময় দল ঘোষণার কথা থাকলেও মুম্বইয়ের বৃষ্টির কারণে বৈঠকে দেরি হয়। প্রায় দেড় ঘণ্টা দেরিতে ঘোষণা করা হয় ১৫ জনের ভারতীয় স্কোয়াড। বিশেষ নজর ছিল শুভমনের দিকেই। অবশেষে তাঁকেই সহ-অধিনায়ক করা হল। উল্লেখ্য, সূর্যকুমার প্রথমবার টি-টোয়েন্টি অধিনায়ক হলে শুভমনই ছিলেন তাঁর সহ-অধিনায়ক। তবে গত দু’টি সিরিজে শুভমন অনুপস্থিত থাকায় সেই দায়িত্ব সামলান অক্ষর পটেল। এবার ফের পুরনো ভূমিকায় ফিরলেন শুভমন।

দল ঘোষণায় একাধিক চমকও রয়েছে। বাদ পড়লেন যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আয়ার। স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে যশস্বীকে, তবে সুযোগ পাননি শ্রেয়স ও রিয়ান পরাগ। কেকেআরের ব্যাটার রিঙ্কু সিংহ কিন্তু নির্বাচকদের ভরসা কুড়িয়েছেন, জায়গা পেয়েছেন মূল দলে। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ডাক পেয়েছেন জিতেশ শর্মা।

অলরাউন্ডার বিভাগে রয়েছেন হার্দিক পাণ্ড্য, শিবম দুবে এবং অক্ষর পটেল। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে ঢুকেছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। তিনজন বিশেষজ্ঞ পেসারের মধ্যে রয়েছেন জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ ও কেকেআরের তরুণ পেসার হর্ষিত রানা।

১৫ জনের মূল দলে জায়গা না হলেও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়ালকে। দলের কেউ চোট পেলে তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে বিকল্প ক্রিকেটার।

যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠতেই নির্বাচক প্রধান অজিত আগরকর বলেন, “যশস্বীর বাদ পড়া দুর্ভাগ্যজনক। ওর অতীত পারফরম্যান্স উপেক্ষা করা কঠিন। তবে দলে জায়গার সীমাবদ্ধতা ছিল। দু’জনের মধ্যে একজনকে বসাতেই হত।”

আগামী এশিয়া কাপে তাই সূর্য-শুভমন যুগল নেতৃত্বেই মাঠে নামছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: ডুরান্ড কাপ ২০২৫: আধিপত্যে ফের ডার্বি দখল ইস্টবেঙ্গলের, ব্রুজোর ছকেই হার মানল মোলিনার মোহনবাগান

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।

আরও পড়ুন

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...

ট্র্যাজিক নায়কের তকমা ঝেড়ে ফেলে প্রকৃত নায়ক হয়ে উঠলেন মহম্মদ সিরাজ

ওভালে ক্যাচ ফস্কালেও ম্যাচ জিতিয়ে নায়ক হয়ে উঠলেন মহম্মদ সিরাজ। ৯ উইকেট, ম্যাচের সেরা এবং ভারতের জয়—বার বার ট্র্যাজিক নায়ক, এবার প্রকৃত নায়ক সিরাজ।