Home খেলাধুলো ক্রিকেট অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট: পেসারদের কাছে হার মানল ভারত, চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট: পেসারদের কাছে হার মানল ভারত, চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া

0
ভারতের দ্বিতীয় উইকেটের পতন। অস্ট্রেলীয়দের উচ্ছ্বাস।

অস্ট্রেলিয়া: ২৫৩-৭ (হরজস সিং ৫৫, হিউ ওয়েবগেন ৪৮, রাজ লিমবানি ৩-৩৮, নমন তিওয়ারি ২-৬৩)  

ভারত: ১৭৪ (৪৩.৫ ওভার) (আদর্শ সিং ৪৭, মুরুগান অভিষেক ৪২, মহলি বার্ডম্যান ৩-১৫, র‍্যাফ ম্যাকমিলান ৩-৪৩)   

বেনোনি (দক্ষিণ আফ্রিকা): এই নিয়ে চার বার পুরুষদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। তাদের পেস আক্রমণের কাছে নতিস্বীকার করল ভারত। পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল ৭৯ রানে। ভারতের ১০ উইকেটের মধ্যে ৭টিই তুলে নিলেন অস্ট্রেলিয়ার পেসাররা। এঁদের মধ্যে ৩টি করে উইকেট দখল করেন মহলি বার্ডম্যান এবং র‍্যাফ ম্যাকমিলান। ১৫ রান দিয়ে ৩টি উইকেট দখল করে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন বার্ডম্যান।

অস্ট্রেলিয়ার চার ব্যাটারের কৃতিত্ব  

রবিবার বেনোনির উইলোমুর পার্কে আয়োজিত ফাইনালের ম্যাচে টসে জিতে ব্যাট করতে যায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে তারা করে ৭ উইকেটে ২৫৩ রান। মূলত চার জন ব্যাটারের ব্যাটিং-এর দৌলতে অস্ট্রেলিয়া এই স্কোরে পৌঁছে যায়। এঁরা হলেন হরজস সিং (৬৪ বলে ৫৫), হিউ ওয়েবগেন (৬৬ বলে ৪৮) অলিভার পিকে (৪৩ বলে ৪৬) এবং হ্যারি ডিক্সন (৫৬ বলে ৪২)।

দলের অন্যতম ওপেনার স্যাম কন্সটাস নিজের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে গেলে পরিস্থিতি সামাল দেন আরেক ওপেনার হ্যারি ডিক্সন এবং দলের অধিনায়ক হিউ ওয়েবগেন। দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৭৮ রান। ওয়েবগেন আউট হওয়ার পর দলের স্কোরে ৫ রান যোগ হতেই আউট হয়ে যান। ডিক্সন। ৩ উইকেটে ৯৯ রান থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন হরজস সিং এবং রায়ান হিক্স। এর পরে দলকে নিরাপদে জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন অলিভার পিকে। মারকুটে অলিভার ৪৬ রান করে নট আউট থাকেন। অস্ট্রেলিয়া ৭ উইকেটে ২৫৩ রান করে ইনিংস শেষ করে।

ভারতের নিয়মিত ব্যবধানে উইকেট

জয়ের জন্য ২৫৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ভারতের ব্যাটাররা কখনোই অস্ট্রেলিয়ার বোলারদের, বিশেষ করে পেসারদের সামনে স্বচ্ছন্দ বোধ করেননি। নিয়মিত ব্যবধানে উইকেট পড়ে। কেউই পরিস্থিতি সে ভাবে সামাল দিতে পারেননি। ওপেনার আদর্শ সিং (৭৭ বলে ৪৭), মুরুগান অভিষেক (৪৬ বলে ৪২) এবং মুশির খান (৩৩ বলে ২২) ছাড়া ভারতের কোনো ব্যাটারই তাঁদের রান দুই অঙ্কে নিয়ে যেতে পারেননি।

এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচে ব্যাটিং-এ আলোড়ন সৃষ্টিকারী সচিন ধস এবং অধিনায়ক উদয় সহরনকে এ দিন একদম নিষ্প্রভ লাগছিল। এঁরা দুজনে যথাক্রমে ৯ ও ৮ রান করে আউট হয়ে যান। শেষ পর্যন্ত ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৭৪ রানে। তখনও নির্ধারিত ৫০ ওভারের ৬.১ ওভার বাকি ছিল।

আরও পড়ুন   

দুপুরে দল থেকে সাসপেন্ড, রাতে সন্দেশখালি থেকে গ্রেফতার তৃণমূল নেতা! আজ পেশ আদালতে   

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version