Homeখেলাধুলোআইপিএলআইপিএল-এর প্লে অফে প্রথম জায়গা করে নিল কেকেআর

আইপিএল-এর প্লে অফে প্রথম জায়গা করে নিল কেকেআর

প্রকাশিত

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্স-এর ইনিংস চার ওভার গড়াতেই কলকাতা নাইট রাইডার্স-এর (কেকেআর) অধিনায়ক শ্রেয়স আইয়ার বল তুলে দিলেন দুই স্পিনার সুনীল নারিন আর বরুণ চক্রবর্তীর হাতে। ততক্ষণে মুম্বইয়ের স্কোর হয়ে গিয়েছে বিনা উইকেটে ৪৬। ওভারপ্রতি গড়ে ১১.৫ রান। জয়ের জন্য আর দরকার ১১২ রান। হাতে ১২ ওভার। অর্থাৎ গড়ে সাড়ে ৯-এরও কম। সুতরাং মুম্বইয়ের সমর্থকরা ভাবতে শুরু করেছেন জয়ের থেকে তাঁরা খুব দূরে নন।

কিন্তু মানুষ ভাবে এক, আর হয় আর। ঠিক সময়েই সুনীল-বরুণকে ডেকে নিয়েছিলেন শ্রেয়স। তাঁরাই দিলেন ধাক্কা। দলের সপ্তম এবং নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ঈশান কিষানকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিলেন সুনীল নারিন। ২২ বলে ৪০ রান করে রিঙ্কু সিংকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ঈশান।

পরের ওভারে আবার ধাক্কা। এবার নায়ক বরুণ চক্রবর্তী। দলের অষ্টম তথা নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে বরুণ আউট করলেন মুম্বই ইন্ডিয়ান্স-এর অধিনায়ক রোহিত শর্মাকে। এই আউটেও রয়েছে নারিনের অবদান। ক্যাচ ধরলেন নারিন। ২৪ বলে ১৯ রান করে ফিরে গেলেন রোহিত। এর পর মুম্বইয়ের বাকি ছ’টা উইকেট পড়ে গেল ৭২ রানে।

২০ ওভারের বদলে ১৬ ওভার           

রবিবার দুপুর কাটতে না কাটতেই কলকাতার আকাশ ছেয়ে গিয়েছিল মেঘে। একটু পরেই নামল বৃষ্টি। সেই বৃষ্টি সন্ধেতেও গড়িয়ে গেল। কভার দিয়ে ঢেকে দেওয়া হল ইডেনের পিচ। খেলা হবে কিনা সে-ই নিয়ে তৈরি হচ্ছিল সংশয়। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের পৌনে দু’ ঘণ্টা পরে খেলা শুরু হয়। ২০ ওভারের বদলে ১৬ ওভারে।

টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স। শুরুটা একদমই ভালো হয়নি কেকেআর-এর। দলের ১০ রানের মধ্যে প্যাভিলিয়নে চলে যান দুই ওপেনার সুনীল নারিন আর ফিল সল্ট। কিছুক্ষণ পর একই পথ ধরেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। দলের রান তখন ৪০।

এর পর বেঙ্কটেশ আইয়ার (২১ বলে ৪২ রান), নীতীশ রানা (২৩ বলে ৩৩ রান) এবং কিছুটা আন্দ্রে রাসেল (১৪ বলে ২৪ রান) ও রিঙ্কু সিংয়ের (১২ বলে ২০ রান) ব্যাটিং-এর দৌলতে কেকেআর পৌঁছে যায় ১৫৭ রানে। ৭ উইকেট হারিয়ে এই রান তোলে তারা।

মুম্বই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে ১৮ রানে জয়ের সুবাদে আইপিএল-এ লিগ টেবিলের শীর্ষে পৌছে গেল কেকেআর। ১২ ম্যাচে ৯টি জিতে ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। কেকেআর-ই প্রথম দল যারা আইপিএল-এর প্লে অফ-এ পৌঁছোল। এ দিনের খেলায় ১৭ রানে ২ উইকেট নিয়ে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ বরুণ চক্রবর্তী।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আরও পড়ুন

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...