কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পেল বাংলা। এই জয়ের মাধ্যমে প্রথমবার রনজিতে গুজরাতের বিরুদ্ধে জয়ী হল তারা।
শেষ দিনে বাংলা ৭ উইকেটে ১৭০ রান হাতে নিয়ে খেলা শুরু করে আরও আধঘণ্টা ব্যাট করে এবং ৪৪ রান যোগ করে গুজরাতের সামনে ৩২৭ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয়। জবাবে গুজরাতের হয়ে উরভিল পটেল লড়াকু সেঞ্চুরি করলেও শামির বিধ্বংসী বোলিংয়ে তারা শেষ পর্যন্ত ১৮৫ রানে অলআউট হয়ে যায়।
শামি একাই পাঁচটি উইকেট দখল করেন, সঙ্গে শাহবাজ আহমেদ নেন তিনটি। এই পারফরম্যান্সের সৌজন্যে বাংলা টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল।

জয়ী বাংলা। ম্যাচশেষে আনন্দ। ছবি BCCI ফেসবুক থগেকে নেওয়া।
ম্যাচশেষে কী বললেন শামি ও লক্ষ্মী
ম্যাচশেষে শামির প্রশংসায় পঞ্চমুখ হন বাংলার প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্ল। তিনি বলেন, “মহম্মদ শামির কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই। উনি নিজেই একটা সার্টিফিকেট। তাঁর ভক্ত, মিডিয়া এবং সবচেয়ে বড় নির্বাচক — উপরওয়ালারা সবাই ওর পাশে আছে।”
শামি নিজেও জানান, তিনি যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত। তাঁর কথায়, “অনেক পরিশ্রম করেছি, ভাগ্যেরও ভূমিকা আছে। প্রত্যেক খেলোয়াড় দেশের হয়ে খেলতে চায়। আমিও সেই ভাবেই প্রস্তুত আছি।”
তিনি আরও যোগ করেন, “আমার অনুপ্রেরণা হল ফিট থাকা এবং সবসময় ভারতের হয়ে খেলার জন্য প্রস্তুত থাকা। মাঠে আমি পারফর্ম করে যাব, বাকিটা নির্বাচকদের ওপর নির্ভর করছে।”
ইডেনে এই পারফরম্যান্সে আবার প্রমাণিত হল, কেন মহম্মদ শামি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা পেসার। তাঁর ফর্ম ও ফিটনেস দেখে ভক্তরা আশাবাদী, খুব শিগগিরই ভারতের জাতীয় দলে আবার দেখা যাবে এই তারকাকে।
আরও পড়ুন
ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা
শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা


