Home খেলাধুলো ক্রিকেট পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে ডেভিড ওয়ার্নার ছুঁলেন বিরাট কোহলিকে, পৌঁছে গেলেন রোহিত...

পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে ডেভিড ওয়ার্নার ছুঁলেন বিরাট কোহলিকে, পৌঁছে গেলেন রোহিত শর্মার খুব কাছে

0

বেঙ্গালুরু: আর সাত দিন পরেই ৩৭ বছর পূর্ণ করে ৩৮-এ পড়বেন ডেভিড ওয়ার্নার। ১৬৩ রান করে আসন্ন ৩৮তম জন্মদিনের আগে নিজেই নিজেকে বিরাট উপহার দিলেন ওয়ার্নার। শুক্রবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ওয়ার্নার করলেন ১৬৩ রান। তাঁর এই স্মরণীয় রানের ফলে অস্ট্রেলিয়া পৌঁছে যায় ৯ উইকেটে ৩৬৭ রানে।   আজকের এই পারফরম্যান্সে অনেক মাইলফলক তৈরি হল তাঁর ক্রিকেটজীবনে।

এ দিনের সেঞ্চুরির পরে ওয়ার্নার পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচে টানা ৪টি সেঞ্চুরি করলেন। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্নার পর পর করেন ১৩০, ১৭৯, ১০৭ এবং ১৬৩ রান। একটা দলের বিরুদ্ধে একদিনের পর পর ৪টে সেঞ্চুরি করার রেকর্ড আর একজনেরই আছে। তিনি হলেন বিরাট কোহলি। ২০১৭-১৮তে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পর পর ৪টে সেঞ্চুরি করেছিলেন।  

একদিনের ম্যাচে সাত বার ১৫০ রানের বেশি করার কৃতিত্ব অর্জন করলেন ওয়ার্নার। এ ক্ষেত্রে তাঁর থেকে এগিয়ে রইলেন মাত্র একজন ব্যাটার। তিনি ভারতের রোহিত শর্মা। একদিনের ম্যাচে তিনি আট বার ১৫০ রানের বেশি করেছেন।

আর একটি ব্যাপারে তো তিনি রেকর্ড করে ফেললেন। তা হল বিশ্বকাপের ম্যাচে তিন তিনবার দেড়শোর বেশি রান করা। এই রেকর্ড আর কারও নেই। এর আগে ২০১৯-এর বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে করেছিলেন ১৬৬ রান এবং ২০১৫-এর বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে করেছিলেন ১৭৮ রান।

আর শুক্রবারের ১৬৩ রানের পর ডেভিড ওয়ার্নার আর-একটি বিরল কৃতিত্বের অধিকারী হলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজারের গণ্ডি অতিক্রম করলেন তিনি। তিনিই হলেন তৃতীয় অস্ট্রেলীয় ক্রিকেটার যিনি এই কৃতিত্ব অর্জন করেছে। ডেভিড ওয়ার্নারের আগে রয়েছেন স্টিভ স্মিথ (১৮৪৯৬ রান) এবং রিকি পন্টিং (২৭৩৬৮ রান)।

শুক্রবারের সেঞ্চুরির পর বিশ্বকাপে তাঁর ৫টি সেঞ্চুরি হল। অস্ট্রেলীয় ব্যাটার হিসাবে এই কৃতিত্ব আর একজনেরই আছে। তিনি হলেন প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।       

আরও পড়ুন 

বাংলাদেশ ম্যাচে চোট, রবিবারের ম্যাচ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version