Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: মালান-রুটের ব্যাটিংয়ে ভর করে দুরন্ত ইংল্যান্ড, পর্যুদস্ত বাংলাদেশ   

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: মালান-রুটের ব্যাটিংয়ে ভর করে দুরন্ত ইংল্যান্ড, পর্যুদস্ত বাংলাদেশ   

প্রকাশিত

ইংল্যান্ড: ৩৬৪-৯ (ডাউইড মালান ১৪০, জো রুট ৮২, মাহেদি হাসান ৪-৭১, শরিফুল ইসলাম ৩-৭৫)

বাংলাদেশ: ২২৭ (৪৮.২ ওভার) (লিটন দাস ৭৬, মুসফিকুর রহমান ৫১, রিস টোপলে ৪-৪৩, ক্রিস ওকস ২-৪৯)   

ধরমশালা: ডাউইড মালানের দুর্দান্ত শতরান। তাঁর সঙ্গে যোগ্য সংগত করলেন জো রুট। এঁদের ব্যাটিংয়ের সুবাদে ইংল্যান্ড শক্ত ভিতের উপর দাঁড়িয়ে গেল। তার পর বাকি কাজটা সারলেন রিস টোপলে এবং ক্রিস ওকস। ফলে ভরাডুবি হল বাংলাদেশের।

মঙ্গলবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ইংল্যান্ড প্রথম ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করে। জবাবে বাংলাদেশের ইনিংস ১০ বল বাকি থাকতেই শেষ হয়ে যায় ২২৭ রানে। ফলে ইংল্যান্ড জিতে যায় ১৩৭ রানে।

পর পর দুটো শতরানের জুটি ইংল্যান্ডের

টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। একসময়ে ইংল্যান্ডের রান উঠে যায় ৩ উইকেটে ৩০৭-এ। তখনও ৮ ওভারেরও বেশি খেলা বাকি। মাঠে যে রকম ঝড় তুলেছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা, তাতে মনে হচ্ছিল ইংল্যান্ডের স্কোর ৪০০-এর ঘরে ঢুকে গেলেও যেতে পারে। কিন্তু হঠাৎ ধস নামল ইংল্যান্ডের ইনিংসে, ৩ উইকেটে ৩০৭ থেকে তারা পৌঁছোল ৯ উইকেটে ৩৬৪-তে। অর্থাৎ ৪৯ বলে যোগ করল মাত্র ৫৭ রান, যেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল সমর্থকদের কাছে।

ইংল্যান্ডের এই হঠাৎ ধসে পড়ার মূলে ছিল মাহেদি হাসানের বোলিং। ইংল্যান্ডের শেষ ৬টি উইকেটের মধ্যে ৩টিই তুলে নিল স্পিনার মাহেদি। তাঁর স্পিনের জাদুতে নাকাল হলের ইংল্যান্ডের ব্যাটাররা।    

এ দিন অবশ্য দুর্দান্ত শুরু করেছিল ইংল্যান্ড, যার দৌলতে তারা পৌঁছোতে পারে ৩৬৪-তে। পর পর দুটো শতরানের জুটি। প্রথম উইকেটে জনি বেয়ারস্টো ও ডাউইড মালানের জুটিতে ওঠে ১১৫ রান। তার পর দ্বিতীয় উইকেটে ডাউইড মালান ও জো রুটের জুটিতে ওঠে ১৫১ রান। এই দুটি শতরানের জুটিই ইংল্যান্ডের ভিত শক্ত করে দেয়। ফলে তারা পরবর্তী ব্যাটারদের ব্যর্থতা সত্ত্বেও ৩৬৪-তে পৌঁছে যায়।

মালানের সঙ্গে ওপেন করতে নেমে বেয়ারস্টো করেন ৫২ রান। দলের ১১৫ রানের মাথায় শাকিব আল হাসানের বলে বোল্ড হন তিনি। উলটো দিকে ব্যাটে ঝড় তুলেছিলেন মালান। দলের ২৬৬ রানে তিনি যখন আউট হন তখন তাঁর রান ১৪০। ১০৭ বলে এই রান করে তিনি বোল্ড হন মাহেদি হাসানের বলে। ব্যাটে আর-একজন ঝড় তুলেছিলেন। তিনি জো রুট। ১৮ রানের জন্য তিনি সেঞ্চুরি মিস করলেন। তিনি শরিফুল ইসলামের বলে মুসফিকুর রহমানের হাতে ক্যাচ দিয়ে আউট হন। তার আগেই অবশ্য জোস বাটলার আউট হয়ে যান ২০ রান করে। তিনিও শরিফুল ইসলামের বলে বোল্ড হন। ৩০৭ রানেই দুটি উইকেট পড়ে। এর পর ইংল্যান্ডের ইনিংসে উল্লেখযোগ্য কিছু ঘটেনি। শেষ পর্যন্ত বাংলাদেশকে জয়ের জন্য ৩১৫ রানের লক্ষ্যমাত্রা দেয় ইংল্যান্ড।

শুরুতেই ধস বাংলাদেশের  

বাংলাদেশ ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারায়। ৪৯ রানের মধ্যে তাদের চারটি উইকেট পড়ে যায়। একে একে প্যাভিলিয়নে ফিরে যান তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ। এঁদের সংগ্রহ যথাক্রমে ১, ০, ১ এবং ৮ রান। এঁদের মধ্যে তিন জনই রিস টপলের শিকার। মিরাজ আউট হন ক্রিস ওকসের বলে।

পরিস্থিতি কিছুটা সামাল দেন লিটন দাস এবং মুসফিকুর রহিম। লিটন এবং মুসফিকুর পঞ্চম উইকেটে ৭২ রান যোগ করেন। দলের ১২১ রানের মাথায় ক্রিস ওকসের বলে জোস বাটলারকে ক্যাচ দিয়ে বিদায় নেন। লিটনের সংগ্রহ ৬৬ বলে ৭৬ রান। মুসফিকুরের সঙ্গে জুটি বাঁধেন তৌহিদ হৃদয়। নিজের অর্ধশত রান পূর্ণ করে আউট হন মুসফিকুর (৬৪ বলে ৫১ রান)। দলের রান তখন ১৬৪-৬। এর পর হৃদয় কিছুটা চেষ্টা করছিলেন। কিন্তু কাজের কাজ কিছু হল না। বাংলাদেশ গুটিয়ে গেল ২২৭ রানে। ফলে ১৩৭ রানের ব্যবধানে ইংল্যান্ডের কাছে পরাজয়।

আরও পড়ুন

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: মিচেল স্যান্টনারের স্পিনের জাদুতে কাত নেদারল্যান্ডস, দ্বিতীয় জয় পেল নিউজিল্যান্ড

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ধৈর্যের পরীক্ষা দিয়ে অস্ট্রেলিয়াকে বধ করলেন কোহলি ও রাহুল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...