ইংল্যান্ড: ১২২-৫ (হ্যারি ব্রুক ৪৭ নট আউট, জনি বেয়ারস্টো ৩১, রুবেল ট্রুম্পেলমান ২-৩১)
নামিবিয়া: ৮৪-৩ (মাইকেল ফান লিনগেন ৩৩, ডেভিড উইসে ২৭, জোফরা আর্চার ১-১৫)
খবর অনলাইন ডেস্ক: নামিবিয়াকে ৩৮ রানে হারিয়ে এবারের টি২০ বিশ্বকাপে সুপার ৮-এ সুযোগ জিইয়ে রাখল ইংল্যান্ড। গ্রুপ ‘বি’-র পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড। ওই ম্যাচে অস্ট্রেলিয়া যদি জিতে যায় তা হলে নেট রানরেটের বিচারে ইংল্যান্ড চলে যাবে সুপার ৮-এ।
অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আয়োজিত ম্যাচ বৃষ্টির জন্য দেরিতে শুরু হয়। বারদুয়েক পর্যবেক্ষণের পর আম্পায়াররা নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা পরে ম্যাচ শুরু করেন। ২০ ওভারের পরিবর্তে ১০ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচ।
টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় নামিবিয়া। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে ইংল্যান্ড। নির্ধারিত ১০ ওভারে তারা তোলে ৫ উইকেটে ১২২ রান। হ্যারি ব্রুক ৪৭ এবং জনি বেয়ারস্টোর ব্যাটিং-এর সুবাদে ইংল্যান্ড এই রানে পৌঁছোয়। প্রথম ২টি উইকেট ১৩ রানের মধ্যে হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। দলের ২ রানের মাথায় অধিনায়ক জোস বাটলার রুবেল ট্রুম্পেলমানের বলে বোল্ড হন। এর পর ১৩ রানের মাথায় ডেভিড উইসের বলে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে ফিরে যান ফিল সল্ট।
ঝড়ের গতিতে রান
দলের হাল ধরেন জনি বেয়ারস্টো এবং হ্যারি ব্রুক। ঝড়ের গতিতে রান তুলতে থাকেন তাঁরা। রান নিয়ে যান ৬৯-এ। ১৮ বলে ৩১ রান করে বেয়ারস্টো ফিরে যান। এর পর মইন আলিকে সঙ্গী করে ব্রুক দলের রান পৌঁছে দেন ১০৭-এ। মইন আলি (৬ বলে ১৬ রান) ট্রুম্পেলমানের বলে নিকোলাস ডেভিনকে ক্যাচ দিয়ে যখন বিদায় নেন ইনিংসের আর মাত্র ৪ বল বাকি। ওই ৪ বলে লিয়াম লিভিংস্টোন এবং হ্যারি ব্রুক যোগ করেন ১৫ রান। শেষ বলে রান আউট হন লিভিংস্টোন (৪ বলে ১৩ রান)। ২০ বলে ৪৭ রান করে নট আউট থাকেন হ্যারি ব্রুক।
পারল না নামিবিয়া
জয়ের লক্ষ্যে পৌঁছোনোর জন্য যে দ্রুত গতিতে রান তোলার দরকার ছিল তা করতে পারেনি নামিবিয়া। যদিও প্রথম উইকেটের জুটিতে তারা ৪৪ রান করে। কিন্তু ততক্ষণে ৬ ওভার খেলা গিয়েছে। বাকি ছিল ২৪টা বল। জয় তখনও ৭৯ রান দূরে। বেশ কঠিন কাজ। নামিবিয়া চেষ্টা চালাতে থাকে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় ছিল নগণ্য। শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ৮৪ করে তারা থেমে যায়। ফলে ইংল্যান্ড জিতে যায় ৩৮ রানে। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন হ্যারি ব্রুক।
আরও পড়ুন
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, কানাডার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি ভারতের