Home খেলাধুলো ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ৮ ম্যাচে দ্বিতীয় বার জয়ের মুখ দেখল ইংল্যান্ড, ১৬০...

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ৮ ম্যাচে দ্বিতীয় বার জয়ের মুখ দেখল ইংল্যান্ড, ১৬০ রানে হার স্বীকার নেদারল্যান্ডসের

0

চলতি বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় বার জয়ের মুখ দেখল ইংল্যান্ড। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৬০ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিল বাটলার বাহিনী।

পুনেতে স্টোকসের সেঞ্চুরির ওপর ভর করে বোর্ডে সাড়ে তিনশোর কাছাকাছি রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। প্রতিপক্ষ ডাচদের মাত্র ১৭৯ রানেই অলআউট করে। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলেও এই জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের সম্ভাবনা উজ্জ্বল হল ইংল্যান্ডের।

টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইংল্যান্ড শুরু থেকেই বিধ্বংসী মেজাজে। ডেভিড মালান ৭৪ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। বেন স্টোকস ও ক্রিস ওকস বড় জুটি গড়েন। ৮৪ বলে ১০৮ রান স্টোকসের। অন্যদিকে, ৪৫ বলে ৫১ রানে ফেরেন ক্রিস ওকস।

খাতায় কলমে দুর্বল নেদারল্যান্ডসের পক্ষে যে কোনওভাবেই সম্ভব নয় ইংল্যান্ডের শক্তিশালী বোলিং অ্যাটাক সামলে এই ম্যাচে জয় ছিনিয়ে নেওয়া। তবে চলতি বিশ্বকাপে বাটলারদের ক্রমাগত ব্যর্থতা কোথাও একটা অনেকেই ভেবেছিল যে ডাচরা অঘটন ঘটাতেই পারে। তবে শেষ পর্যন্ত তা হল না। ৩৪০ রান তাড়া করতে নেমে ১৭৯ রানেই অল আউট হয়ে গেল স্কট এডওয়ার্ডসের দল। ১৬০ রানে ম্যাচ জিতে নিল বাটলার বাহিনী। চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় এটি ইংল্যান্ডের।

রান তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই উইকেট হারাতে থাকে ডাচ বাহিনী। ম্যাক্সও ও’ডড ও কলিন অকারম্যান রান পাননি। প্রথম জন ৫ রান দ্বিতীয় জন ১১ রান করেই ফিরলেন প্যাভিলিয়নে। এরপর বারেসি ও সিব্র্যান্ট মিলে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলেন। তবে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয় বারেসিকে। এরপর সিব্র্যান্টও বেশিক্ষণ খেলতে পারেননি। তিনি ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষ দিকে অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও তেজা নাদিমুনুরু মিলে একটা মরিয়া চেষ্টা করছিলেন, তবে তাতেও কাজে কাজ কিছুই হয়নি। স্কট ৩৮ ও তেজা ৪১ রানে আউট হয়ে যান। ইংল্যান্ড বেলাারদের মধ্যে মঈন আলি ও আদিল রাশিদ ৩টি করে উইকেট নেন।

আরও পড়ুন: আইসিসি র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন শুভমন গিল, মোহম্মদ সিরাজ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version