Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: ব্রুক-রুটের শতরান, পোপদের জয় ৩৫ রান দূরে, হাতে ৪...

ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: ব্রুক-রুটের শতরান, পোপদের জয় ৩৫ রান দূরে, হাতে ৪ উইকেট

প্রকাশিত

ভারত: ২২৪ ও ৩৯৬

ইংল্যান্ড: ২৪৭ ও ৩৩৯-৬ (হ্যারি ব্রুক ১১১, জো রুট ১০৫, প্রসিদ্ধ কৃষ্ণ ৩-১০৯, মহম্মদ সিরাজ ২-৯৫)

কেনিংটন ওভাল: ইংল্যান্ডের রান তখন ১০৬, প্যাভিলিয়নে ফিরে গেলেন দলের অধিনায়ক ওলি পোপ। তৃতীয় উইকেটের পতন হল। গ্যালারিতে তখন ভারতীয় সমর্থকদের উল্লাস। জয় মনে হচ্ছে দোরগোড়ায়। তার পর এল সেই মাহেন্দ্রক্ষণ।

ইংল্যান্ড ইনিংসের ৩৫তম ওভারের প্রথম বল, করছেন প্রসিদ্ধ কৃষ্ণ। দলের স্কোর ৩ উইকেটে ১৩৭ রান। ব্যাট হাতে হ্যারি ব্রুক। ফাইন লেগ দিয়ে তুলে মারলেন। একেবারে সীমানার ধারে দাঁড়িয়ে থাকা মহম্মদ সিরাজের চলে গেল ক্যাচ। সিরাজ কোনো ভুলচুক করলেন না। বোলার, ফিল্ডার, ভারতের সমর্থকদের মুখ হাসিতে ভরে যেতে যেতে ফ্যাকাশে হয়ে গেল। সিরাজ যে ক্যাচ নিয়ে সীমানার দড়ি ছুঁয়ে ফেলেছে। তার পর টাল সামলাতে না পেরে ও পারে চলে গিয়েছেন। আউট তো নয়ই, উল্টে ছয় হয়ে গেল। আর সেটাই কাল হল ভারতের।

সেই ব্রুক আর জো রুট অবিচ্ছেদ্য থেকে চতুর্থ উইকেটে যোগ করলেন ১৯৫ রান। দুজনেই সেঞ্চুরি করলেন। দলের ৩০৫ রানে আকাশ দীপের বলে সেই সিরাজকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ব্রুক (১১১ রান)। পরে আরও দুটো উইকেট পড়ল। ফিরে গেলেন জ্যাকব বেথেল (৫ রান) কৃষ্ণের বলে বোল্ড হয়ে এবং রুট (১০৫ রান) কৃষ্ণেরই বলে উইকেটকিপার ধ্রুব জুরেলকে ক্যাচ দিয়ে। রান দাঁড়াল ৬ উইকেটে ৩৩৭ রান। আর ২ রান যোগ হওয়ার পরে বৃষ্টি বাদ সাধল ম্যাচে।

প্রসিদ্ধ কৃষ্ণের তৃতীয় উইকেট, ফিরে গেলেন জো রুট। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

আপাতত জয়ের জন্য ইংল্যন্ডের দরকার ৩৫ রান। আর খাতায়কলমে ভারতের দরকার ৪ উইকেট। যদি ক্রিস ওকস ব্যাট করতে না নামেন তা হলে ৩ উইকেট। তবে শোনা যাচ্ছে, ঋষভ পন্থের পথ অনুসরণ করে প্রয়োজনে পায়ের ভাঙা হাড় নিয়েই ব্যাট করতে নামবেন ওকস।          

১ উইকেটে ৫০ রান হাতে নিয়ে রবিবার ওভালে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। শনিবার একেবারে শেষ বলে আউট হন জাক ক্রলি। বেন ডাকেট ব্যাট করছিলেন ৩৬ রানে। রবিবার ডাকেটের সঙ্গী হন অধিনায়ক ওলি পোপ। দু’জনে খেলা চালিয়ে যেতে থাকেন। ডাকেট তাঁর ৫০ রানও পূর্ণ করেন। কিন্তু তার পরেই আঘাত হানে ভারত। প্রসিদ্ধ কৃষ্ণ তাঁর প্রথম ওভারেই ফিরিয়ে দেন ডাকেটকে। ব্যক্তিগত ৫৪ রানের মাথায় প্রথম স্লিপে কে এল রাহুলকে ক্যাচ দিয়ে ফিরে যান ডাকেট। দলের রান তখন ৮২। পোপের সঙ্গী হন জো রুট। তৃতীয় উইকেটে যোগ হল ২৪ রান। এবার প্যাভিলিয়নে ফিরে গেলেন ওলি পোপ, মহম্মদ সিরাজের বলে এলবিডবলিউ আউট হলেন। রুটের সঙ্গী হলেন হ্যারি ব্রুক।

এর পরেই সিরাজের সেই ভুল। তার খেসারত দিল ভারত। আর কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্নভোজে গেল ইংল্যান্ড, রান ৩ উইকেটে ১৬৪। রুট ২৩ রানে আর ব্রুক ৩৮ রানে নট আউট। এর পর ব্রুক ৫০ করে ফেললেন। ইনিংসের ৪১তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণের দ্বিতীয় বল ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে ৫০ ছুঁলেন ব্রুক।ব্রুকের পর রুটও অর্ধশত রান পূর্ণ করলেন। ইনিংসের ৫০তম ওভারে সিরাজের তৃতীয় বল ডিপ ফাইন লেগে পাঠিয়ে ৫০ করলেন রুট। এ ভাবেই ক্রমশ এগিয়ে গেল ইংল্যান্ড।  

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: ফের টসে হার, ত্র্যহস্পর্শের কোপে ভারত, আট বছর পরে করুণের অর্ধশত রান

ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: যশস্বীর অর্ধশত, অ্যাটকিনসনের ৫ উইকেট, শুভমনরা আপাতত ৫২ রানে এগিয়ে

ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: যশস্বী-আকাশ-রবীন্দ্র-ওয়াশিংটনের ব্যাটের সুবাদে জয়ের আশা দেখছে ভারত  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহারে ভোট রেকর্ড! প্রথম দফায় ৬৪.৬৬% ভোট, আগের নির্বাচনের তুলনায় প্রায় ৯% বেশি — কারণ কি এসআইআর?

বিহারের প্রথম দফার ভোটে রেকর্ড অংশগ্রহণ — ৬৪.৬৬% ভোট পড়েছে ১২১টি কেন্দ্রে। আগের লোকসভা ও বিধানসভা ভোটের তুলনায় ভোট বৃদ্ধি প্রায় ৯ শতাংশ, এসআইআর পরবর্তী বিতর্ক সত্ত্বেও ভোটার সংখ্যা কমেনি।

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

আরও পড়ুন

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...