কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে ভারত। পাঁচটি টি২০ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে বুধবার ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে। এই ম্যাচ ঘিরে দুই দলের মধ্যে প্রস্তুতি চূড়ান্ত পর্বে।

ইডেনে ইংল্যান্ডের অনুশীলন।
দুটি দলই শনিবার কলকাতায় চলে এসেছে এবং তারা অনুশীলনও শুরু করে দিয়েছে। রবিবার ভারতীয় ক্রিকেট দল ইডেনে অনুশীলন করেছে। সোমবার প্রথম অর্ধে ভারতীয় ক্রিকেট দল ইডেনে অনুশীলন করেন এবং তারপরে ইংল্যান্ড ক্রিকেট দল অনুশীলনের জন্য ইডেনের মাঠে নামে।
সাংবাদিকদের মুখোমুখি ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
সোমবার বিকেলে ইডেনের প্রেস কর্নারে সাংবাদিকদের মুখোমুখি হন ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তিনি বলেন, ভারতীয় দল খুবই শক্তিশালী। তাঁদের টিমও খুব ভালো। আশা করা যায়, এ বার দুই দলের প্রতিযোগিতা বেশ জমে উঠবে।
ইডেনের আসন্ন ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা যে তুঙ্গে সে কথা বলার অবকাশ রাখে না।
ছবি: সঞ্জয় হাজরা