Homeখেলাধুলোক্রিকেটবাংলাদেশ ম্যাচে চোট, রবিবারের ম্যাচ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

বাংলাদেশ ম্যাচে চোট, রবিবারের ম্যাচ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

প্রকাশিত

রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য আরেক ধাক্কা। চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না হার্দিক পাণ্ড্য। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় হার্দিকের বাঁ পায়ের গোড়ালি মুচড়ে গিয়েছিল। নিজের প্রথম ওভার বল করতে এসেই চোট পান তিনি। ম্যাচের নবম ওভারে তৃতীয় বলেই এই চোট পেয়েছিলেন। লিটন দাসের মারা স্ট্রেট ড্রাইভ পা দিয়ে আটকাতে গিয়েই এই বিপত্তি বাঁধে। পুনেতে আয়োজিত এই ম্যাচে তিনি তিনটেই মাত্র বল করতে পেরেছিলেন। এর পর সাপোর্ট স্টাফদের সঙ্গে খোঁড়াতে খোঁড়াতে মাঠের বাইরে চলে যান তিনি।

বাংলাদেশ ম্যাচের শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, “ওর (হার্দিকের) সামান্য সমস্যা হয়েছে। এটা নিয়ে বেশি চিন্তার কোনও কারণ নেই।” তবে এ দিন জানা যায়, স্ক্যানের রিপোর্ট দেখে চিকিৎসকেরা হার্দিককে চার থেকে পাঁচ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এমন পরিস্থিতিতে, শুক্রবার বিসিসিআই জানিয়েছে, ‘‘মেডিক্যাল টিমের সদস্যেরা হার্দিকের চোটের পরিস্থিতি খতিয়ে দেখছেন। ওঁকে ২০ অক্টোবর ধর্মশালায় পাঠানো হচ্ছে না দলের সঙ্গে। ইংল্যান্ড ম্যাচের আগে হার্দিক সরাসরি লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন।’’

নতুন করে বলার নয়, এ মুহূর্তে যশপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব ছাড়াও, ভারতীয় দলে সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় হার্দিক। কারণ তিনি অলরাউন্ডারের ভূমিকা পালন করেন। তিনি একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলার জন্য যথেষ্ট ভালো। আবার ষষ্ঠ বোলার হিসেবেও তাঁকে টিম ইন্ডিয়ার খুবই প্রয়োজন। ভারতের প্রথম তিনটি বিশ্বকাপ ম্যাচে ১৬ ওভার বল করেছিলেন হার্দিক। বিনিময়ে নিয়েছিলেন পাঁচটি উইকেট।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: বিরাট কোহলির সেঞ্চুরি, বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে টানা জয় ভারতের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...