Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড ১ম টেস্ট: ১ রানের জন্য শতরানে বঞ্চিত ব্রুক, ৫ উইকেট দখল...

ভারত-ইংল্যান্ড ১ম টেস্ট: ১ রানের জন্য শতরানে বঞ্চিত ব্রুক, ৫ উইকেট দখল করলেন বুমরাহ

প্রকাশিত

ভারত: ৪৭১ ও ৯০-২ (লোকেশ রাহুল ৪৭ নট আউট, বেন স্টোক্স ১-১৮)

ইংল্যান্ড: ৪৬৫ (ওলি পোপ ১০৬, হ্যারি ব্রুক ৯৯, বেন ডাকেট ৬২, জসপ্রীত বুমরাহ ৫-৮৩, প্রসিধ কৃষ্ণ ৩-১২৮)

লিড্‌স (ইংল্যান্ড): দু’ দিনে যে ভাবে ক্যাচ ফেলে দেওয়ার নজির গড়ল ভারত, বেন স্টোক্সের দল যে ভাবে সমানে সমানে পাল্লা দিচ্ছিল, তাতে মনে হচ্ছিল ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ভারতের রান টপকে যাবে। কিন্তু শেষ পর্যন্ত তা হল না। ভারতের চেয়ে ৬ রান কমে আটকে গেল তারা। এর জন্য কৃতিত্ব প্রাপ্য জসপ্রীত বুমরাহের। ৮৩ রান দিয়ে পাঁচ উইকেট দখল করলেন তিনি। ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে গেল ৪৬৫ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত করেছে ২ উইকেটে ৯০। লোকেশ রাহুল নট আউট রয়েছেন ৪৭ রানে।

৬ রান কমে প্রথম ইনিংস শেষ করল ইংল্যান্ড      

৩ উইকেটে ২০৯ রাত হাতে নিয়ে রবিবার হেডিংলে স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। বল করতে আসেন প্রসিধ কৃষ্ণ। ওভারের প্রথম বলে ১ রান নিয়ে হ্যারি ব্রুককে ব্যাট দেন ওলি পোপ। প্রসিধকে চার আর ছয় মেরে ওই ওভারেই আরও দশ রান তুলে নেন ব্রুক। পরের ওভার করতে আসেন জসপ্রীত বুমরাহ। ওই ওভারে বুমরাহ পাঁচ রান প্রসিধকে।

মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হল না ব্রুকের। ছবি ‘X’ থেকে নেওয়া।

কিন্তু পরের ওভারেই বিপত্তি। টেস্ট ক্রিকেটে প্রথম উইকেটটি দখল করেন প্রসিধ। প্রসিধের অফ স্টাম্পের বাইরে থাকা একটা নিরামিষ বলে খোঁচা দিয়ে ফিরে যান পোপ। ক্যাচ ধরতে কোনো ভুলচুক করেননি উইকেটকিপার ঋষভ পন্থ। ব্রুকের সঙ্গী হন অধিনায়ক বেন স্টোক্স। পঞ্চম উইকেটে যোগ হয় ৫১ রান। এ বার উইকেট পান মহম্মদ সিরাজ। স্টোক্সও ব্যক্তিগত ২০ রানের মাথায় উইকেটকিপার ঋষভকে ক্যাচ দিয়ে ফিরে যান।

এ বার হ্যারি ব্রুকের সঙ্গী হন জেমি স্মিথ। দু’জনে মিলে রান নিয়ে যান ৩৪৯-এ। ষষ্ঠ উইকেটে যোগ করেন ৭৩ রান। দলের ৩৪৯ রানের মাথায় প্রসিধের বলে আউট হয়ে যান স্মিথ। স্কোরবোর্ডে দেখা যাবে স্মিথের ক্যাচ ধরেছেন সাই সুদর্শন। আদতে এটা ছিল দু’জনের চেষ্টা। প্রসিধের বল তুলে মেরেছিলেন স্মিথ। সীমানায় দাঁড়িয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ছুটে গিয়ে ক্যাচ ধরে তিনি বুঝতে পারেন শরীরের রিফ্লেক্সে ক্যাচ ধরে তিনি সীমানার বাইরে চলে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে বল ছুড়ে দেন কাছে চলে আসা সুদর্শনকে। সুদর্শন ক্যাচ ধরতে কোনো ভুল করেননি। ব্যক্তিগত ৪০ রানের মাথায় ফিরে যান জেমি স্মিথ। হ্যারি ব্রুকের সঙ্গী হন ক্রিস ওকস।

দুর্ভাগ্য ব্রুকের। শতরান থেকে তখন মাত্র এক রান দূরে। আউট হয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে। এর আগে ব্যক্তিগত ৮২ রানের মাথায় সুযোগ দিয়েছিলেন আউট হওয়ার। বুমরাহের অফ স্ট্যাম্পের বাইরের বল। ব্যাট চালিয়েছিলেন ব্রুক। কিন্তু চতুর্থ স্লিপে দাঁড়িয়ে থাকা যশস্বী জয়সওয়াল সহজ ক্যাচ মিস করেন। কিন্তু ২.৩ ওভার পরে প্রসিধ কৃষ্ণের বলে ভাগ্য আর সুপ্রসন্ন হল না। ব্যক্তিগত ৯৯ রানের মাথায় যে ক্যাচ তুললেন ব্রুক, তা সহজেই ধরলেন শার্দূল ঠাকুর। দলের ৩৯৮ রানে হ্যারি ব্রুক ফিরে যাওয়ার পরে বাকি ৩ উইকেটে ইংল্যান্ড যোগ করে ৬৭ রান। ক্রিস ওকস (৩৮ রান) এবং জোশ টাং (১১ রান) ফিরিয়ে দেন বুমরাহ। ব্রাইডন কার্সকে (২২ রান) বোল্ড করেন মহম্মদ সিরাজ। ৪৬৫ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস।

আশা জাগাচ্ছেন লোকেশ রাহুল ছবি ‘X’ থেকে নেওয়া।

লোকেশ রাহুল ৪৭ নট আউট

দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে মাত্র ৪ রান করে ফিরে যান আগের ইনিংসে সেঞ্চুরিকারী যশস্বী জয়সওয়াল। কার্সের বলে উইকেটকিপার জেমি স্মিথকে ক্যাচ দিয়ে ফিরে যান জয়সওয়াল। দলের রান তখন ১৬। লোকেশ রাহুলের সঙ্গী হন প্রথম ইনিংসে শূন্য করা সাই সুদর্শন। তাঁকে নিয়ে কৌতূহল ছিল ক্রিকেটপ্রেমীদের। নিজেকে কি সংশোধন করবেন সুদর্শন?

কিছুটা সংশোধন করেন সুদর্শন। দ্বিতীয় উইকেটের জুটিতে ওঠে ৬৬ রান। দলের ৮২ রানের মাথায় বেন স্টোক্সের বলে জাক ক্রলিকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সুদর্শন। দ্বিতীয় ইনিংসে তাঁর সংগ্রহ ৩০ রান। অধিনায়ক শুভমন গিল সঙ্গী হন রাহুলের। দিনের শেষে ভারতের ওঠে ২ উইকেটে ৯০ রান। রাহুল ব্যাট করছেন ৪৭ রানে এবং গিল নট আউট আছেন ৬ রানে।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ১ম টেস্ট: ঋষভের শতরান সত্ত্বেও বড়ো রানের ইনিংস হল না, সমানে পাল্লা দিচ্ছে স্টোক্সের দল

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট: শুভমন-যশস্বীর শতরানে ভর করে বড়ো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে ভারত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...