Homeখেলাধুলোক্রিকেটভারত-বাংলাদেশ ১ম টেস্ট: চারবার টেস্টে ‘ডাবল’ রবিচন্দ্রন অশ্বিনের, রোহিতরা এগিয়ে গেলেন ১-০...

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: চারবার টেস্টে ‘ডাবল’ রবিচন্দ্রন অশ্বিনের, রোহিতরা এগিয়ে গেলেন ১-০ ফলে  

প্রকাশিত

ভারত: ৩৭৬ (রবিচন্দ্রন অশ্বিন ১১৩, রবীন্দ্র জাদেজা ৮৬, হাসান মাহমুদ ৫-৮৩, তাসকিন আহমেদ ৩-৫৫) এবং ২৮৭-৪ (শুবমান গিল ১১৯ নট আউট, ঋষভ পন্থ ১০৯, মেহেদি হাসান মিরাজ ২-১০৩)  

বাংলাদেশ: ১৪৯ (শাকিব আল হাসান ৩২, জসপ্রীত বুমরাহ ৪-৫০, রবীন্দ্র জাদেজা ২-১৯) এবং ২৩৪  নাজমুল হোসেন শান্ত ৮২, রবিচন্দ্রন অশ্বিন ৬-৮৮, রবীন্দ্র জাদেজা ৩-৫৮)

ভারত ২৮০ রানে জয়ী  

চেন্নাই: একই টেস্টে সেঞ্চুরি এবং অন্তত ৫ উইকেট দখল করা – এমন কাণ্ড এই নিয়ে চারবার ঘটালেন রবিচন্দ্রন অশ্বিন। এবং টানা দুবার এই ‘ডাবল’ চেন্নাইয়ে চিপকের মাঠে। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ ফলে। স্বাভাবিকভাবেই ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন অশ্বিন।    

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৮৮ রান দিয়ে ৬ উইকেট দখল করলেন অশ্বিন। তবে ভারতের এই জয়ের পিছনে আর-একজনের অবদানের কথা না বললেই নয়। তিনি রবীন্দ্র জাদেজা। ব্যাটিং-এর পাশাপাশি তিনি খেল দেখালেন বোলিং-এও। বাংলাদেশের প্রথম ইনিংসে ২টি উইকেট দখল করার পরে দ্বিতীয় ইনিংসে ৫৮ রান দিয়ে ৩টি উইকেট ঝুলিতে ভরলেন তিনি।

শেষ ৫ উইকেটে এল ৪০ রান

৪ উইকেটে ১৫৮ রান হাতে নিয়ে রবিবার চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ব্যাট করছিলেন দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত ৫১ রানে এবং শাকিব আল হাসান ৫ রানে। জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৩৫৭ রান।

এদিন প্রথম ঘণ্টাটি ভালোই খেলেন শান্ত ও শাকিব। ঠান্ডা মাথায় তাঁরা মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার বোলিং-এর মোকাবিলা করছিলেন। প্রথম ঘণ্টায় বাংলাদেশের স্কোরে যোগ হয় ৩৬ রান। শান্ত ব্যাট করছিলেন ৬৪ রানে এবং শাকিব ২৫ রানে।

দিনের প্রথম উইকেট। শাকিব আউট। শিকারি রবিচন্দ্রন অশ্বিন। ছবি বিসিসিআইয়ের ‘এক্স’ থেকে নেওয়া।

জলপানের বিরতির পরেই এল ধাক্কা। অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দিলেন অশ্বিনের হাতে। ওভারের চতুর্থ বলেই শাকিব আউট। বল শাকিবের ব্যাট-প্যাডে লেগে চলে গেল ব্যাকওয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে থাকা যশস্বী জয়সোয়ালের কাছে। নিচু ক্যাচ ধরতে যশস্বীর ধরতে কোনো অসুবিধা হয়নি।

এখান থেকেই শুরু হল পতন। এদিনের ৬টি উইকেট ভাগাভাগি করে দখল করে নিলেন অশ্বিন ও জাদেজা। বাংলাদেশ ১৯৪-৫ থেকে গুটিয়ে গেল ২৩৪ রানে। বাকি ৫ উইকেটে যোগ হল মাত্র ৪০ রান। একমাত্র শান্ত ছাড়া কেউ খেলতেই পারলেন না অশ্বিন-জাদেজার স্পিন বোলিং। বাংলাদেশের বাকি কোনো ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছোতে পারলেন না। শাকিব ছাড়াও অশ্বিন তুলে নিলেন মেহেদি হাসান মিরাজ (৮ রান) এবং তাসকিন আহমেদকে (৫ রান)। জাদেজা দখল করলেন শান্ত (৮২ রান), লিটন দাস (১ রান) এবং হাসান মাহমুদের (৫ রান) উইকেট।

পাঁচ দিনের টেস্ট সাড়ে তিন দিনের আগেই শেষ হয়ে গেল। ২৮০ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজের প্রথম টেস্ট জিতে নিল ভারত। ২৭ সেপ্টেম্বর শুক্রবার কানপুরের গ্রিন পার্কে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। ভারতের টেস্ট স্কোয়াড অপরিবর্তিত থাকল।

আরও পড়ুন

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: তৃতীয় দিনে শুবমন ও ঋষভের সেঞ্চুরি, অশ্বিন এবার খেলা দেখাচ্ছেন বোলিং-এ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...