রবিবার এশিয়ান গেমসের প্রথম দিনেই একাধিক পদকপ্রাপ্তি ভারতের। ১৯তম এশিয়ান গেমসের প্রথম দিনেই পাঁচ পদক ভারতের ঝুলিতে। এ ছাড়াও মহিলাদের ক্রিকেটে পদক নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া।
রোয়িংয়ে এসেছে তিনটি পদক। আর শ্যুটিংয়ে দু’টি। একটি দলগত ইভেন্টে আর একটি ব্যক্তিগত ইভেন্টে। ক্রিকেটে ভারত বাংলাদেশকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে পদক নিশ্চিত করেছে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে যেকোনো একটি দলের বিরুদ্ধে খেলা হতে পারে ভারতের।
শুটিংয়ে ২টি পদক
ভারতের রমিতা জিন্দল, মেহুলি ঘোষ এবং আশি চৌকশে একসঙ্গে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপো জিতেছেন। তিনজন মিলে ১৮৮৬ পয়েন্ট স্কোর করেছিলেন। যার মধ্যে রমিতা ৬৩১.৯ পয়েন্ট করেছিলেন। মেহুলি স্কোর করেন ৬৩০.৮ আর আশি স্কোর করেছে ৬২৩.৩ পয়েন্ট।
দলগত ইভেন্টে দেশের হয়ে রুপো জয়ের পর একক ইভেন্টে ব্রোঞ্জের পদকও জিতেছেন রমিতা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রমিতা জিন্দাল ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি।
রোয়িংয়ে ৩টি পদক
পুরুষদের লাইট ওয়েট ডাবলস বিভাগে রুপো জিতলেন অর্জুন জাঠ লাল এবং অরবিন্দ সিংহ জুটি। ৬:২৮.১৮ সময় নিয়ে রুপো পদক জিতেছেন তাঁরা। এই ইভেন্টের স্বর্ণপদক জেতে চিন।
পরে রোয়িং থেকে এসেছে একটি ব্রোঞ্জও। পুরুষদের পেয়ার ইভেন্টে রোয়িংয়ের দ্বিতীয় পদক জিতলেন বাবুলাল যাদব এবং লেখা রাম। রোয়িংয়ের পুরুষদের আট জনের দলীয় ইভেন্টেও রুপো জিতেছে ভারত। এখানে চিনের চেয়ে মাত্র ২.৮৪ সেকেন্ড পিছিয়ে ছিল ভারত।
আরও পড়ুন: আইএসএল: আই লিগ চ্যাম্পিয়ন পঞ্জাবকে হারিয়ে অভিযান শুরু করল মোহনবাগান