Homeখেলাধুলোক্রিকেটএশিয়াড ক্রিকেট: যশস্বীর সেঞ্চুরি, নেপালকে ২৩ রানে হারিয়ে ভারত সেমিফাইনালে

এশিয়াড ক্রিকেট: যশস্বীর সেঞ্চুরি, নেপালকে ২৩ রানে হারিয়ে ভারত সেমিফাইনালে

প্রকাশিত

ভারত: ২০২-৪ (যশস্বী জয়সোয়াল ১০০, রিঙ্কু সিং ৩৭ নট আউট, দীপেন্দ্র সিং আইরি ২-৩১)

নেপাল: ১৭৯-৯ (দীপেন্দ্র সিং আইরি ৩২, রবি বিশনয় ৩-২৪, অবেশ খান ৩-৩২)

হ্যাংঝাউ: দু’ ধরনের ব্যাটেই যে তিনি সিদ্ধহস্ত তা মঙ্গলবার চিনের মাটিতে প্রমাণ করলেন। প্রয়োজনে যে তিনি ঝোড়ো ইনিংসও খেলতে পারেন, তা বুঝিয়ে দিলেন এ দিন। ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট মাঠে ৪৯ বলে ১০০ রান করে ভারতের জয়ের কান্ডারি হলেন যশস্বী জয়সোয়াল।

অবশ্য এ রকম ঝোড়ো ইনিংসের নমুনা যশস্বী আগেও রেখেছেন। মে মাসে আইপিএল-এ ১৩ বলে অর্ধশত রান করেন। আইপিএল-এর ইতিহাসে দ্রুততম অর্ধশত রান।        

গত জুলাইয়ে ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে অভিষেকেই সেঞ্চুরি করেন যশস্বী। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেকেই সেঞ্চুরি তো অনেকেই করেছেন। কিন্তু ডোমিনিকায় তাঁর সেঞ্চুরি স্মরণীয় হয়ে থাকবে সব চেয়ে ধীর গতিতে সেঞ্চুরি করার জন্য। ৫০১ মিনিট ক্রিজে থেকে তিনি ৩৮৭ বলের মোকাবিলা করেন। রান করেন ১৭১।

সেই যশস্বী আজ স্বমূর্তি না ধরলে ফল কী হত বলা মুশকিল। কারণ নেপালও দেখিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেটে তারা তাদের যোগ্যতাতেই ভালো জায়গা করে নিয়েছে। অনেকেই ভেবেছিলেন ২০ ওভারে ২০২ রান করে ভারত খুব সহজেই নেপালকে হারাবে। কিন্তু নেপাল প্রায় ধরে ফেলেছিল ভারতকে। মাত্র ২৩ রানে হেরে গেল তারা।

ঝোড়ো ব্যাটিং রিঙ্কু সিং-এর

ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে ভারতের ইনিংস ভালোই শুরু করেছিলেন যশস্বী। কিন্তু দলের ১০১ রানের মাথায় ঋতুরাজ (২৩ বলে ২৫ রান) আউট হয়ে যেতেই ভারতের মিডল অর্ডার কিছুটা দ্রুত ভেঙে পড়ে। ১৫০ রানের মধ্যে ৪টি উইকেট পড়ে যায়। ফলে স্বাভাবিক ভাবেই রান ওঠার গতিও কমে যায়।

শেষ পর্যন্ত হাল ধরেন ৫ এবং ৬ নম্বরে নামা শিবম দুবে এবং রিঙ্কু সিং। এর মধ্যে রিঙ্কু অনেক বেশি মারকুটে ছিলেন। শেষ পর্যন্ত দু’জনেই নট আউট থাকেন। রিঙ্কু করেন ১৫ বলে ৩৭ রান এবং শিবম করেন ১৯ বলে ২৫ রান।

নেপালের লড়াই

২০৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে নিয়মিত ব্যবধানে নেপালের উইকেট পড়লেও রানের গতিকে তারা পড়তে দেয়নি। রবি বিশনয় (৩-২৪), অবেশ খান (৩-৩২) এবং অর্শদীপ সিং-এর (২-৪৩) বলের মোকাবিলা করে নেপালের ব্যাটাররা দ্রুত গতিতে রান তুলেছেন। তবু তারই মধ্যে দীপেন্দ্র সিং আইরি (১৫ বলে ৩২) আর সানদীপ জোরা (১২ বলে ২৯) ছিলেন খুবই মারকুটে।

শেষের দিকে করণ কেসিও ঝোড়ো ইনিংস খেলে ১৩ বলে ১৮ রান করে নট আউট থাকেন। নেপালের দুর্ভাগ্য, মাত্র ২৩ রানে ভারতের কাছে হেরে গেল তারা। তবে এই লড়াই তারা নিশ্চয়ই অনেক দিন মনে রাখবে।

আরও পড়ুন   

এশিয়ান গেমস ২০২৩: ভারতের স্বর্ণহীন দিন, ঝুলিতে এল ৩টি রুপো আর ৪টি ব্রোঞ্জ                   

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...