Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: ভারতের স্বর্ণহীন দিন, ঝুলিতে এল ৩টি রুপো আর ৪টি...

এশিয়ান গেমস ২০২৩: ভারতের স্বর্ণহীন দিন, ঝুলিতে এল ৩টি রুপো আর ৪টি ব্রোঞ্জ

প্রকাশিত

হ্যাংঝাউ: চলতি এশিয়ান গেমসে এই প্রথম একটা দিন সোনাহীন কাটল ভারতের। সোমবার ঝুলিতে এল ৭টি পদক – ৩টি রুপো আর ৪টি ব্রোঞ্জ। এই নিয়ে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৬০ – ১৩টি সোনা, ২৪টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ।

পদকপ্রাপ্তির তালিকায় ভারত চতুর্থ স্থানেই রয়েছে। ১৪৭টি সোনা, ৮১টি রুপো এবং ৪২টি ব্রোঞ্জ অর্থাৎ মোট ২৭০টি পদক নিয়ে শীর্ষে রয়েছে যথারীতি চিন। তারা সকলের ধরাছোঁয়ার বাইরে। সোনার পদকের ভিত্তিতে দ্বিতীয় স্থানে জাপান। তারা পেয়েছে ৩৩টি সোনা, ৪৪টি রুপো এবং ৪৫টি ব্রোঞ্জ, মোট ১২২টি পদক। মোট পদকের সংখ্যায় এগিয়ে থাকলেও ২টি স্বর্ণপদক কম পাওয়ায় দক্ষিণ কোরিয়া রয়েছে তৃতীয় স্থানে। তারা পেয়েছে ৩১টি সোনা, ৩৯টি রুপো এবং ৬৩টি ব্রোঞ্জ, মোট ১৩৩টি পদক।   

অ্যাথলেটিক্সে ৩টি রুপো, ১টি ব্রোঞ্জ

সোমবার মেয়েদের ৩০০০ মিটার স্টিপলচেজে ৯ মিনিট ২৭.৬৩ সেকেন্ড সময় করে রুপো পেলেন পারুল চৌধরী এবং তাঁর চেয়ে প্রায় ১৬ সেকেন্ড সময় বেশি করে ব্রোঞ্জ পেলেন প্রীতি। অন্য দিকে মেয়েদের লং জাম্পে রুপো পেলেন অ্যান্সি সোজান এড়াপ্পিল্লি। অ্যান্সি নিজের সেরা স্কোর ছাপিয়ে ৬.৬৩ মিটার লাফিয়েছেন।

৪x৪০০ মিটার মিক্সড রিলেতে মহম্মদ আজমল, বিথ্যা রামরাজ, রাজেশ রমেশ এবং শুভা বেঙ্কটেশনের দল ৩ মিনিট ১৪.৩৪ সেকেন্ড সময় করে প্রথমে তৃতীয় স্থান পেয়েছিল। কিন্তু এই বিভাগে রুপো পাওয়া শ্রীলঙ্কার এক দৌড়বিদ লেন ভাঙায় তাদের বাতিল করা হয়। ফলে ভারতীয় দল রুপো পায়।  

স্কেটিং-এ ২টি ব্রোঞ্জ

সোমবার দিনের প্রথম পদক আসে স্কেটিং থেকে। পুরুষদের স্পিড স্কেটিংয়ের ফাইনালে তৃতীয় স্থানে শেষ করেন আরিয়ানপাল সিংহ ঘুমান, আনন্দকুমার ভেলকুমার, সিদ্ধান্ত কাম্বলে ও বিক্রম ইনগালে। ৩০০০ মিটার শেষ করতে তাঁরা সময় নেন ৪ মিনিট ১০.১২৮ সেকেন্ড। এই প্রতিযোগিতায় সোনা জেতে চাইনিজ তাইপেই। রুপো জিতেছে দক্ষিণ কোরিয়া।

এই খেলায় মহিলাদের দলও ব্রোঞ্জ জেতে। সঞ্জনা বাথুলা, কার্থিকা জগদীশ্বরণ, হিরাল সাধু ও আরাথি কস্তুরি রাজ ৩০০০ মিটার শেষ করেন ৪ মিনিট ৩৪.৮৬১ সেকেন্ডে। এই প্রতিযোগিতায় সোনা জেতে চাইনিজ তাইপেই এবং রুপো দক্ষিণ কোরিয়া।

টেবিল টেনিসেসুতীর্থা-ঐহিকার ব্রোঞ্জ

রবিবার এশিয়ান গেমসের টেবিল টেনিস কোর্টে ইতিহাস সৃষ্টি করা সুতীর্থা মুখার্জি আর ঐহিকা মুখার্জিকে শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল। সোমবার তাঁরা সেমিফাইনালে হেরে গেলেন উত্তর কোরিয়ার সুয়ং চা এবং সুগইয়ং পাকের কাছে।

তীরন্দাজিতে পদক আসতে পারে  

তীরন্দাজিতে ছেলেদের দলগত বিভাগের ছ’টি ইভেন্টেই কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত। এ ছাড়া কম্পাউন্ড বিভাগে পাঁচটি সোনা জেতার সুযোগ থাকছে তাদের সামনে। কিন্তু মহিলা দল ব্যক্তিগত রিকার্ভ থেকে বিদায় নিয়েছেন।

ব্যাডমিন্টনেও

পুরুষদের সিঙ্গলসে কিদম্বি শ্রীকান্ত এবং ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

আরও পড়ুন

এএফসি কাপ: ভুলের প্রায়শ্চিত্ত করে কামিংস-এর জোড়া গোল, মালদ্বীপের মাজিয়াকে হারাল মোহনবাগান

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের ভাগ্য অনিশ্চিত করে ফেলল ভারত

অস্ট্রেলিয়া: ১৫১-৮ (গ্রেস হ্যারিস ৪০, এলিসে পেরি ৩২, রেণুকা সিং ২-২৪, দীপ্তি শর্মা ২-২৮) ভারত:...

দীপাবলির আগে উড়ান যাত্রীদের জন্য বড় স্বস্তি, ঘরোয়া বিমানের ভাড়া কমছে

দীপাবলির আগে আকাশপথে যাতায়াত করা যাত্রীদের জন্য একটি সুখবর। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ফ্লাইটের ভাড়া...

ভুয়ো সাধু রুখতে মহাকুম্ভ মেলায় পরিচয়পত্র বাধ্যতামূলক, ‘শাহী স্নান’-এর মতো শব্দ বাতিলের দাবি 

২০২৫ মহাকুম্ভ মেলায় সাধুদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে আখিল ভারতীয় আখাড়া পরিষদ (এবিএপি)। ভুয়া বাবাদের প্রবেশ রোধ এবং মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানকে আধুনিক অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রি করত ইজরায়েল, দিয়েছিল গোপন সামরিক প্রশিক্ষণও, বন্ধুত্ব কী ভাবে বদলে গেল শত্রুতায়!

বিশ্ব সম্প্রতি অশান্তির একটি নতুন পর্যায়ে অবস্থান করছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে পরিস্থিতি...

আরও পড়ুন

৩৮ বছর বয়সে রাফায়েল নাদালের টেনিস থেকে অবসর ঘোষণা, ফিরে দেখা তাঁর সেরা ৫ পারফরম্যান্স

৩৮ বছর বয়সে রাফায়েল নাদাল টেনিস থেকে অবসর ঘোষণা করেছেন। নভেম্বরের ডেভিস কাপ টুর্নামেন্ট, যা স্পেনের মালাগাতে অনুষ্ঠিত হবে, তার শেষ প্রতিযোগিতা হিসেবে নির্ধারিত হয়েছে।

দাবা অলিম্পিয়াডে এই প্রথম সোনা জিতল ভারতের পুরুষ ও মহিলা দল

বুদাপেস্ট (হাঙ্গেরি): ৪৫তম দাবা অলিম্পিয়াডে ইতিহাস সৃষ্টি করল ভারত। ফাইনালে রাউন্ডে প্রতিপক্ষদের হারিয়ে এই...

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন ভারত, চিনকে ১-০ ব্যবধানে হারাল হরমনপ্রীরা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন হল ভারত। চিনকে ১-০ ব্যবধানে হারিয়ে পঞ্চমবার এই খেতাব জিতলেন হরমনপ্রীত সিংহের নেতৃত্বাধীন দল। হরমনপ্রীত সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত