Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: ভারতের স্বর্ণহীন দিন, ঝুলিতে এল ৩টি রুপো আর ৪টি...

এশিয়ান গেমস ২০২৩: ভারতের স্বর্ণহীন দিন, ঝুলিতে এল ৩টি রুপো আর ৪টি ব্রোঞ্জ

প্রকাশিত

হ্যাংঝাউ: চলতি এশিয়ান গেমসে এই প্রথম একটা দিন সোনাহীন কাটল ভারতের। সোমবার ঝুলিতে এল ৭টি পদক – ৩টি রুপো আর ৪টি ব্রোঞ্জ। এই নিয়ে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৬০ – ১৩টি সোনা, ২৪টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ।

পদকপ্রাপ্তির তালিকায় ভারত চতুর্থ স্থানেই রয়েছে। ১৪৭টি সোনা, ৮১টি রুপো এবং ৪২টি ব্রোঞ্জ অর্থাৎ মোট ২৭০টি পদক নিয়ে শীর্ষে রয়েছে যথারীতি চিন। তারা সকলের ধরাছোঁয়ার বাইরে। সোনার পদকের ভিত্তিতে দ্বিতীয় স্থানে জাপান। তারা পেয়েছে ৩৩টি সোনা, ৪৪টি রুপো এবং ৪৫টি ব্রোঞ্জ, মোট ১২২টি পদক। মোট পদকের সংখ্যায় এগিয়ে থাকলেও ২টি স্বর্ণপদক কম পাওয়ায় দক্ষিণ কোরিয়া রয়েছে তৃতীয় স্থানে। তারা পেয়েছে ৩১টি সোনা, ৩৯টি রুপো এবং ৬৩টি ব্রোঞ্জ, মোট ১৩৩টি পদক।   

অ্যাথলেটিক্সে ৩টি রুপো, ১টি ব্রোঞ্জ

সোমবার মেয়েদের ৩০০০ মিটার স্টিপলচেজে ৯ মিনিট ২৭.৬৩ সেকেন্ড সময় করে রুপো পেলেন পারুল চৌধরী এবং তাঁর চেয়ে প্রায় ১৬ সেকেন্ড সময় বেশি করে ব্রোঞ্জ পেলেন প্রীতি। অন্য দিকে মেয়েদের লং জাম্পে রুপো পেলেন অ্যান্সি সোজান এড়াপ্পিল্লি। অ্যান্সি নিজের সেরা স্কোর ছাপিয়ে ৬.৬৩ মিটার লাফিয়েছেন।

৪x৪০০ মিটার মিক্সড রিলেতে মহম্মদ আজমল, বিথ্যা রামরাজ, রাজেশ রমেশ এবং শুভা বেঙ্কটেশনের দল ৩ মিনিট ১৪.৩৪ সেকেন্ড সময় করে প্রথমে তৃতীয় স্থান পেয়েছিল। কিন্তু এই বিভাগে রুপো পাওয়া শ্রীলঙ্কার এক দৌড়বিদ লেন ভাঙায় তাদের বাতিল করা হয়। ফলে ভারতীয় দল রুপো পায়।  

স্কেটিং-এ ২টি ব্রোঞ্জ

সোমবার দিনের প্রথম পদক আসে স্কেটিং থেকে। পুরুষদের স্পিড স্কেটিংয়ের ফাইনালে তৃতীয় স্থানে শেষ করেন আরিয়ানপাল সিংহ ঘুমান, আনন্দকুমার ভেলকুমার, সিদ্ধান্ত কাম্বলে ও বিক্রম ইনগালে। ৩০০০ মিটার শেষ করতে তাঁরা সময় নেন ৪ মিনিট ১০.১২৮ সেকেন্ড। এই প্রতিযোগিতায় সোনা জেতে চাইনিজ তাইপেই। রুপো জিতেছে দক্ষিণ কোরিয়া।

এই খেলায় মহিলাদের দলও ব্রোঞ্জ জেতে। সঞ্জনা বাথুলা, কার্থিকা জগদীশ্বরণ, হিরাল সাধু ও আরাথি কস্তুরি রাজ ৩০০০ মিটার শেষ করেন ৪ মিনিট ৩৪.৮৬১ সেকেন্ডে। এই প্রতিযোগিতায় সোনা জেতে চাইনিজ তাইপেই এবং রুপো দক্ষিণ কোরিয়া।

টেবিল টেনিসেসুতীর্থা-ঐহিকার ব্রোঞ্জ

রবিবার এশিয়ান গেমসের টেবিল টেনিস কোর্টে ইতিহাস সৃষ্টি করা সুতীর্থা মুখার্জি আর ঐহিকা মুখার্জিকে শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল। সোমবার তাঁরা সেমিফাইনালে হেরে গেলেন উত্তর কোরিয়ার সুয়ং চা এবং সুগইয়ং পাকের কাছে।

তীরন্দাজিতে পদক আসতে পারে  

তীরন্দাজিতে ছেলেদের দলগত বিভাগের ছ’টি ইভেন্টেই কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত। এ ছাড়া কম্পাউন্ড বিভাগে পাঁচটি সোনা জেতার সুযোগ থাকছে তাদের সামনে। কিন্তু মহিলা দল ব্যক্তিগত রিকার্ভ থেকে বিদায় নিয়েছেন।

ব্যাডমিন্টনেও

পুরুষদের সিঙ্গলসে কিদম্বি শ্রীকান্ত এবং ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

আরও পড়ুন

এএফসি কাপ: ভুলের প্রায়শ্চিত্ত করে কামিংস-এর জোড়া গোল, মালদ্বীপের মাজিয়াকে হারাল মোহনবাগান

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট: শুভমন-যশস্বীর শতরানে ভর করে বড়ো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে ভারত

ভারত: ৩৫৯-৩ (শুভমন গিল ১২৭ নট আউট, যশস্বী জয়সওয়াল ১০১, ঋষভ পন্থ ৬৫ নট...

শিবরামের ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ এবং কবিগুরুর ‘তোতা কাহিনী’ অবলম্বনে সফল নাটক মঞ্চস্থ করল ‘চণ্ডীতলা প্রম্পটার’  

অজন্তা চৌধুরী ‘চণ্ডীতলা প্রম্পটার’-এর প্রযোজনায় ১৪ মে মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ ও...

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।

গ্রুপ C ও D কর্মীদের ভাতায় স্থগিতাদেশ হাই কোর্টের

চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের ভাতা প্রদানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যকে চার সপ্তাহে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। ২৬ হাজার কর্মীর ভবিষ্যৎ আবারও অনিশ্চিত।

আরও পড়ুন

অবশেষে ৯০ মিটার পার, তবু সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার ছুড়েও প্রথম হতে পারলেন না নীরজ চোপড়া। সোনা জিতলেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

নেতাজি ইন্ডোরে সূচনা হল নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নবম নেতাজি সুভাষ রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার আসরের সূচনা হল।...

স্টিক হাতে গুরবক্সের পাশে থেকে তাক লাগালেন সৌরভ, ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান

ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-১ হারাল মোহনবাগান। খেলার প্রথমার্ধে মোহনবাগান ২-০ গোলে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে