Homeখেলাধুলোক্রিকেটভারত-শ্রীলঙ্কা টি২০: দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয়, পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ...

ভারত-শ্রীলঙ্কা টি২০: দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয়, পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ সূর্যকুমারদের

প্রকাশিত

শ্রীলঙ্কা: ১৬১-৯ (কুশল পেরেরা ৫৩, পাথুম নিশঙ্ক ৩২, রবি বিশনয় ৩-২৬, হার্দিক পাণ্ড্য ২-২৩)

ভারত: ৮১-৩ (৬.৩ ওভার) (যশস্বী জয়সোয়াল ৩০, সূর্যকুমার যাদব ২৬, মহেশ ঠিকসানা ১-১৬)

পাল্লেকেলে (শ্রীলঙ্কা): ১৫.১ ওভারে ৩ উইকেটে ১৩০ রান। সেখান থেকে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে গেল ১৬১ রানে। শেষ ২৯ বলে উঠল মাত্র ৩১ রান। ইনিংসের শেষ দিকে দুই স্পিনার রবি বিশনয় আর অক্ষর পটেলের বলের মোকাবিলা করতে না পেরে ওই ৩১ রান তুলতে শ্রীলঙ্কা হারাল ৬টি উইকেট।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতি প্রয়োগ করে ভারতের জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়াল ৭৮ রান, করতে হবে ৮ ওভারে। ৬.৩ ওভারে ৩ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে ভারত জিতে গেল ৭ উইকেটে। ২৬ রান দিয়ে ৩ উইকেট দখল করে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন রবি বিশনয়।

প্রথম টি২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৩ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও জয় পেল ভারত। ডিএলএস পদ্ধতি প্রয়োগ করার ফলে ভারত জিতল ৭ উইকেটে। ৩ ম্যাচের টি২০ সিরিজে পরপর দুটি ম্যাচ জিতে সূর্যকুমার যাদবের নেতৃত্বে সিরিজ দখল করল ভারত।

শেষদিকে তাসের ঘরের মতো ভেঙে পড়ল শ্রীলঙ্কা

রবিবার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় টি২০ ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় ভারত। শুরুটা শ্রীলঙ্কা মন্দ করেনি। দলের ২৬ রানের মাথায় অর্শদীপ সিংয়ের বলে রবি বিশনয়কে ক্যাচ দিয়ে কুশল মেন্ডিস (১১ বলে ১০ রান) প্যাভিলিয়নের পথ ধরেন। এর পরেই দলের হাল ধরেন আর-এক ওপেনার পাথুম নিশঙ্ক এবং কুশল পেরেরা। ২৪ বলে ৩২ রান করে দলের ৮০ রানের মাথায় বিদায় নেন নিশঙ্ক। তাঁকে এলবিডব্লিউ আউট করেন রবি বিশনয়।

এর পর কুশলের সঙ্গী হন কামিন্দু মেন্ডিস। তাঁরা দুজনে দলের রান পৌঁছে দেন ১৩০-এ। ২৩ বলে ২৬ রান করে হার্দিক পাণ্ড্যর বলে অর্শদীপকে ক্যাচ দিয়ে কামিন্দু ফিরে যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কা। নিজের অর্ধশত রান (৩৪ বলে ৫৩) পূর্ণ করে দলের ১৩৯ রানের মাথায় কুশল ফিরে যান। তার পরে একে একে উইকেট পড়ে ১৪০, ১৪০, ১৫১, ১৫৪ এবং ১৬১ রানে। রবি ছাড়া উইকেটগুলো ভাগাভাগি করে নেন হার্দিক পাণ্ড্য (২-২৩০), অর্শদীপ সিং (২-২৪) এবং অক্ষর পটেল (২-৩০)।

ঝড়ের গতিতে রান ভারতের

ভারতের ইনিংসে মাত্র ৩টি বল হওয়ার পরেই বৃষ্টি নামে। প্রায় ঘণ্টাদেড়েক খেলা বন্ধ থাকে। ফলে ডিএলএস পদ্ধতি প্রয়োগ করতে হয়। তাতে ভারতের লক্ষ্যমাত্রা গিয়ে দাঁড়ায় ৮ ওভারে ৭৮ রান। দলের ১২ রানের মাথায় নিজের খাতা না খুলেই বিদায় নেন সঞ্জু স্যামসন। অন্য ওপেনার যশস্বী (১৫ বলে ৩০ রান), তিন নম্বরে নামা অধিনায়ক সূর্যকুমার যাদব (১২ বলে ২৬) এবং চার নম্বরে হার্দিক পাণ্ড্য (৯ বলে ২২), তিনজনেই ঝড়ের গতিতে রান করে দলকে জয়ে পৌঁছে দেন লক্ষ্যে। ৬.৩ ওভারে ভারত ৩ উইকেট হারিয়ে করে ৮১ রান। ভারত জিতে যায় ৭ উইকেটে।

আরও পড়ুন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ১০ মিটার এয়ার পিস্তলে মনু ভাকের ফাইনালে, ব্যাডমিন্টনে এগোলেন লক্ষ্য ও সাত্ত্বিক-চিরাগ জুটি, হকিতে এল জয়  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

আরও পড়ুন

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...