Home খেলাধুলো ক্রিকেট এশিয়া কাপ: পথুম নিসঙ্কের শতরান, অবিশ্বাস্য লড়াই শ্রীলঙ্কার, সুপার ওভারে জিতল ভারত

এশিয়া কাপ: পথুম নিসঙ্কের শতরান, অবিশ্বাস্য লড়াই শ্রীলঙ্কার, সুপার ওভারে জিতল ভারত

একই সঙ্গে ভারতের বোলিং দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শ্রীলঙ্কা।

সুপার ওভারে বাজিমাত করলেন অর্শদীপ সিংহ। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

ভারত: ২০২-৫ (অভিষেক শর্মা ৬১, তিলক বর্মা ৪৯। সঞ্জু স্যামুসন ৩৯, চরিত অসলঙ্কা ১-১৮)

শ্রীলঙ্কা: ২০২-৫ (প্তহুম নিসঙ্ক ১০৭, কুশল পেরেরা ৫৮, দাসুন শনক ২২ নট আউট, হার্দিক পাণ্ড্য ১-৭)

দুবাই: শুক্রবারের ম্যাচটি ছিল নেহাতই নিয়মরক্ষার। ভারত আগেই এবারের এশিয়া কাপে ফাইনালে চলে গিয়েছে আর শ্রীলঙ্কা কার্যত বিদায় নিয়েছে। সেই নিয়মরক্ষার ম্যাচে যে এরকম হাড্ডাহাড্ডি লড়াই হবে তা ক্রিকেটপ্রেমীরা কল্পনাতেও আনতে পারেননি। নাটকীয় লড়াই। একই সঙ্গে ভারতের বোলিং দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শ্রীলঙ্কা।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ভারত করে ৫ উইকেটে ২০২ রান। জবাবে শ্রীলঙ্কাও করে ৫ উইকেটে ২০২ রানে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেই সুপার ওভারে বাজিমাত করলেন অর্শদীপ সিংহ। শেষ পর্যন্ত জয় পেল ভারত। কিন্তু ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন পথুম নিসঙ্ক।

সুপার ওভারে ফয়সালা

অন্যান্য বোলারের মতো অর্শদীপও ২০ ওভারের ইনিংসে বিশেষ কিছু সুবিধা করতে পারেননি। ৪ ওভারে রান দেন ৪৬, পান মাত্র ১টি উইকেট। সেই অর্শদীপকেই সুপার ওভারে বল করতে পাঠালেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আসল কাজটি করলেন অর্শদীপ। দিলেন মাত্র ২ রান। প্রথম বলে আউট কুশল পেরেরা। ওভারের পঞ্চম বলে আউট দাসুন শনাকা। জবাবে ব্যাট করতে নেমে ওয়ানিন্দু হসারঙ্গার প্রথম বলেই ৩ রান করেন সূর্যকুমার। ম্যাচ জিতে যায় ভারত। জিতলেও ভারতীয় দলের দুর্বলতার জায়গাগুলি ফাইনালের আগে দেখিয়ে দিল শ্রীলঙ্কা।

সুপার ওভারে পথুম নিসঙ্ককে না নামিয়ে শ্রীলঙ্কা কি ভুল করল? ছবি Sri Lanka Cricket ‘X’ থেকে নেওয়া।

ফের আগ্রাসী মেজাজে অভিষেক

টসে হেরে ব্যাট করতে নেমে রানের ঝড় তোলে ভারত। সেই আগ্রাসী মেজাজেই দেখা গেল অভিষেক শর্মাকে। ৮টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৩১ বলে করলেন ৬১ রান। কিন্তু শুভমন ব্যর্থ। মাত্র ৪ রান করে ফিরে গেলেন। নিজের বলে মহিশ ঠিকসানা দুরন্ত ক্যাচ ধরলেন। ব্যর্থ অধিনায়কও সূর্যকুমারও। ১২ রান করে হসারঙ্গার বলে এলবিডব্লিউ আউট। তবে দ্বিতীয় উইকেটে অভিষেককে সঙ্গ দিয়ে দলের রান পৌঁছে দেন ৭৪-এ। ইনিংসে আরও ১৮ রান যোগ হতে আউট হন অভিষেক। তিনি অসালঙ্কার শিকার হন।

এবার ব্যাটিং-এ ঝড় তোলেন তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন। চতুর্থ উইকেটে ৫.৫ ওভারে তাঁরা যোগ করেন ৬৬ রান। দলের ১৫৮ রানে দাসুন শনাকার বলে অসালঙ্কাকে ক্যাচ দিয়ে ফিরে যান সঞ্জু (২৩ বলে ৩৯ রান)। ইনিংসে ৪ রান যোগ হতেই আউট হার্দিক। ৩ বলে ২ রান করে দুষ্মন্ত চামিরার বলে তাঁকেই ক্যাচ দেন। বাকি কাজটা সমাধা করেন তিলক বর্মা (২৪ বলে ৪৯ রান) ও অক্ষর পটেল (১৫ বলে ২১ রান)। তাঁরা অপরাজিত থেকে ৩.৫ ওভারে দলের রান পৌঁছে দেন ২০২-এ।

স্কোর ১৯১ রানে পৌঁছে দিলেন ওপেনার নিসঙ্ক

এ দিন শ্রীলঙ্কার হারানোর কিছু ছিল না। তাই প্রথম ওভারের চতুর্থ বলে কুশল মেন্ডিসকে (১ বলে ০ রান) হার্দিক পাণ্ড্য তুলে নিলেও দমে যায়নি তারা। ঝড় তোলেন আর এক ওপেনার পথুম নিসঙ্ক। সঙ্গী ছিলেন কুশল পেরেরা। তাঁরা রান নিয়ে যান ১৩৪-এ। এবার বরুণ চক্রবর্তীর শিকার পেরেরা। ৫২ বলে ৫৮ রান করে শুভমনকে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। এর পর ২টি উইকেট ঘন ঘন পড়ে যায়, যদিও এক প্রান্তে ঝড় চালিয়ে যাচ্ছিলেন নিসঙ্ক। একে একে ফিরে যান চরিত অসালঙ্কা (৯ বলে ৫ রান) ও কামিন্দু মেন্ডিস (৭ বলে ৩ রান)। তাঁদের তুলে নেন কুলদীপ যাদব এবং অর্শদীপ সিংহ। এর পর নিসঙ্ককে সঙ্গ দেন দাসুন শনাকা। দলের ১৯১ রানে হর্ষিত রানার বলে বরুণকে ক্যাচ দিয়ে ফিরে যান নিসঙ্ক। ইনিংসের বাকি ৫ বলে দুর্দান্ত ভাবে ১১ রান করে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান শনাকা (১১ বলে ২২ রান)। তাঁকে সঙ্গ দেন জনিত লিয়ানাগে (২ বলে ২ রান)। শেষ পর্যন্ত ম্যাচের ফয়সালা হয় সুপার ওভারে।

আরও পড়ুন

এশিয়া কাপ: বাংলাদেশের বিদায়, ভারত-পাকিস্তান ম্যাচের হ্যাটট্রিক, রবিবার ফাইনালে মুখোমুখি তারা  

এশিয়া কাপ: ফাইনালে ভারত, ৩ বল বাকি থাকতেই গুঁড়িয়ে গেল বাংলাদেশ

এশিয়া কাপ: পাকিস্তানের ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখলেন নওয়াজ-তালাত

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

এশিয়া কাপ: হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র ১ বল বাকি থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ         

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version