Homeখেলাধুলোক্রিকেটভারত-জিম্বাবোয়ে টি২০: সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকলেন যশস্বী, সঙ্গী শুবমন, জয়...

ভারত-জিম্বাবোয়ে টি২০: সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকলেন যশস্বী, সঙ্গী শুবমন, জয় ১০ উইকেটে

প্রকাশিত

জিম্বাবোয়ে: ১৫২-৭ (সিকান্দার রাজা ৪৬, তাদিওয়ানাশে মারুবানি ৩২, খলিল আহমেদ ২-৩২, অভিষেক শর্মা ১-২০)

ভারত: ১৫৬-০ (১৫.২ ওভার) (যশস্বী জয়সোয়াল ৯৩ নট আউট, শুবমন গিল ৫৮ নট আউট)

খবর অনলাইন ডেস্ক: তখনও সেঞ্চুরি থেকে ৭ রান দূরে। জিতে গেল ভারত। দলের অধিনায়ক শুবমন গিলের সঙ্গে প্রথম উইকেটে জুটি বেঁধে জয় এনে দিলেন ভারতকে। ২৮ বল বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে ১০ উইকেটে জিতে গেল ভারত।

শনিবার হারারে স্পোর্টস ক্লাবের মাঠে আয়োজিত টি২০ ম্যাচে টসে জিতে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠায় ভারত। নির্ধারিত ২০ ওভারে জিম্বাবোয়ে করে ৭ উইকেটে ১৫২ রান। যশস্বী-শুবমন জুটি ১৫.২ ওভারেই পৌঁছে যায় জয়ে। তাঁরা করেন ১৫৬ রান। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন যশস্বী জয়সোয়াল।

শুরুটা ভালোই করেছিল জিম্বাবোয়ে

প্রথমে ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু করেছিল জিম্বাবোয়ে। প্রথম উইকেটের জুটিতে ওয়েসলি মাধেভেরে এবং তাদিওয়ানাশে মারুবানি ৮.৪ ওভারে করেন ৬৩ রান। দলের ৬৩ রানে অভিষেক শর্মার বলে রিঙ্কু সিংকে ক্যাচ দিয়ে আউট হন মারুবানি। ৩১ বলে ৩২ রান করেন তিনি। সঙ্গী হারিয়ে মাধেভেরে ক্রিজে থাকতে পারলেন না। দলের স্কোরের সঙ্গে ৪ রান যোগ হতেই শিবম দুবের বলে রিঙ্কু সিংকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান মাধেভেরে।

মারমুখী যশস্বী। Zimbabwe Cricket ‘X’ handle থেকে নেওয়া।

এর পর জুটি বাঁধেন ব্রায়ান বেনেট এবং দলের অধিনায়ক সিকান্দার রাজা। তাঁরা দলের রান টেনে নিয়ে যান ৯২-তে। বেনেট ১৪ বলে ৯ রান করে এবং জোনাথন ক্যাম্পবেল ৩ বলে ৩ রান করে পর পর আউট হয়ে যান। ৯৬ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যাওয়ার পরে পরিস্থিতি সামাল দেন সিকান্দার রাজা এবং ডিওন মায়ার্স। মুখ্যত রাজার ব্যাটিংয়ের জন্যই পঞ্চম উইকেটে যোগ হয় ৪৫ রান। ২৮ বলে ৪৬ রান করে তুষার দেশপাণ্ডের বলে শুবমনকে ক্যাচ দিয়ে সিকান্দার যখন ফিরে যান তখন দলের রান ১৪১ রান। এর পর বাকি ৯ বলে ১১ রান যোগ করে জিম্বাবোয়ে, পড়ে আরও ২টি উইকেট। জিম্বাবোয়ের উইকেটগুলি ভারতীয় বোলাররা ভাগাভাগি করে নেন।

৪.৪ ওভার বাকি থাকতেই জয়

জয়ের জন্য দরকার ছিল ১৫৩ রান। খুব দ্রুত গতিতে রান তুলতে থাকেন যশস্বী জয়সোয়াল এবং শুবমন গিল। যশস্বী নট আউট থাকেন ৯৩ রানে এবং শুবমন নট আউট থাকেন ৫৮ রানে। ভারত করে বিনা উইকেটে ১৫৬ রান। জশস্বীর ৯৩ রানে ছিল ২টো ছয় এবং ১৩টা চার আর শুবমনের ৫৮ রানে ছিল ২টো ছয় এবং ৬টা চার। ভারত জিতে যায় ১০ উইকেটে ৪.৪ ওভার বাকি থাকতেই।

আরও পড়ুন

ভারত-জিম্বাবোয়ে টি২০: মায়ার্স-ম্যাডান্ডের লড়াই ব্যর্থ হল, ২৩ রানে জয় পেল শুবমনের ভারত

ভারত-জিম্বাবোয়ে টি২০: অভিষেক-ঋতুরাজ-রিঙ্কুর ব্যাটিং আর অবেশ-মুকেশ-রবির বোলিং-জাদু, প্রথম হারের বদলা  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।