Homeখেলাধুলোক্রিকেটভারত-জিম্বাবোয়ে টি২০: মায়ার্স-ম্যাডান্ডের লড়াই ব্যর্থ হল, ২৩ রানে জয় পেল শুবমনের ভারত...

ভারত-জিম্বাবোয়ে টি২০: মায়ার্স-ম্যাডান্ডের লড়াই ব্যর্থ হল, ২৩ রানে জয় পেল শুবমনের ভারত   

প্রকাশিত

ভারত: ১৮২-৪ (শুবমন গিল ৬৬, ঋতুরাজ গায়কোয়াড় ৪৯, সিকান্দার রাজা ২-২৪, ব্লেসিং মুজারাবানি ২-২৫)

জিম্বাবোয়: ১৫৯-৬ (ডিওন মায়ার্স ৬৫ নট আউট, ক্লাইভ ম্যাডান্ডে ৩৭, ওয়াশিংটন সুন্দর ৩-১৫, অবেশ খান ২-৩৯)   

খবর অনলাইন ডেস্ক: জিম্বাবোয়ে যখন জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে শুরু করে তখন মনে হয়েছিল এই ম্যাচটাও দ্বিতীয় ম্যাচের মতো একপেশে হয়ে যাবে। ভারত খুব সহজেই জিতে যাবে। ৩৯ রানের মধ্যেই ৫ উইকেট হারায় জিম্বাবোয়ে। কিন্তু এর পরেই ষষ্ঠ উইকেটে লড়াই শুরু করলেন ডিওন মায়ার্স এবং ক্লাইভ ম্যাডান্ডে। কিন্তু দুর্ভাগ্য জিম্বাবোয়ের। সেই লড়াই শেষ পর্যন্ত সাফল্য পেল না।

বুধবার হারারে স্পোর্টস ক্লাবের মাঠে আয়োজিত তৃতীয় টি২০ ম্যাচে টসে জিতে ব্যাট নেয় ভারত। অধিনায়ক শুবমন গিল, ঋতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সোয়ালের ব্যাটিং-এর দৌলতে ভারত করে ৪ উইকেটে ১৮২ রান। জবাবে জিম্বাবোয়ে করে ৬ উইকেটে ১৫৯ রান। ২৩ রানে জিতে যায় ভারত। ১৫ রানে ৩ উইকেট দখল করে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন ওয়াশিংটন সুন্দর।

শুরু থেকেই ঝড়ের গতিতে রান    

শুরু থেকেই দুরন্ত গতিতে রান তুলতে থাকে ভারত। যশস্বী জয়সোয়াল এবং অধিনায়ক শুবমন গিলের ওপেনিং জুটি ৮.১ ওভারে যোগ করে ৬৭ রান। সিকান্দার রাজার বলে ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান যশস্বী। ২৭ বলে ৩৬ করেন তিনি। গত ম্যাচের সেঞ্চুরিকারী অভিষেক শর্মা এ দিন বেশি কিছু করতে পারেননি। ৯ বলে ১০ রান দলের ৮১ রানের মাথায় তিনি আউট হন। তাঁকেও তুলে নেন সিকান্দার। ক্যাচ ধরেন তাদিওয়ানাশে মারুবানি।

অধিনায়ক শুবমনের সঙ্গী হন ঋতুরাজ। তৃতীয় উইকেটের জুটিতে শুবমন-ঋতুরাজ যোগ করেন ৭২ রান। দলের ১৫৩ রানের মাথায় ব্লেসিং মুজারাবানির বলে সিকান্দার রাজাকে ক্যাচ দিয়ে শুবমন ফিরে যান। তিনি করেন ৪৯ বলে ৬৬ রান। তাঁর ৬৬ রানে ৩টে ছয় আর ৭টা চার ছিল। মাত্র ১ রানের জন্য অর্ধশত রান থেকে বঞ্চিত হন ঋতুরাজ। তিনিও মুজারাবানির শিকার হন। ক্যাচ ধরেন ওয়েসলি মাধেভেরে। ঋতুরাজের ২৮ বলে করা ৪৯ রানে ছিল ৩টে ছয় আর ৪টে চার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৪ উইকেটে ১৮২ রান। ব্যাট করছিলেন সঞ্জু স্যামসন (৭ বলে ১২ রান) আর রিঙ্কু সিং (১ বলে ১ রান)।

শুরুতেই বিপাকে জিম্বাবোয়ে

জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে শুরুতেই বিপাকে পড়ে জিম্বাবোয়ে। ঘন ঘন উইকেট পড়তে থাকে। জিম্বাবোয়ের প্রথমদিকের কোনো ব্যাটারই ভারতের পেসারদের মোকাবিলা করতে পারছিলেন না। ৩৯ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। ওয়াশিংটন সুন্দর, অবেশ খান (৩৯ রানে ২ উইকেট) এবং খলিল আহমেদ (১৫ রানে ১ উইকেট) জিম্বাবোয়ের ৫ উইকেট ভাগ করে নেন।

শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ডিওন মায়ার্স এবং ক্লাইভ ম্যাডান্ডে। এবং তারা দলকে অনেক দূর নিয়ে যান। ষষ্ঠ উইকেটে তাঁরা যোগ করেন ৭৯ রান। দলের ১১৬ রানের মাথায় ওয়াশিংটন সুন্দরের বলে রিঙ্কু সিং-কে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ক্লাইভ ম্যাডান্ডে (২৬ বলে ৩৭ রান)। মায়ার্সের সঙ্গী হন ওয়েলিংটন মাসাকাদজা। কিন্তু জয় তখনও ৬৭ রান দূরে। হাতে ২১টি বল। তাঁরা চেষ্টার কসুর করেননি। কিন্তু জয় অধরাই থেকে যায়। তাঁদের ইনিংস থেমে যায় ১৫৯ রানে। মায়ার্স ৪৯ বলে ৬৫ রান এবং মাসাকাদজা ১০ বলে ১৮ রান করে নট আউট থাকেন।

আরও পড়ুন

ভারত-জিম্বাবোয়ে টি২০: অভিষেক-ঋতুরাজ-রিঙ্কুর ব্যাটিং আর অবেশ-মুকেশ-রবির বোলিং-জাদু, প্রথম হারের বদলা 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...