Home খেলাধুলো ক্রিকেট এশিয়াড মহিলা ক্রিকেট: বৃষ্টির জন্য মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে ফল হল না, ভারত...

এশিয়াড মহিলা ক্রিকেট: বৃষ্টির জন্য মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে ফল হল না, ভারত সেমিফাইনালে

0

ভারত: ১৭৩-২ (শেফালি বর্মা ৬৭, জেমিনা রডরিগস ৪৭ নট আউট, মাস এলিসা ১-২৬)

মালয়েশিয়া: ১-০

(খেলায় ফল হল না)

হ্যাংঝাউ (চিন): এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটে ভারত-মালয়েশিয়া ম্যাচে কোনো ফল হল না। বৃষ্টির জন্য বার বার বিঘ্নিত হল ম্যাচ। শেষ পর্যন্ত মহিলা ক্রিকেটের বাছাই তালিকায় অনেক উপরে থাকায় ভারত সেমিফাইনালে চলে গেল।

ঝেজিয়াং ইউনিভার্সিটি টেকনোলজি ক্রিকেট ফিল্ডে বৃহস্পতিবার সকালেই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য শুরু হয় বেশ দেরিতে। নির্ধারিত ২০ ওভারের বদলে ১৫ ওভার করে ম্যাচ হবে বলে স্থির হয়। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় মালয়েশিয়া।

দুর্দান্ত ব্যাটিং ভারতের

শুরুটা দুর্দান্ত করে ভারত। স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মার জুটি পাঁচ ওভারের আগেই অর্ধশত রান করে ফেলে। শেষ পর্যন্ত দলের ৫৭ রানে আউট হন স্মৃতি। ব্যক্তিগত ২৭ রানের মাথায় মাহিরা ইজ্জাতি ইসমাইলের বলে আইন্না হামিজা হাশিমকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে চলে যান। শেফালির সঙ্গী হন জেমিনা রডরিগস।

দ্বিতীয় উইকেটের জুটিতে শেফালি ও জেমিনা যোগ করেন ৮৬ রান। মাত্র সাত ওভারের কিছু বেশি বলে তাঁরা এই রান যোগ করেন। দু’জনেই মারমুখী ছিলেন। দলের ১৪৩ রানে মাস এলিসার বলে এলবিডব্লিউ আউট হন শেফালি। ৩৯ বলে তিনি করেন ৬৭ রান।

জেমিনার সঙ্গী হন রিচা ঘোষ। তাঁরা দলের রান পৌঁছে দেন ১৭৩-এ। দু’জনেই নট আউট থাকেন। জেমিনা করেন ২৯ বলে ৪৭ এবং রিচা করেন ৭ বলে ২১ রান।

দুর্ভাগ্য মালয়েশিয়ার

জয়ের জন্য দরকার ছিল ১৫ ওভারে ১৭৪ রান করা। মালয়েশিয়া হয়তো কিছুটা লড়াই দিত। কিন্তু দুর্ভাগ্য তাদের, ইনিংস শুরু হওয়ার পর ২ বল হতে না হতেই আবার বৃষ্টি নামে। এর পর আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বাছাই তালিকায় অনেক উপরে থাকায় ভারত সেমিফাইনালে চলে গেল।

আরও পড়ুন

এক লাফে শীর্ষে! আইসিসি ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম স্থানে মহম্মদ সিরাজ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version