Homeখেলাধুলোক্রিকেটএশিয়াড মহিলা ক্রিকেট: বৃষ্টির জন্য মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে ফল হল না, ভারত...

এশিয়াড মহিলা ক্রিকেট: বৃষ্টির জন্য মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে ফল হল না, ভারত সেমিফাইনালে

প্রকাশিত

ভারত: ১৭৩-২ (শেফালি বর্মা ৬৭, জেমিনা রডরিগস ৪৭ নট আউট, মাস এলিসা ১-২৬)

মালয়েশিয়া: ১-০

(খেলায় ফল হল না)

হ্যাংঝাউ (চিন): এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটে ভারত-মালয়েশিয়া ম্যাচে কোনো ফল হল না। বৃষ্টির জন্য বার বার বিঘ্নিত হল ম্যাচ। শেষ পর্যন্ত মহিলা ক্রিকেটের বাছাই তালিকায় অনেক উপরে থাকায় ভারত সেমিফাইনালে চলে গেল।

ঝেজিয়াং ইউনিভার্সিটি টেকনোলজি ক্রিকেট ফিল্ডে বৃহস্পতিবার সকালেই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য শুরু হয় বেশ দেরিতে। নির্ধারিত ২০ ওভারের বদলে ১৫ ওভার করে ম্যাচ হবে বলে স্থির হয়। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় মালয়েশিয়া।

দুর্দান্ত ব্যাটিং ভারতের

শুরুটা দুর্দান্ত করে ভারত। স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মার জুটি পাঁচ ওভারের আগেই অর্ধশত রান করে ফেলে। শেষ পর্যন্ত দলের ৫৭ রানে আউট হন স্মৃতি। ব্যক্তিগত ২৭ রানের মাথায় মাহিরা ইজ্জাতি ইসমাইলের বলে আইন্না হামিজা হাশিমকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে চলে যান। শেফালির সঙ্গী হন জেমিনা রডরিগস।

দ্বিতীয় উইকেটের জুটিতে শেফালি ও জেমিনা যোগ করেন ৮৬ রান। মাত্র সাত ওভারের কিছু বেশি বলে তাঁরা এই রান যোগ করেন। দু’জনেই মারমুখী ছিলেন। দলের ১৪৩ রানে মাস এলিসার বলে এলবিডব্লিউ আউট হন শেফালি। ৩৯ বলে তিনি করেন ৬৭ রান।

জেমিনার সঙ্গী হন রিচা ঘোষ। তাঁরা দলের রান পৌঁছে দেন ১৭৩-এ। দু’জনেই নট আউট থাকেন। জেমিনা করেন ২৯ বলে ৪৭ এবং রিচা করেন ৭ বলে ২১ রান।

দুর্ভাগ্য মালয়েশিয়ার

জয়ের জন্য দরকার ছিল ১৫ ওভারে ১৭৪ রান করা। মালয়েশিয়া হয়তো কিছুটা লড়াই দিত। কিন্তু দুর্ভাগ্য তাদের, ইনিংস শুরু হওয়ার পর ২ বল হতে না হতেই আবার বৃষ্টি নামে। এর পর আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বাছাই তালিকায় অনেক উপরে থাকায় ভারত সেমিফাইনালে চলে গেল।

আরও পড়ুন

এক লাফে শীর্ষে! আইসিসি ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম স্থানে মহম্মদ সিরাজ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।