Homeখেলাধুলোক্রিকেটএক লাফে শীর্ষে! আইসিসি ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম স্থানে মহম্মদ...

এক লাফে শীর্ষে! আইসিসি ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম স্থানে মহম্মদ সিরাজ

প্রকাশিত

সদ্য শেষ হওয়া এশিয়া কাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচে ভারতীয় দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। এ বার আইসিসি ওয়ান ডে ফর্ম্য়াটে বোলারদের ক্রমতালিকায় এক নম্বর স্থান অর্জন করলেন তিনি। মঙ্গলবারই নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি।

আইসিসি ওডিআই বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে আট ধাপ প্রথম স্থান অর্জন করেছেন মহম্মদ সিরাজ। এশিয়া কাপের ফাইনাল ম্যাচে সিরাজের বোলিংয়ে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ওই ম্যাচে সিরাজ ৭ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন।

এশিয়া কাপ শুরুর আগে ৬৪৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে ছিলেন মহম্মদ সিরাজ। এখন তিনি ৮ স্থান লাফিয়ে প্রথম স্থান অর্জন করেছেন। এখন তাঁর রেটিং ৬৯৪ পয়েন্ট। এশিয়া কাপে ১২.২ গড়ে ১০ উইকেট নিয়েছিলেন সিরাজ। এর আগে, ২০২৩ সালের মার্চ মাসেও এক নম্বর স্থানে পৌঁছেছিলেন তিনি। তারপরে তাঁকে সেই স্থান থেকে সরিয়ে দিয়েছিলেন জোশ হ্যাজলউড। দ্বিতীয় স্থানে থাকা হ্যাজলউডের পয়েন্ট ৬৭৮। তিন নম্বরে রয়েছেন নিউজ়িল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তাঁর পয়েন্ট ৬৭৭।

ওয়ানডে বিশ্বকাপের আগে মহম্মদ সিরাজের এই পারফরম্যান্স টিম ইন্ডিয়ার জন্য বড়ো স্বস্তি বলে মনে করছেন বিশ্লেষকরা। এশিয়া কাপে বুমরাহ ও সিরাজ জুটির মুখোমুখি হওয়াটা কোনো দলের জন্যই সহজ ছিল না। এশিয়া কাপের ফাইনাল ম্যাচে সিরাজ নিজের ওয়ানডে কেরিয়ারে ৫০ উইকেটও পূরণ করেন।

প্রসঙ্গত, এশিয়া কাপ ফাইনালে ৬টি উইকেট দখল করে আন্তর্জাতিক রেকর্ড ছুঁয়ে ফেলেছেন, এত দিন যে রেকর্ড ছিল শুধুমাত্র শ্রীলঙ্কার চামিন্ডা ব্যাসের। সেই রেকর্ড হল একদিনের ম্যাচে দ্রুততম ৫ উইকেট তোলার রেকর্ড। মাত্র ১৬ বলে এই কাজ হাসিল করেন সিরাজ। এ ছাড়াও প্রথম ভারতীয় হিসাবে এক ওভারে চার উইকেট পাওয়ার রেকর্ড তাঁরই ঝুলিতে।

আরও পড়ুন: একদিনের ম্যাচে দ্রুততম ৫ উইকেট, চামিন্ডার সঙ্গে নিজের নাম জুড়লেন মহম্মদ সিরাজ

সাম্প্রতিকতম

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

আরও পড়ুন

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আইপিএল ২০২৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ রানে আরসিবিকে হারাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২২/৬ (শ্রেয়স আইয়ার ৫০, ফিল সল্ট ৪৮, ক্যামেরন গ্রিন ২-৩৫,...

গিল-জুরেল জুটির দৌলতে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত   

ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২ নট আউট, ওলি রবিনসন ৫৮, রবীন্দ্র জাদেজা ৪-৬৭, আকাশ...