১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজে হারল ভারত। শনিবার পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৩ রানে হারল রোহিতরা। অন্যদিকে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। অন্য দিকে পাকিস্তান টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছ।
পুণে টেস্টে নিউজিল্যান্ডের ৩৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ১১৩ রানে পরাজিত হয়েছে। দ্বিতীয় ইনিংসে ভারতের লড়াই শেষ হয় ২৪৫ রানে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৫৯ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে ১৫৬ রানেই গুটিয়ে যায়। এরপর নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান করে ভারতের সামনে একটি বড় লক্ষ্য স্থির করে।
গম্ভীরের উদাহরণ কাজে এল না
সেই সময় সম্প্রচারকারী চ্যানেলটি বারবার ২০০৮ সালের চেন্নাই টেস্টের স্কোরবোর্ড দেখাচ্ছিল, যেখানে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ৩৮৭ রান তাড়া করে জিতেছিল। সেই ম্যাচে ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরও খেলেছিলেন, যেখানে চতুর্থ ইনিংসে চেন্নাইয়ের ঘূর্ণি পিচে ১৩৯ বলে ৬৬ রান করেছিলেন। তাঁর সঙ্গী বীরেন্দ্র সহবাগ ৬৮ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন, যা জয়ের ভিত তৈরি করেছিল। সেদিন চার নম্বরে নেমে সচিন তেন্ডুলকর শতরান করে ম্যাচ জিতিয়েছিলেন, এবং যুবরাজ সিংহ অপরাজিত ৮৫ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন।
A tough loss for #TeamIndia in Pune.
— BCCI (@BCCI) October 26, 2024
Scorecard ▶️ https://t.co/YVjSnKCtlI #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/PlU9iJpGih
গম্ভীর কি রোহিতদের সেই ম্যাচের উদাহরণ দিয়ে অনুপ্রাণিত করেছিলেন? কারণ শনিবার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল আক্রমণাত্মক শুরু করলেও সহবাগ-গম্ভীরের মতো জুটি গড়তে পারেননি। চেন্নাই টেস্টের মতো এখানে একজন যুবরাজের প্রয়োজন ছিল, কিন্তু এমন কেউ বেরিয়ে আসতে পারেননি। চতুর্থ ইনিংসে চেন্নাইয়ের জয়ের মতো ঐতিহাসিক পুনরাবৃত্তি হয়নি পুণেতে।
ম্যাচের ধারাভাষ্যকার রবি শাস্ত্রী এই প্রসঙ্গে বলেন, “ওই ম্যাচে শুরুটা করেছিল সহবাগ, শেষ করেছিল যুবরাজ। যশস্বীরা কি সেই কাজটা পারবেন?” তবে ম্যাচ শেষে স্পষ্ট হয়ে গেল, গম্ভীরের উদাহরণও এইবার কাজে এল না।
অন্যদিকে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ফিরে এসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ২-১ ব্যবধানে জয়লাভ করে। এই জয়ের ফলে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলে ৫ম স্থান থেকে ৪র্থ স্থানে উঠে এসেছে, যেখানে তাদের পয়েন্ট শতাংশ (PCT) ৫০। ভারতের পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান ধরে রাখলেও, এই পরাজয়ের পর তাদের PCT ৬২.৮২-এ নেমে এসেছে, যা দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার PCT ৬২.৫০-এর থেকে সামান্য বেশি।
পাকিস্তানও এই জয়ের মাধ্যমে WTC পয়েন্ট টেবিলে এক স্থান এগিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে, যেখানে তাদের PCT ৩৩.৩৩। তবে ইংল্যান্ড তাদের ৪০.৭৯ PCT নিয়ে ছয় নম্বরে রয়ে গেছে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা, যাদের PCT ৫৫.৫৬।
খেলাধুলো বিভাগের সব খবর পড়ুন এখানে