ভারত: ৩৫৮ ও ১৭৪-২ (কে এল রাহুল ৮৭ নট আউট, শুভমন গিল ৭৮ নট আউট, ক্রিস ওকস ২-৪৮)
ইংল্যান্ড: ৬৬৯ (জো রুট ১৫০, বেন স্টোকস ১৪১, বেন ডাকেট ৯৪, জাক ক্রলি ৮৪, ওলি পোপ ৭১, রবীন্দ্র জাদেজা ৪-১৪৩, ওয়াশিংটন সুন্দর ২-১০৭, জসপ্রীত বুমরাহ ২-১১২)
ওল্ড ট্র্যাফোর্ড (ম্যানচেস্টার): ৩১১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামল ভারত। ওপেন করলেন যশস্বী জয়সওয়াল। বল হাতে ক্রিস ওকস। শুরুতেই বিপত্তি। ভারতের স্কোরবোর্ডে তখনও কোনো রান হয়নি। ওভারের চতুর্থ বল। বল সিম করে বেরিয়ে যাওয়ার মুখে ব্যাট চালালেন যশস্বী। বল ব্যাটের কোনায় লেগে চলে গেল ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে থাকা জো রুটের কাছে। হাঁটুর কাছে ক্যাচ। সহজেই ধরলেন রুট। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে গেলেন যশস্বী।
কে এল রাহুলের সঙ্গী হলেন সাই সুদর্শন। পরের বলেই সুদর্শন আউট। অফস্টাম্পের বাইরের বল। খেলব না ছাড়ব, এই দোনোমনায় ব্যাট চালিয়ে দিলেন সুদর্শন। এ বার ক্যাচ গেল সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে থাকা হ্যারি ব্রুকের কাছে।

টেস্টে ৭০০০ রান আর ২০০ উইকেট। আইসিসি-র বিশেষ অল রাউন্ডার তালিকায় ঢুকে পড়লেন বেন স্টকোস। ছবি ICC ‘X’ থেকে নেওয়া।
০ রানে ২ উইকেট – ভারতের স্কোর। ইনিংস হারের ভ্রূকুটি তখন ভারতের সামনে। রাহুলের সঙ্গী হলেন অধিনায়ক শুভমন গিল। ক্রিস ওকসের হ্যাটট্রিক আটকালেন। তা তো হল। কিন্তু ভারত কি ইনিংসে হার আটকাতে পারবে? এই প্রশ্ন যখন ঘুরপাক খেতে লাগল ভারতের সমর্থকদের মনে ঠিক তখনই হাল ধরলেন রাহুল ও শুভমন। তাঁরা যত এগিয়ে যেতে লাগলেন ততই ইনিংস হারের আশংকাটা ধীরে ধীরে কেটে যেতে লাগল। এই টেস্টে ভারতের পরাজয় হয়তো নিশ্চিত, কিন্তু ইনিংস হার হয়তো এড়ানো যাবে। রাহুল ও শুভমন দু’জনে অবিচ্ছেদ্য থেকে তৃতীয় উইকেটে যোগ করেছেন ১৭৪ রান। ইনিংস হার এড়াতে হলে এখনও করতে হবে ১৩৭ রান, হাতে ৮ উইকেট। রাহুল ব্যাট করছেন ৮৭ রানে এবং শুভমন ব্যাট করছেন ৭৮ রানে
এর আগে ইংল্যান্ড ৫৪৪ রান হাতে নিয়ে শনিবার ওল্ড ট্র্যাফোর্ড মাঠে ব্যাট করতে নামে। হাতে তখনও ৩ উইকেট। সেই ৩ উইকেটে তারা তোলে ১২৫ রান। তার মধ্যে বেশিটাই অবদান অধিনায়ক বেন স্টোকসের। তাঁর ব্যাট থেকে রান আসে ৬৪। ১৪১ রান করে জাদেজার বলে সাই সুদর্শনকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। ভারতের প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। এ বার দলের প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন। টেস্টে তাঁর ৭০০০ রান হল। উইকেটের সংখ্যা দাঁড়াল ২০০। আইসিসি-র বিশেষ অল রাউন্ডার তালিকায় ঢুকে পড়লেন বেন স্টোকস। এ দিন ব্রাইডন কার্সকেও (৪৭ রান) আউট করেন জাদেজা। অবশিষ্ট ব্যাটার লিয়াম ডসনকে (২৬ রান) আউট করেন বুমরাহ। সবচেয়ে সফল বোলার জাদেজা। তিনি ১৪৩ রান দিয়ে ৪ উইকেট দখল করেন।
আরও পড়ুন
ভারত-ইংল্যান্ড ৪র্থ টেস্ট: সুদর্শন ও যশস্বীর অর্ধশত রান, চোট পেয়ে মাঠ ছাড়লেন ঋষভ