Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড ২য় টেস্ট: স্মিথ-ব্রুকের চোখধাঁধানো সেঞ্চুরি সত্ত্বেও সিরাজ-আকাশের বলের জাদুতে স্টোকসরা বিপর্যস্ত...

ভারত-ইংল্যান্ড ২য় টেস্ট: স্মিথ-ব্রুকের চোখধাঁধানো সেঞ্চুরি সত্ত্বেও সিরাজ-আকাশের বলের জাদুতে স্টোকসরা বিপর্যস্ত  

প্রকাশিত

ভারত: ৫৮৭ ও ৬৪-১ (যশস্বী জয়সওয়াল ২৮, কে এল রাহুল ২৮ নট আউট, জোশ টাং ১-১২)

ইংল্যান্ড: ৪০৭ (জেমি স্মিথ ১৮৪, হ্যারি ব্রুক ১৫৮, মহম্মদ সিরাজ ৬-৭০, আকাশ দীপ ৪-৮৮)    

এজবাস্টন (বার্মিংহাম): খেল দেখালেন ইংল্যান্ডের উইকেটকিপার জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। ভারতীয় বোলারদের পরোয়াই করলেন না তাঁরা। ষষ্ঠ উইকেটের জুটিতে তাঁরা তুললেন ৩০৩ রান। ষষ্ঠ উইকেটে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান।  ইংল্যান্ডের ইনিংসের ৪০৭ রানের মধ্যে ৩৪২ রান এল ব্রুক-স্মিথের ব্যাট থেকে। অতিরিক্ত রান এসেছে ১৯। তা হলে বাদবাকি ৪৬ রান এল বাকি ৯ জন ব্যাটারের কাছ থেকে। এঁদের মধ্যে ৬ জন খাতাই খুলতে পারলেন না।

খেল দেখালেন মহম্মদ সিরাজ আর আকাশ দীপও। ইংল্যান্ডকে যে ১৮০ রান কমে বেঁধে রাখা গেল, তার সম্পূর্ণ কৃতিত্ব সিরাজ এবং বাংলার বোলার আকাশের। প্রতিপক্ষের ১০টি উইকেট তাঁরা ভাগভাগি করে নিলেন। ৭০ রান দিয়ে ৬ উইকেট নিলেন সিরাজ এবং ৮৮ রান দিয়ে ৪ উইকেট নিলেন আকাশ দীপ। ইংল্যান্ডের প্রথম ৫টি উইকেট যেমন ৮৪ রানের মধ্যে পড়েছিল, তেমনই শেষ ৫টি উইকেট পড়ল মাত্র ২০ রানের মধ্যে। সেই ৫টি উইকেট ৩-২ করে ভাগাভাগি করে নিলেন সিরাজ আর আকাশ। বাকি বোলাররা বিন্দুমাত্র বেকায়দায় ফেলতেই পারলেন না ইংল্যান্ডের ব্যাটারদের। এর মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণ আবার ইংল্যান্ডের ইনিংসের ৩২তম ওভারে ২৩ রান দিয়ে লজ্জার নজির গড়লেন।

১৮৭ রানে এগিয়ে থেকে ভারত দ্বিতীয় ইনিংস শুরু করে ১ উইকেটে ৬৪ রান করেছে। জোশ টাঙের বলে এলবিডব্লিউ আউট হয়ে যশস্বী জয়সওয়াল ফিরে গিয়েছেন ২৮ রান করে। ব্যাট করছেন কেএল রাহুল (২৮) এবং করুণ নায়ার (৭)।

হ্যাটট্রিকের মুখ থেকে ফিরলেন সিরাজও          

শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার পর দ্বিতীয় ওভারে পর পর দুজনকে তুলে নিলেন মহম্মদ সিরাজ। ওভারের তৃতীয় বলে জো রুটকে এবং চতুর্থ বলে বেন স্টোকসকে ফিরিয়ে দিলেন। প্রায় একই ধরনের বল। দুজনেই ক্যাচ দিলেন উইকেটকিপারকে। ক্যাচ ধরতে কোনো ভুল করেননি ঋষভ পন্থ। জো রুট ফিরে গেলেন ২২ রান করে। নামলেন বেন স্টোকস। পরের বলে তিনিও প্যাভিলিয়নের পথ ধরলেন। গত দিনের আকাশ দীপের মতো এ দিনও হ্যাটট্রিকের মুখ থেকে ফিরে গেলেন সিরাজ। হ্যারি ব্রুকের সঙ্গী হলেন ইংল্যান্ডের উইকেটকিপার জেমি স্মিথ। সিরাজের পঞ্চম বল মিড অফ দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন নিজের ইনিংস শুরু করলেন।

সেঞ্চুরির পর অভিবাদন স্মিথের। ছবি england cricket ‘X’ থেকে নেওয়া।

মাত্র ৮০ বলে শতরান স্মিথের

৫ উইকেটে ৮৪ রান। ফলো অন বাঁচাতে আরও করতে হবে ৩৮৪ রান। মাথার উপর এই খাঁড়া নিয়েই খেল শুরু করলেন জেমি স্মিথ আর হ্যারি ব্রুক। টেস্ট নয়, তাঁরা ওয়ানডে বা টিটোয়েন্টি খেলতে শুরু করলেন। বিশেষ করে জেমি স্মিথ। ব্যাটে ঝড় তুললেন। ইংল্যান্ডের ৮৪ রানে পড়েছিল পঞ্চম উইকেট, ২১.৪ ওভারে। উইকেট অবিচ্ছিন্ন রেখে স্মিথ আর ব্রুক যখন লাঞ্চে গেলেন তখন দলের রান ২৪৯। ২৫.২ ওভারে স্মিথ আর ব্রুক যোগ করলেন ১৬৫ রান।

ইতিমধ্যে স্মিথ সেঞ্চুরিও করে ফেললেন। পাল্টা আক্রমণে ভারতীয় বোলারদের পর্যুদস্ত করে মাত্র ৮০ বলে নিজের শতরান পূর্ণ করলেন স্মিথ। রবীন্দ্র জাদেজার বল সুইপ মেরে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন। স্মিথ নট আউট থাকলেন ১০২ রানে। ওদিকে হ্যারি ব্রুকও পৌঁছে গিয়েছেন নব্বই রানে। ৯১ রানে নট আউট থেকে লাঞ্চে গেলেন। হেডিংলে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছিলেন ব্রুক।

ইংল্যান্ডের অন্যতম শতরানকারী হ্যারি ব্রুক। ছবি ‘X’ থেকে নেওয়া।

শতরানে পৌঁছোলেন ব্রুকও

মধ্যাহ্নভোজের পর খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শতরানে পৌঁছে যান হ্যারি ব্রুক। জেমি স্মিথের মতোই বল সীমানার বাইরে পাঠিয়ে সেঞ্চুরি করেন ব্রুক। বোলার ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ইতিমধ্যে ইংল্যান্ডেরও ষষ্ঠ উইকেটের জুটিতে ২০০ রান উঠে যায়। স্মিথ আর ব্রুকের ব্যাটে ঝড় চলতে থাকে।

স্মিথ আর ব্রুক এমন ভাবে খেলা চালিয়ে যেতে লাগলেন, তাতে মনে হচ্ছিল ফলো অন তো দূরের কথা, ভারতের ৫৮৭ রানের ইনিংসকেও ছাপিয়ে যাবে ইংল্যান্ড। দুরন্ত গতিতে রান তুলতে লাগলেন স্মিথ আর ব্রুক। একসময় নিজেদের দেড়শো রানও পেরিয়ে গেলেন। শেষ পর্যন্ত ২৩৪ বলে ১৫৮ রান করে দলের ৩৮৭ রানের মাথায় আকাশ দীপের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন হ্যারি ব্রুক। গত দিনের মতোই এ দিনও ইংল্যান্ডের উইকেট পতন শুরু হল আকাশকে দিয়ে।

উইকেট নেওয়ার পর আকাশ দীপের উল্লাস। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

পর পর ফিরে গেলেন ব্রুক, ওকস, কার্স, টাং ও বশির

আর শেষ ৫ উইকেটে ইংল্যান্ড মাত্র ২০ রান পেল। ব্রুক ফিরে যেতেই পর পর ফেরার পথ ধরলেন ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোশ টাং এবং শোয়েব বশির। এঁদের মধ্যে ওকস (৫ রান) ছাড়া বাকিরা ফিরলেন শূন্য হাতে। ওকসকে ফেরালেন আকাশ এবং শেষ ৩টি উইকেট তুলে নিলেন সিরাজ। ইংল্যান্ড ইনিংসের প্রথম ৫ উইকেটের প্রথম ২টি পেয়েছিলেন আকাশ এবং শেষ ৩টি সিরাজ, তেমনই ইনিংসের শেষ ৫ উইকেটের মধ্যে প্রথম ২টি পেলেন আকাশ এবং শেষ ৩টি সিরাজ। অদ্ভুত মিল।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ২য় টেস্ট: শুভমনের দ্বিশতে রান ভর করে ভারতের বিশাল ইনিংস, ফলো অন বাঁচাতে লড়ছে ইংল্যান্ড  

ভারত-ইংল্যান্ড ২য় টেস্ট: শুভমনের আবার সেঞ্চুরি, ১৩ রানে বঞ্চিত যশস্বী, দলে তিন পরিবর্তন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...