দক্ষিণ আফ্রিকা: ২৪৭-৬ (ট্রিস্টান স্টাবস ৪৯, টেম্বা বাভুমা ৪১, কুলদীপ যাদব ৩-৪৮)
খবর অনলাইন ডেস্ক: গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে প্রথমবারের মতো আয়োজিত টেস্ট ম্যাচের উদ্বোধনী দিনটি শেষ হল ব্যালান্স অবস্থায়। দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করে। ব্যাট-বলের সমান লড়াইয়ে ভরপুর এই দিনটি সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ঘরের মাঠে বিরল সমতা উপহার দিল।
টসে জিতে ব্যাটিং দক্ষিণ আফ্রিকার
টসে জিতে ব্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা। সকালের সেশনে ওপেনার আইডেন মার্করাম ও রায়ান রিকেলটন ৮২ রানের জুটি গড়ে দলকে উজ্জীবিত সূচনা এনে দেয়। ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ ধারাবাহিক ভালো বোলিং করলেও ভাগ্য তাঁদের সহায় হয়নি। তাঁদের বলে তোলা একাধিক ক্যাচ হাতছাড়া হয়। এর মধ্যে কেএল রাহুল দ্বিতীয় স্লিপে মার্করামের গুরুত্বপূর্ণ ক্যাচটি ফেলে দেন।
তবে বিরতির পরে ভারত ম্যাচে ফিরতে সমর্থ হয়। বুমরাহর নিখুঁত ইনসুইংয়ে বোল্ড হন মার্করাম। আর কুলদীপ যাদব তাঁর দুর্দান্ত ড্রিফট ব্যবহার করে রিকেলটনকে কট বিহাইন্ড করান। কুলদীপই হয়ে ওঠেন ভারতের দিনের সেরা বোলার, নেন তিন উইকেট।

দুর্ভাগ্য প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার। এবার আর অর্ধশত রানে পৌঁছোতে পারলেন না। ছবি ‘X’ থেকে নেওয়া।
বাভুমা-স্টাবস জুটির ৮৪ রান
তৃতীয় উইকেটে টেম্বা বাভুমা ও ট্রিস্টান স্টাবস ৮৪ রানের জুটি গড়ে দলের পরিস্থিতি আবার মজবুত করেন। বাভুমা আগের টেস্টের অর্ধশতের ধারাবাহিকতা দেখালেও ৪১ রানে জাদেজার বলে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান। মাত্র ১ রানের জন্য অর্ধশত রান থেকে বঞ্চিত হন স্টাবস। তিনি কুলদীপের শিকার হন।
শেষ সেশনে টনি ডি জোর্জি ও সেনুরান মুথুসামির ৪৫ রানের জুটি প্রোটিয়াদের দিনটি আরও স্থিতিশীল করে। তবে দিনের শেষ ওভারে সিরাজ ডি জোর্জিকে উইকেটের পেছনে ক্যাচ করিয়ে ভারতের পক্ষে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন।
ভারতের নতুন টেস্ট অধিনায়ক ঋষভ পন্থের জন্য দিনটি ছিল বেশ চাপের। উইকেটের পেছনে স্বভাবসুলভ চনমনে আচরণ দেখা না গেলেও তিনি বারবার বোলার বদল ও প্রান্ত পরিবর্তন করে আক্রমণে বৈচিত্র্য আনার চেষ্টা চালান।
দিন শেষে বলা কঠিন, ভারত এগিয়ে না কি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের খেলা তাই হয়ে উঠবে পুরো ম্যাচের গতিপথ নির্ধারণের মূল চাবিকাঠি।
আরও পড়ুন


