Homeখেলাধুলোক্রিকেটকোহলির সেঞ্চুরি, দ্বিতীয় দিনের শেষ ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ৩৫২ রানে

কোহলির সেঞ্চুরি, দ্বিতীয় দিনের শেষ ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ৩৫২ রানে

প্রকাশিত

প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ২৮৮-৪। দ্বিতীয় দিন বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া। শুক্রবার ৪৩৮ রান করে তারা। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান এক উইকেটে ৮৬। ভারতের থেকে ৩৫২ রানে পিছিয়ে তারা।

ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দু’দিনে ব্যাট হাতে দাপট দেখায় ভারত। শেষমেশ সাড়ে চারশোর দোড়গোড়ায় থামে ভারতের প্রথম ইনিংস। বিরাট কোহলি মাইলস্টোন ম্যাচ শতরানে স্মরণীয় করে রাখেন। হাফ-সেঞ্চুরি করেন রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। 

ভারতের হয়ে শেষ ব্যাটার হিসেবে আউট হন অশ্বিন। ৭৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন তিনি। আটটি বাউন্ডারি হাঁকিয়ে তিনি ৫৬ রান করেন। কেমার রোচ তাঁকে বোল্ড করলেন। বিরাট কোহলি ১২১ রানের ইনিংস খেলেন। দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে সাজঘরে ফিরতে হয় বিরাটকে। ১১টি বাউন্ডারির সাহায্যে ২০৬ বলে ১২১ রান করে মাঠ ছাড়েন তিনি। 

অধিনায়ক রোহিত শর্মা (৮০), রবীন্দ্র জাডেজা (৬১), যশস্বী জয়সওয়ালের (৫৭) ব্যাটে রানের বন্যা দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ এবং ওয়ারিকান তিনটে করে উইকেট শিকার করেন।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে এ বারে তার পুনরুবৃত্তি ঘটেনি এখনও। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শুরুটা ভাল করেন। ৭১ রানের জুটি গড়েন তাঁরা। ৩৪ ওভার ওয়েস্ট ইন্ডিজ়ের কোনও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলারেরা। অবশেষে জাডেজার বলে আউট হন চন্দ্রপল। ৪১ ওভার ব্যাট করে এক উইকেটে ৮৬ রানে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর। তৃতীয় দিনের শুরুতে ব্যাট হাতে নামতে দেখা যাবে অধিনায়ক ব্রেথওয়েট (৩৭) ও কির্ক ম্যাকেঞ্জি (১৪)-কে।

ভারতের রানের সমান করতে হলে তাদের এখনও ৩৫২ রান করতে হবে। ফলে তৃতীয় দিনের সকালটা যে দুটো দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে, তা নিয়ে সন্দেহ নেই।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও দাপট ভারতের, সেঞ্চুরির অপেক্ষায় বিরাট

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

আরও পড়ুন

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...