ভারত: ২৮৮/৪ (কোহলি ৮৭, রোহিত ৮০, যশস্বী ৫৭, জাডেজা ৩৬, হোল্ডার ১/৩০)
ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪১ রানে হারিয়েছে ভারত। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জেতার লক্ষ্যে নেমেছেন রোহিত শর্মারা।
বৃহস্পতিবার প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৮৮-৪। প্রথম সেশনে বিনা উইকেটে ১২১ রান যোগ করে ওপেনিং জুটি। যশস্বী জয়সওয়াল ৭৪ বলে ৫৭ এবং রোহিত শর্মা ১৪৩ বলে করেন ৮০ রান। প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রোহিতও। টেস্ট কেরিয়ারের ১১ নম্বর সেঞ্চুরির খুব কাছে ছিলেন। চোখ ধাঁধানো কিছু বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি। কিন্তু ধাঁধার সমাধান করতে পারলেন না।
শুভমন গিল করেন ১০ রান। তিন নম্বরে আরও এক বার ব্যর্থ শুভমন। ভারতীয় দল পরপর তিন উইকেট হারানোর পর ইনিংস গড়ার কাজ সবে শুরু করছিলেন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে। তবে চা বিরতির ঠিক আগেই আট রান করে আউট হয়ে যান রাহানে।
ক্রিজে রয়েছেন বিরাট কোহলি (৮৭)। নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্য়াচে অর্ধশতরান করেছেন, এখন নিজের ৩০তম সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে তিনি। অন্য দিকে রয়েছেন রবীন্দ্র জাডেজা (৩৬)।
আরও পড়ুন: ৩ দিনেই ফয়সলা! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংস এবং ১৪১ রানে জয় ভারতের