Homeখেলাধুলোক্রিকেটওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও দাপট ভারতের, সেঞ্চুরির অপেক্ষায় বিরাট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও দাপট ভারতের, সেঞ্চুরির অপেক্ষায় বিরাট

প্রকাশিত

ভারত: ২৮৮/৪ (কোহলি ৮৭, রোহিত ৮০, যশস্বী ৫৭, জাডেজা ৩৬, হোল্ডার ১/৩০)

ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪১ রানে হারিয়েছে ভারত। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জেতার লক্ষ্যে নেমেছেন রোহিত শর্মারা।

বৃহস্পতিবার প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৮৮-৪। প্রথম সেশনে বিনা উইকেটে ১২১ রান যোগ করে ওপেনিং জুটি। যশস্বী জয়সওয়াল ৭৪ বলে ৫৭ এবং রোহিত শর্মা ১৪৩ বলে করেন ৮০ রান। প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রোহিতও। টেস্ট কেরিয়ারের ১১ নম্বর সেঞ্চুরির খুব কাছে ছিলেন। চোখ ধাঁধানো কিছু বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি। কিন্তু ধাঁধার সমাধান করতে পারলেন না।

শুভমন গিল করেন ১০ রান। তিন নম্বরে আরও এক বার ব্যর্থ শুভমন। ভারতীয় দল পরপর তিন উইকেট হারানোর পর ইনিংস গড়ার কাজ সবে শুরু করছিলেন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে। তবে চা বিরতির ঠিক আগেই আট রান করে আউট হয়ে যান রাহানে।

ক্রিজে রয়েছেন বিরাট কোহলি (৮৭)। নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্য়াচে অর্ধশতরান করেছেন, এখন নিজের ৩০তম সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে তিনি। অন্য দিকে রয়েছেন রবীন্দ্র জাডেজা (৩৬)।

আরও পড়ুন: ৩ দিনেই ফয়সলা! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংস এবং ১৪১ রানে জয় ভারতের

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আইপিএল ২০২৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ রানে আরসিবিকে হারাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২২/৬ (শ্রেয়স আইয়ার ৫০, ফিল সল্ট ৪৮, ক্যামেরন গ্রিন ২-৩৫,...

গিল-জুরেল জুটির দৌলতে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত   

ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২ নট আউট, ওলি রবিনসন ৫৮, রবীন্দ্র জাদেজা ৪-৬৭, আকাশ...