ওয়েস্ট ইন্ডিজ: ১১৪ (হোপ ৪৩ অ্যাথামেজ ২২ কুলদীপ ৪/৬, জাডেজা ৩৭/৩, শার্দূল ১/১৪)
ভারত: ১১৮-৫ (ঈশান কিসান ৫২,সূর্যকুমার ১৯, জাডেজা ১৬*, মইতে ২/২৬)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচটা জয় দিয়েই শুরু করল টিম ইন্ডিয়া। পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ জিতল ভারত। প্রথমে ব্যাট করে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৫০ ওভারের ম্যাচে ১১৫ রান ছিল এককথায় সহজ লক্ষ্য।
ম্য়াচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে ভারত। বোলিংয়ে দাপট দেখালেও ব্যাটিংয়ে কিছুটা বিপাকে পড়তে হয় টিম ইন্ডিয়াকে। তবে জিততে কোনো বেগ পেতে হয়নি, ৫ উইকেটে জেতে তারা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে।
ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার দূরস্ত, মাত্র ২৩ ওভারেই শেষ হয়ে গেলেন শাই হোপ, হেটমেয়াররা। ব্যাটারদের মধ্যে মাত্র চার জন দুই অঙ্কের রানে পৌঁছলেন। বাকিরা এলেন আর গেলেন। শাই হোপ সর্বাধিক রান ৪৩ করেন।
ভারতের হয়ে নজর কাড়লেন দুই স্পিনার। কুলদীপ যাদব মাত্র ৩ ওভার হাত ঘুরিয়ে ৬ রান দিয়ে নিলেন চার-চারটি উইকেট। রবীন্দ্র জাডেজা ৩৭ রানে নিলেন ৩টি উইকেট। অভিষেক ম্যাচে নেমে একটি উইকেট তুললেন মুকেশ কুমারও।
অপেক্ষাকৃত দুর্বল টিমের বিরুদ্ধে অল্পবিস্তর পরীক্ষানিরীক্ষাও করল টিম ম্যানেজমেন্ট। রান তাড়া করতে নেমে এ দিন কিছুটা অন্যদিকে হাঁটেন রোহিত শর্মা। তিনি ওপেন করতে নামেননি। বদলে ওপেন করতে পাঠান ঈশান কিসান ও শুভমন গিলকে। এরপর উইকেট পড়তে থাকলে একেরপর এক তরুণ ক্রিকেটারকে পাঠান তিনি।
ঈশান ৫২ রান করলেও শুভমন মাত্র সাত রানে আউট হন। হার্দিক আউট হয়ে যান মাত্র পাঁচ রান করে। শার্দূল ঠাকুর পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র এক রান করে আউট হন। রোহিত এবং জাডেজা ম্যাচ শেষ করেন।
আরও পড়ুন: বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৩তম আত্মাহুতি দিবস পালন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

