Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড মহিলা ম্যাচে বিপক্ষের খেলোয়াড়কে 'ধাক্কা'! প্রতীকা রাওয়ালের শাস্তি, ইংল্যান্ডকেও জরিমানা

ভারত-ইংল্যান্ড মহিলা ম্যাচে বিপক্ষের খেলোয়াড়কে ‘ধাক্কা’! প্রতীকা রাওয়ালের শাস্তি, ইংল্যান্ডকেও জরিমানা

প্রকাশিত

ভারত ও ইংল্যান্ড মহিলা দলের এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচের পর উভয় দলের উপরই শাস্তির খাঁড়া চালাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।
ভারতীয় অলরাউন্ডার প্রতীকা রাওয়াল ম্যাচ চলাকালীন দুইবার শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়ায় জরিমানা এবং ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। অন্যদিকে ইংল্যান্ড মহিলা দল মন্থর ওভার রেটের জন্য দলগতভাবে জরিমানার মুখে পড়েছে।

কী ঘটেছিল মাঠে?

আইসিসি সূত্রে জানা গিয়েছে, ভারতের ইনিংসের ১৮তম ওভারে খেলার সময় প্রতীকা খুচরো রান নিতে গিয়ে ধাক্কা মারেন ইংল্যান্ডের ফিল্ডার লরেন ফিলার-কে। এরপর পরবর্তী ওভারে আউট হয়ে ফেরার সময় প্রতীকা ধাক্কা দেন ইংল্যান্ডের বোলার সোফি একলেস্টোন-কে।

দুই ক্ষেত্রেই ‘শারীরিক সংঘর্ষ এড়ানো যেত’ বলে মনে করছে ম্যাচ রেফারিরা। ফলে আইসিসি’র কোড অফ কন্ডাক্ট লেভেল ১ ভঙ্গের জন্য প্রতীকাকে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

গত ২৪ মাসে এটাই প্রতীকার প্রথম অপরাধ হওয়ায় তাঁকে শুধু একটি ডিমেরিট পয়েন্টেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

প্রতীকার প্রতিক্রিয়া

ঘটনার পরে প্রতীকা স্পষ্ট করে বলেন, “মোটেই ইচ্ছাকৃত কাজ নয়। আমি আমার লাইনেই দৌড়চ্ছিলাম। বুঝতেই পারিনি কেউ সামনে রয়েছে। তবে বিষয়টি নিয়ে বাড়তি বিতর্কের কোনও প্রয়োজন নেই।”

ইংল্যান্ড দলের শাস্তি

অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করায় ইংল্যান্ড মহিলা দলের প্রত্যেক ক্রিকেটারের পাঁচ শতাংশ করে ম্যাচ ফি কাটা হয়েছে।
আইসিসি নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ না করলে দলকে জরিমানা গুনতে হয়। সেই নিয়ম অনুযায়ীই এই সিদ্ধান্ত।

এই ঘটনাগুলি ফের একবার মাঠের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে। খেলোয়াড়দের আচরণ এবং সময় ব্যবস্থাপনা যে কতটা গুরুত্বপূর্ণ, তা আরও একবার স্পষ্ট করল এই ম্যাচ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...