Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড মহিলা ম্যাচে বিপক্ষের খেলোয়াড়কে 'ধাক্কা'! প্রতীকা রাওয়ালের শাস্তি, ইংল্যান্ডকেও জরিমানা

ভারত-ইংল্যান্ড মহিলা ম্যাচে বিপক্ষের খেলোয়াড়কে ‘ধাক্কা’! প্রতীকা রাওয়ালের শাস্তি, ইংল্যান্ডকেও জরিমানা

প্রকাশিত

ভারত ও ইংল্যান্ড মহিলা দলের এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচের পর উভয় দলের উপরই শাস্তির খাঁড়া চালাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।
ভারতীয় অলরাউন্ডার প্রতীকা রাওয়াল ম্যাচ চলাকালীন দুইবার শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়ায় জরিমানা এবং ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। অন্যদিকে ইংল্যান্ড মহিলা দল মন্থর ওভার রেটের জন্য দলগতভাবে জরিমানার মুখে পড়েছে।

কী ঘটেছিল মাঠে?

আইসিসি সূত্রে জানা গিয়েছে, ভারতের ইনিংসের ১৮তম ওভারে খেলার সময় প্রতীকা খুচরো রান নিতে গিয়ে ধাক্কা মারেন ইংল্যান্ডের ফিল্ডার লরেন ফিলার-কে। এরপর পরবর্তী ওভারে আউট হয়ে ফেরার সময় প্রতীকা ধাক্কা দেন ইংল্যান্ডের বোলার সোফি একলেস্টোন-কে।

দুই ক্ষেত্রেই ‘শারীরিক সংঘর্ষ এড়ানো যেত’ বলে মনে করছে ম্যাচ রেফারিরা। ফলে আইসিসি’র কোড অফ কন্ডাক্ট লেভেল ১ ভঙ্গের জন্য প্রতীকাকে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

গত ২৪ মাসে এটাই প্রতীকার প্রথম অপরাধ হওয়ায় তাঁকে শুধু একটি ডিমেরিট পয়েন্টেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

প্রতীকার প্রতিক্রিয়া

ঘটনার পরে প্রতীকা স্পষ্ট করে বলেন, “মোটেই ইচ্ছাকৃত কাজ নয়। আমি আমার লাইনেই দৌড়চ্ছিলাম। বুঝতেই পারিনি কেউ সামনে রয়েছে। তবে বিষয়টি নিয়ে বাড়তি বিতর্কের কোনও প্রয়োজন নেই।”

ইংল্যান্ড দলের শাস্তি

অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করায় ইংল্যান্ড মহিলা দলের প্রত্যেক ক্রিকেটারের পাঁচ শতাংশ করে ম্যাচ ফি কাটা হয়েছে।
আইসিসি নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ না করলে দলকে জরিমানা গুনতে হয়। সেই নিয়ম অনুযায়ীই এই সিদ্ধান্ত।

এই ঘটনাগুলি ফের একবার মাঠের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে। খেলোয়াড়দের আচরণ এবং সময় ব্যবস্থাপনা যে কতটা গুরুত্বপূর্ণ, তা আরও একবার স্পষ্ট করল এই ম্যাচ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।