Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: বুমরাহকে নিয়ে এখনও দোটানায় শুভমনরা, চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচ শুরুর...

ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: বুমরাহকে নিয়ে এখনও দোটানায় শুভমনরা, চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচ শুরুর ঠিক আগে

প্রকাশিত

কেনিংটন ওভাল: কেনিংটন ওভালের পিচে বুধবার পর্যন্ত ভালোরকম সবুজ ঘাস ছিল। এ দিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী টেস্ট ম্যাচের পাঁচ দিনই লন্ডনের আকাশ মেঘলা থাকবে। একে সবুজ পিচ, তার ওপর মেঘলা আবহাওয়া। আবার পঞ্চম টেস্টে ইংল্যান্ড যে দল ঘোষণা করেছে, সেই দলে স্বীকৃত স্পিনার নেই। আর সিরিজে সমতা আনার জন্য ওভাল টেস্ট জেতা খুবই জরুরি ভারতের। জসপ্রীত বুমরাহ ছাড়া ভারতের বোলিং আক্রমণ সত্যিই কিছুটা দুর্বল। এই সব সাত-পাঁচ ভেবে বুমরাহকে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ভারত। অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন, “আমাদের প্রথম একাদশ এখনও নিশ্চিত নয়। বুধবার অনুশীলনের পর পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”    

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরা জসপ্রীত বুমরাহকে বেশি না খেলানোর পরামর্শ দিয়েছিলেন। বুমরাহ যাতে পিঠে নতুন করে চোট না পান, তাই এই পরামর্শ দেওয়া হয়েছিল। চিকিৎসকদের মতে, বুমরাহকে খেলানোটা অত্যন্ত ঝুঁকির হয়ে যাবে। সিরিজ় শুরুর আগেই বলে দেওয়া হয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটে টেস্ট খেলবেন বুমরাহ। সেইমতো তাঁর তিনটে টেস্ট খেলা হয়ে গিয়েছে।

প্রথম টেস্ট খেলার পর বুমরাহ দ্বিতীয় টেস্টে বিশ্রাম পেয়েছিলেন। সেই টেস্টে জিতে ভারত সিরিজে সমতা ফেরায়। ফল হয় ১-১। তৃতীয় টেস্টে বুমরাহকে দলে ফেরানো হয়।  সেই টেস্টে বুমরাহের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও ভারত ২২ রানে হেরে যায়। সিরিজে ভারত পিছিয়ে পড়ে। চতুর্থ টেস্টে সমতা ফেরানোর আশায় ভারত বুমরাহকে দলে রেখে দেয়। এই টেস্ট ভারত ড্র করলেও বুমরাহ কিন্তু বিশেষ কিছু করতে পারেননি। তাঁর খেলা দেখেই বোঝা যাচ্ছিল, তিনি পুরোপুরি ফিট নন। পঞ্চম টেস্টে তাঁকে খেলানো হবে না বলে ধরে নেওয়া হয়েছিল। এখন কিন্তু জানানো হয়েছে, বুমরাহকে না-খেলানো নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: চোটের জন্য সরে যেতে বাধ্য হলেন অধিনায়ক বেন স্টোকস, আর কী পরিবর্তন?   

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।