কেনিংটন ওভাল: কেনিংটন ওভালের পিচে বুধবার পর্যন্ত ভালোরকম সবুজ ঘাস ছিল। এ দিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী টেস্ট ম্যাচের পাঁচ দিনই লন্ডনের আকাশ মেঘলা থাকবে। একে সবুজ পিচ, তার ওপর মেঘলা আবহাওয়া। আবার পঞ্চম টেস্টে ইংল্যান্ড যে দল ঘোষণা করেছে, সেই দলে স্বীকৃত স্পিনার নেই। আর সিরিজে সমতা আনার জন্য ওভাল টেস্ট জেতা খুবই জরুরি ভারতের। জসপ্রীত বুমরাহ ছাড়া ভারতের বোলিং আক্রমণ সত্যিই কিছুটা দুর্বল। এই সব সাত-পাঁচ ভেবে বুমরাহকে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ভারত। অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন, “আমাদের প্রথম একাদশ এখনও নিশ্চিত নয়। বুধবার অনুশীলনের পর পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরা জসপ্রীত বুমরাহকে বেশি না খেলানোর পরামর্শ দিয়েছিলেন। বুমরাহ যাতে পিঠে নতুন করে চোট না পান, তাই এই পরামর্শ দেওয়া হয়েছিল। চিকিৎসকদের মতে, বুমরাহকে খেলানোটা অত্যন্ত ঝুঁকির হয়ে যাবে। সিরিজ় শুরুর আগেই বলে দেওয়া হয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটে টেস্ট খেলবেন বুমরাহ। সেইমতো তাঁর তিনটে টেস্ট খেলা হয়ে গিয়েছে।
প্রথম টেস্ট খেলার পর বুমরাহ দ্বিতীয় টেস্টে বিশ্রাম পেয়েছিলেন। সেই টেস্টে জিতে ভারত সিরিজে সমতা ফেরায়। ফল হয় ১-১। তৃতীয় টেস্টে বুমরাহকে দলে ফেরানো হয়। সেই টেস্টে বুমরাহের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও ভারত ২২ রানে হেরে যায়। সিরিজে ভারত পিছিয়ে পড়ে। চতুর্থ টেস্টে সমতা ফেরানোর আশায় ভারত বুমরাহকে দলে রেখে দেয়। এই টেস্ট ভারত ড্র করলেও বুমরাহ কিন্তু বিশেষ কিছু করতে পারেননি। তাঁর খেলা দেখেই বোঝা যাচ্ছিল, তিনি পুরোপুরি ফিট নন। পঞ্চম টেস্টে তাঁকে খেলানো হবে না বলে ধরে নেওয়া হয়েছিল। এখন কিন্তু জানানো হয়েছে, বুমরাহকে না-খেলানো নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আরও পড়ুন
ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: চোটের জন্য সরে যেতে বাধ্য হলেন অধিনায়ক বেন স্টোকস, আর কী পরিবর্তন?