Home খেলাধুলো ক্রিকেট রাম নবমীর দিনে ইডেনে ম্যাচ নিয়ে ধোঁয়াশা, মুখ খুলল কলকাতা পুলিশ

রাম নবমীর দিনে ইডেনে ম্যাচ নিয়ে ধোঁয়াশা, মুখ খুলল কলকাতা পুলিশ

0
আইপিএল-এর জন্য প্রস্তুত। ছবি: সঞ্জয় হাজরা।

রাম নবমীর দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে নির্ধারিত আইপিএল ম্যাচ আয়োজন নিয়ে বিতর্ক তুঙ্গে। বৃহস্পতিবার জানা যায়, নিরাপত্তার কারণে ৬ এপ্রিলের কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ কলকাতা থেকে সরিয়ে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হচ্ছে। তবে শুক্রবার কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ম্যাচ সংক্রান্ত কিছু বিভ্রান্তিকর তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।

কলকাতা পুলিশের ফেসবুক পোস্টে বলা হয়, “‘৬ এপ্রিল আইপিএল ম্যাচের সময়সূচি বদল নিয়ে কিছু বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করা হচ্ছে। কলকাতা পুলিশ সব নাগরিকদের নিরাপত্তা দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ।”

New Project 2025 03 21T184854.043

তবে পুলিশের এই বিবৃতির পরও প্রশ্ন থেকেই যাচ্ছে— ৬ এপ্রিল ইডেনে ম্যাচ হলে কি পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব? কারণ, পুলিশ সরাসরি নিশ্চিত করেনি যে তারা ওই দিন নিরাপত্তা দিতে প্রস্তুত কি না। এই অবস্থায় বোর্ড বা ফ্র্যাঞ্চাইজি নতুন কোনো সিদ্ধান্ত নেয় কি না, তা নিয়েই এখন কৌতূহল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-এর সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে জানান, “আমরা বিসিসিআই-কে ম্যাচ পুনঃনির্ধারণের অনুরোধ করেছিলাম, কিন্তু কলকাতায় অন্য কোনও দিন ম্যাচ আয়োজনের সুযোগ নেই। তাই ম্যাচটি গুয়াহাটিতে সরিয়ে নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: রামনবমীর নিরাপত্তা ইস্যুতে কলকাতায় হচ্ছে না কেকেআরের ম্যাচ, বদলাচ্ছে ভেন্যু

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version