Home খেলাধুলো ক্রিকেট আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: কুলদীপ সম্পর্কে কী বললেন রোহিত? কমেডি মুভিকেও হার...

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: কুলদীপ সম্পর্কে কী বললেন রোহিত? কমেডি মুভিকেও হার মানাল   

0

খবর অনলাইন ডেস্ক: ভারতের অধিনায়ক রোহিত শর্মা ভারী মজাদার মানুষ, সে তিনি মাঠেই থাকুন বা মাঠের বাইরে। মাঝেমাঝেই মজাদার কথা বলতে তাঁর জুড়ি মেলা ভার। এ ভাবেই তিনি খুব গুরুগম্ভীর পরিবেশকে হালকা করে দিতে পারেন। উপস্থিত সবাইকে মজায় মজিয়ে দিতে পারেন। জমিয়ে দেন আসর, সে যদি সাংবাদিক সম্মেলনও হয়, কুছ পরোয়া নেহি।  

আইসিসি টি২০ বিশ্বকাপ খেলতে ভারত এখন মার্কিন যুক্তরাষ্ট্রে। এরই মাঝে হল আইসিসি-র প্রমোশনাল শ্যুট। দলের সতীর্থ কুলদীপ যাদবের জন্য বিশেষ প্রেজেন্টেশনের সময় রোহিত তাঁর সম্পর্কে যা বললেন তা জানলে পেটে খিল ধরে যাবে। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

ওই অনুষ্ঠানে রোহিতকে বলা হয় ‘আইসিসি ওডিআই টিম অফ দ্য ইয়ার’ টুপিটি কুলদীপের হাতে তুলে দিতে। রোহিত রাজি হলেন এবং তার পর যা ঘটল তা একটা কমেডি ফিল্‌মকেও হার মানায়।

টুপিটি কুলদীপের হাতে তুলে দিতে গিয়ে রোহিত শুরু করলেন, “এটা আমার পরম সৌভাগ্য যে আমি এই চমৎকার টুপিটি একজন দুর্দান্ত অ্যাথলিটের হাতে তুলে দিচ্ছি যিনি প্রকৃতই টিম ইন্ডিয়ার এক সম্পদ। কুলদীপ, এই নাও, আইসিসি ওডিআই টিম অফ দ্য ইয়ার টুপি।”

কুলদীপের যেন একটু লজ্জা লজ্জা ভাব। বললেন, “ধন্যবাদ, রোহিতভাই”।

কুলদীপের লজ্জা লজ্জা ভাব দেখে রোহিত, “তুমি কি কিছু বলতে চাও?”

“না, না, সব ভালো”, স্পিনারের জবাব।

“তোমার কিছু বলা উচিত”, দুর্বলের প্রতি নির্মম হওয়ার ভঙ্গি করে ভারতের ওপেনার আবার কুলদীপের ওপর চাপ দিলেন।

কুলদীপ বুঝলেন কিছু বলতেই হবে, তাঁর অধিনায়কের চাপ। আমতা আমতা করে বললেন, “মানে, তেমন কিছু বলার নেই। মানে, বলতে চাই, আমার কাছে গত মরশুমটা দারুণ ছিল। ব্যাটে আর বলে।”

কুলদীপের কথা শুনে রোহিত যেন আকাশ থেকে পড়লেন, তিনি বিস্মিত, “ব্যাট?”

কুলদীপ একটু যেন ঘাবড়ে গেলেন। আবার কোনোরকমে বললেন, “হ্যাঁ”।

রোহিত আবার জিগগেস করলেন, “কখন?”

কুলদীপ দৃশ্যতই বিভ্রান্ত। আবার আমতা আমতা করে বললেন, “হ্যাঁ, মানে, আমি…”

রোহিত তো মজা পেয়ে গিয়েছেন, “মানে, মানে, কখন?”

দিল্লি ক্যাপিটল্‌স-এর তারকা বিহ্বল। বললেন, “টেস্ট সিরিজে।”

“এটা তো ওডিআই”, চেপে ধরলেন অধিনায়ক।

নিজের কথার ব্যাখ্যা দিতে গিয়ে কুলদীপ বললেন, “কিন্তু আমি ব্যাটেও ভালো করেছি। আর গত বছর বিশ্বকাপে বলও সত্যি ভালো করেছি।”

“আমি এই দলের ক্যাপ্টেন। আমি তো ওঁকে কখনও ব্যাট করতে দেখিনি। আমি তো বুঝতেই পারছি না ও কী বিষয়ে বলছে”, রোহিত জোর দিয়ে বললেন।

কুলদীপ হালকা। দাঁত বের করে হাসতে হাসতে বললেন, “ধন্যবাদ, রোহিতভাই।” রোহিতও হাসিতে যোগ দিলেন।

নিউ ইয়র্কের স্টেডিয়ামে ভারতীয় দল এখন অনুশীলনে ব্যস্ত। আগামী ৫ জুন তাদের প্রথম খেলা, এই নিউ ইয়র্ক শহরে, আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: দেখে নিন ভারতের টিম এবং ম্যাচের সময়সূচি

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: ভারত-পাকিস্তান ম্যাচ হবে তো? চিন্তা বাড়াচ্ছে সন্ত্রাসের হুমকি

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: দেখে নিন কোন কোন দেশ খেলছে, কী ফরম্যাট

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version