অসুস্থতার কারণে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ ভারতের প্রথম দু’টি ম্যাচ মিস করেছেন শুভমন গিল। কিন্তু পাকিস্তান ম্যাচের আগে অনুশীলন শুরু করেছেন।
রাত পোহালেই (শনিবার) অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলতি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। তার আগে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের অন্যতম প্রশ্ন, ডেঙ্গু কাটিয়ে বাইশ গজে নামবেন কি তারকা ওপেনার শুভমন গিল?
অমদাবাদে ম্যাচ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি নিশ্চিত করেছেন যে গিল ম্যাচের জন্য যথেষ্ট ফিট। পুরোপুরি তৈরি হয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে। রোহিতের কথায়, ‘‘ওর (শুভমনের) খেলার সম্ভাবনা ৯৯ শতাংশ। বাকিটা কাল সকালে দেখা যাবে। আমাদের কাছে প্রত্যেক দিনই নয়া চ্যালেঞ্জ। আগের ম্যাচগুলো থেকে আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামব।’’
এ বারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে অভিযান শুরু করেছে ভারত। পরের ম্যাচে আফগানিস্তানকেও হারিয়েছে। অর্থাৎ, দু’টির মধ্যে দু’টি ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। কিন্তু একটিতেও খেলতে পারেননি শুভমন। ডেঙ্গু আক্রান্ত হওয়ায় তিনি মাঠের বাইরেই ছিলেন। এরই মধ্যে অমদাবাদ পৌঁছে যান তিনি। বিসিসিআই-এর মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে ছিলেন। তবে বৃহস্পতিবার তাঁকে নেট প্র্যাকটিস করতে দেখা যায়।ফলে পাকিস্তান ম্যাচে তাঁর খেলা নিয়ে চলছে জোর জল্পনা।
ক’দিন আগেও অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন যে অসুস্থতা কাটিয়ে উঠলে টিম ম্যানেজমেন্ট সুযোগ দেবে শুভমন গিলকে। রোহিতের কথায়, “… সে (শুভমন) অসুস্থ। আমি তার ব্যাপারটা বুঝতে পারছি। কিন্তু, একজন মানুষ হিসেবে সবার আগে, আমি চাই সে সুস্থ হোক। আমি চাই আগামীকালই গিল খেলুক। তবে তার আগে আমি চাই সে সুস্থ হয়ে উঠুক। তার এখন বয়স কম, শরীর ফিট তাই সে দ্রুত সুস্থ হয়ে উঠবে সেরে উঠবে”।
প্রসঙ্গত, বিশ্বকাপের শুরুতে গিল ডেঙ্গুতে আক্রান্ত হন শুভমন। যে কারণে ভারত বনাম অস্ট্রেলিয়া এবং ভারত বনাম আফগানিস্তান ম্যাচে খেলতে পারেননি গিল। এই দুটি ম্যাচেই অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করেন ঈশান কিসান। গিল ফিরলে তাঁকে বসিয়ে দিতে পারে টিম ম্যানেজমেন্ট।
তবে, আগামীকাল যেমন তেমন ম্যাচ নয়, বিশ্বকাপ বলে কথা। তার উপর প্রতিপক্ষ যেখানে পাকিস্তান। ফলে তিনি মাঠে নামার জন্য কতটা প্রস্তুত, তা নিয়েই সংশয় রয়েছে শুভমন-ভক্তদের মনে। তবে এ ব্যাপারে রোহিতের সোজাসাপটা উত্তর যথেষ্ট আশা জাগাচ্ছে। তবে ৫০ ওভারের ম্যাচে সদ্য ডেঙ্গু কাটিয়ে উঠে আসা শুভমনকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কতটা ঝুঁকি নেবে, সেটাও দেখার!
আরও পড়ুন: নেট প্র্যাকটিসে নেমে পড়লেন শুভমন! পাকিস্তান ম্যাচে খেলার সম্ভাবনা কতটা