Homeখেলাধুলোক্রিকেটএশিয়া কাপ: হৃদয়ের চেষ্টা কাজে দিল না, আবার শ্রীলঙ্কার কাছে হার মানল...

এশিয়া কাপ: হৃদয়ের চেষ্টা কাজে দিল না, আবার শ্রীলঙ্কার কাছে হার মানল বাংলাদেশ

প্রকাশিত

শ্রীলঙ্কা: ২৫৭-৯ (সমরভিকরামা ৯৩, কুশল ৫০, হাসান মাহমুদ ৩-৫৭, তাসকিন আহমেদ ৩-৬২)

বাংলাদেশ: ২৩৬ (৪৮.১ ওভার) (হৃদয় ৮২, মুসফিকুর ২৯, দাসুন শনাকা ৩-২৮, মতিশা পতিরানা ৩- ৫৮)  

কলম্বো: গ্রুপ স্টেজে হারের বদলা নিতে পারল না বাংলাদেশ। এশিয়া কাপের ‘সুপার ৪’-এও তারা হার স্বীকার করল শ্রীলঙ্কার কাছে। শনিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে শ্রীলঙ্কা ২১ রানে বাংলাদেশকে হারাল। বাংলাদেশের হয়ে একমাত্র জ্বলে ওঠার চেষ্টা করেছিলেন তৌহিদ হৃদয়। কিন্তু আর কাউকে সঙ্গী পেলেন না।

গোটা সপ্তাহ ধরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টি কোনো বাধা সৃষ্টি করল না এ দিনের ম্যাচে। টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রান করে তারা। সদিরা সমরভিকরামা মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। শ্রীলঙ্কার হয়ে অর্ধশত রান করেন কুশল মেন্ডিস।

লড়াই দিতে ব্যর্থ বাংলাদেশ

২৫৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে মহম্মদ নাইম ও মেহিদি হাসান মির্জা শুরুটা মন্দ করেননি। ওপেনিং জুটিতে অর্ধশত রান হয়। বাংলাদেশের প্রথম উইকেট পড়ে ৫৫ রানে। দাসুন শনাকার বলে পরিবর্ত খেলোয়াড়কে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২৮ রানে প্যাভিলিয়নের পথে পা বাড়ান মির্জা। মির্জা চলে যেতেই ছন্দ কাটে নাইমের খেলায়। দলের স্কোরে মাত্র ৫ রান যোগ হওয়ার পরেই নাইম ব্যক্তিগত ২১ রানের মাথায় শনাকার বলে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

এর পর অতি দ্রুত পড়ে যায় আরও ২টি উইকেট। দলের ৭০ রানে আউট হন শাকিব আল হাসান। পতিরানার বলে মেন্ডিসকে ক্যাচ দিয়ে আউট হন তিনি। শাকিব করেন মাত্র ৩ রান। এর পরে দলের স্কোরে মাত্র ১৩ রান যোগ হতেই আউট হন লিটন দাস। মাত্র ১৩ রান করে লিটন আউট হন দুনিত ওয়েলালেগের বলে মেন্ডিসকে ক্যাচ দিয়ে।

এর পর দলের পতন কিছুটা ঠেকানোর চেষ্টা করেন মুসফিকুর রহিম ও তৌহিদ হৃদয়। তাঁরা পঞ্চম উইকেটের জুটিতে যোগ করেন ৭২ রান। কিন্তু দলের ১৫৫ রানে মুসফিকুর আউট হতেই নিয়মিত ব্যবধানে বাংলাদেশের উইকেট পড়তে থাকে। হৃদয় কিছুটা চেষ্টা করলেও সঙ্গী হিসাবে কাউকে পাননি। শেষ পর্যন্ত দলের স্কোরে ৮১ রান যোগ হওয়ার পর বাংলাদেশ ২৩৬ রানে অল আউট হয়ে যায়।

সেঞ্চুরি পেলেন না সমরভিকরামা       

এ দিন শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে নেমেছিলেন পাথুম নিঃশঙ্ক এবং দিমুত করুণারত্নে। ৩৪ রানে শ্রীলঙ্কা করুণারত্নেকে হারালেও দ্বিতীয় উইকেটের জুটিতে যোগ হয় ৭৪ রান। হাসান মাহমুদের বলে মুসফিকুর রহিমকে ক্যাচ দিয়ে করুণারত্নে আউট হলে পাথুমের সঙ্গী হন কুশল মেন্ডিস। পাথুম-কুশল জুটি দলের রান ১০৮-এ নিয়ে গেলেও রান ওঠার গতি বেশ কমে যায়। দ্বিতীয় উইকেটের জুটিতে ৭৪ রান আসে ১৭.৫ ওভারে। অর্থাৎ ওভারপ্রতি ৫-এরও কম ওঠে রান।

১০৮ রানের মাথায় আউট হন পাথুম। ৪০ রান করে শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হন। এর মধ্যে কুশল নিজস্ব অর্ধশত পূর্ণ করেন। কিন্তু ৫০ রানেই আউট হন তিনি শরিফুলের বলে তাসকিনকে ক্যাচ দিয়ে।

পাথুম আউট হওয়ার পরে কুশলের সঙ্গী হয়েছিলেন সমরভিকরামা। তিনি একটা দিক আটকে রাখলেও নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে শ্রীলঙ্কার। চতুর্থ উইকেট পড়ে ১৪৪ রানে। চরিত অসালঙ্কা ১০ রান করে তাসকিনের বলে শাকিবের হাতে ক্যাচ দিয়ে আউট হন। পঞ্চম উইকেটের জুটিতে মাত্র ২০ রান যোগ হয়। দলের ১৬৪ রানে আউট হন ধনঞ্জয় ডি সিলভা। ৬ রান করে হাসান মাহমুদের বলে মুসফিকুরের হাতে ক্যাচ দিয়ে আউট হন ডি সিলভা।

সমরভিকরামার সঙ্গে যোগ দেন উইকেটকিপার দাসুন শনাকা। দু’জনে উইকেট পতন কিছুটা রোধ করেন। ষষ্ঠ উইকেটের জুটিতে যোগ হয় ৬০ রান। দলের ২২৪ রানে আউট হন দাসুন। ২৪ রান করে মাহমুদের বলে বোল্ড হন। শ্রীলঙ্কার শেষ ৪ উইকেটে যোগ হয় মাত্র ৩৩ রান। সব শেষে আউট হন সমরভিকরামা। সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থেকে যান তিনি। তাঁকে তুলে নেন তাসকিন।

বাংলাদেশের জন্য জয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৫৮ রান। কিন্তু লক্ষ্যমাত্রার ২২ রান আগেই বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায়।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

আরও পড়ুন

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...