Homeখেলাধুলোক্রিকেটহার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্য নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর একদিনের ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দু’ ধরনের ম্যাচেই ভারতের সহ-অধিনায়ক থাকবেন শুবমন গিল। বিরাট কোহলি একদিনের সিরিজে দলে রয়েছেন। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজাকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩টি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। খেলাগুলি হবে পাল্লেকেলেতে। একদিনের ম্যাচের সিরিজ শুরু হবে ২ আগস্ট থেকে, চলবে ৭ আগস্ট পর্যন্ত। এই খেলাগুলি হবে কলম্বোয়। 

কেন হার্দিক নয়

দিনতিনেক আগে নাম প্রকাশ করা চলবে না, এই শর্তে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক প্রবীণ সদস্য সংবাদসংস্থা পিটিআইকে বলেছিলেন, “রোহিত শর্মার নেতৃত্বাধীন টি২০ ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ড্য। তিনি এখন সম্পূর্ণ ফিট এবং তাঁকে তিন ম্যাচের টি২০ সিরিজে পাওয়াও যাবে। তিনিই দলকে নেতৃত্ব দেবেন।”

আদতে হার্দিক টি২০ সিরিজে ভারতের নেতৃত্ব তো দিচ্ছেনই না, তার ওপর তাঁকে সহ-অধিনায়কও করা হয়নি। কিন্তু কেন? ইএসপিএনক্রিকইনফো বলেছে, “পাণ্ড্যর বিরুদ্ধে কাজ করেছে শারীরিক সক্ষমতার বিষয়টি এবং তাঁর ওপর কাজের চাপের (ওয়ার্কলোড) বিষয়টি। ২০২৩-এ একদিনের ম্যাচের বিশ্বকাপে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। সেই কারণে এই তারকা অল-রাউন্ডার দীর্ঘদিন খেলা থেকে সরে ছিলেন। শুধু তা-ই নয়, এর আগেও হার্দিক চোটের কারণে আরও অনেক টুর্নামেন্টে যোগ দিতে পারেননি।

এই মুহূর্তে হার্দিককে ভারতের সর্বশ্রেষ্ঠ বোলিং অল-রাউন্ডার বলাই যায়। ভারতীয় ক্রিকেটে তিনি এক বিরল পণ্য। সেই কারণে ক্রিকেট পরিচালন সংস্থা তাঁর কাজের চাপের দিকটি খেয়াল রেখেই তাঁর কাঁধে বাড়তি দায়িত্ব চাপাননি।

শ্রীলঙ্কাগামী ভারতীয় দল

টি২০ – সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিশনয়, অর্শদীপ সিং, খলিল আহমেদ এবং মহম্মদ সিরাজ।

একদিনের ম্যাচ – রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর পটেল, খলিল আহমেদ এবং হরষিত রানা।       

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার

ফাইনাল ম্যাচে ছোট ইনিংস হলেও রিচা ঘোষ যা করে দেখালেন, তা ভারতের ক্রিকেট ইতিহাসে...

ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ভারত: ২৯৮-৭ (শেফালি বর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মন্ধানা ৪৫, আয়াবোঙ্গা খাকা ৩-৫৮) দক্ষিণ...