Home খেলাধুলো ক্রিকেট কোহলি কত আয়কর দিয়েছেন জানলে চমকে যাবেন, ধোনি-সচিন দু’জনে মিলে যা দিয়েছেন...

কোহলি কত আয়কর দিয়েছেন জানলে চমকে যাবেন, ধোনি-সচিন দু’জনে মিলে যা দিয়েছেন তার সমান

0

খবর অনলাইন ডেস্ক: ভারতে যত ধনী ব্যক্তি রয়েছেন, তাঁদের মধ্যে ক্রিকেটাররা বোধহয় একেবারে প্রথম সারিতে। সব ক্রিকেটার নন, যাঁরা নামজাদা, সেলিব্রেটির পর্যায়ে পৌঁছে গিয়েছেন, জাতীয় দল ও আইপিএল-এ খেলেন সেই সব ক্রিকেটার। এঁরা কত আয় করেন সে সম্পর্কে পাঠকদের নিশ্চয়ই খুব আগ্রহ আছে।

শুধু দেশের হয়ে প্রতিনিধিত্ব করে যত না রোজগার হয়, তার চেয়ে বেশি হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে। এ ছাড়া এনডোর্সমেন্ট চুক্তি তো আছেই। বিজ্ঞাপন থেকে একটা বড়ো রোজগার করেন ক্রিকেটারেরা।

এঁরা কত আয় করেন, সেটা আন্দাজ করতে পারবেন এঁরা কতটা আয়কর দেন তা জেনে। এঁরা কতটা আয়কর দেন তা জেনে আপনাদের চক্ষু চড়কগাছ হয়ে যাবে। এঁরা এক-একজন যা আয়কর দেন, তাতে আমাদের দেশের কয়েক হাজার পরিবারের সারা বছরের খরচ চলে যেতে পারে।

কিছু নমুনা দেখে নেওয়া যাক। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আয়কর দেন বিরাট কোহলি। ‘ফরচুন ইন্ডিয়া’য় প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, মহেন্দ্র সিং ধোনি এবং সচিন তেন্ডুলকর দু’জনে মিলে ২০২৩-২৪ আর্থিক বছরে যে আয়কর দিয়েছেন, বিরাট কোহলি একাই দিয়েছেন সেই পরিমাণ আয়কর।

২০২৩-২৪ আর্থিক বছরে কোন ক্রিকেটার কত আয়কর দিয়েছেন তার একটা ছোট্ট তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক –

বিরাট কোহলি – ৬৬ কোটি টাকা

মহেন্দ্র সিং ধোনি – ৩৮ কোটি টাকা

সচিন তেন্ডুলকর – ২৮ কোটি টাকা

সৌরভ গাঙ্গুলি – ২৩ কোটি টাকা

হার্দিক পাণ্ড্য – ১২ কোটি টাকা

ঋষভ পন্থ – ১০ কোটি টাকা

এঁদের মধ্যে বিরাট কোহলির পাশাপাশি হার্দিক পাণ্ড্য এবং ঋষভ পন্থ ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড়।

আমাদের দেশে বেশি রোজগারের একটা বড়ো পেশা হল ক্রিকেট। এ বছরেরই গোড়ার দিকে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম চালু করেছে। ফলে টেস্ট ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করতে পারলে ক্রিকেটারদের রোজগার আরও অনেক বাড়বে।

আরও পড়ুন

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: তিরন্দাজিতে হরবিন্দর ও ক্লাব থ্রো-এ ধরমবীরের সোনা, পদক তালিকায় ভারত ত্রয়োদশ স্থানে  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version