Homeখেলাধুলোক্রিকেটটি-টোয়েন্টি দলে ফিরলেন বিরাট-রোহিত, কীসের ইঙ্গিত

টি-টোয়েন্টি দলে ফিরলেন বিরাট-রোহিত, কীসের ইঙ্গিত

প্রকাশিত

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করল বিসিসিআই। দলে ফিরলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ও দিকে, টি২০ বিশ্বকাপের আর বাকি মাসছয়েক। রোহিত-বিরাটের এই প্রত্যাবর্তন কীসের ইঙ্গিত দিচ্ছে?

দীর্ঘ ১৪ মাস ধরে ভারতের টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন বিরাট-রোহিত। এই দীর্ঘ সময় ধরে তরুণ খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও কেন নির্বাচকরা রোহিত শর্মা এবং বিরাট কোহলির অভাব ভরাট করতে পারেননি, তা নিয়েও প্রশ্ন উঠছে।

উল্লেখযোগ্য ভাবে, আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ দলের নেতৃত্বে ফিরলেন রোহিত। জাতীয় নির্বাচকরা রোহিত-কোহলিকে ফিরিয়ে এটা স্পষ্ট করে দিলেন যে, দুই সিনিয়র তারকা ভারতের বিশ্বকাপ ভাবনায় ভালো মতোই রয়েছেন। মনে করা হচ্ছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে তাঁদের।

যেখানে কয়েক দিন ধরেই জল্পনা চলছিল যে, টি২০ বিশ্বকাপের দলে বিরাট ও রোহিতকে একসঙ্গে রাখতে চাইছেন না নির্বাচকরা। কিন্তু দল ঘোষণার পর এটাও প্রায় স্পষ্ট হয়ে গেছে যে রোহিত শর্মাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিতে দেখা যাবে। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টপ অর্ডারের গুরুত্বপূর্ণ অংশ হবেন বিরাট কোহলি।

তবে বিশ্লেষকদের মতে, রোহিত শর্মা এবং বিরাট কোহলির টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়ার অন্যতম কারণ হল ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্স। রোহিত শর্মা শুধু দুর্দান্তভাবে দলকে পরিচালনাই করেননি তবে একজন ওপেনার হিসাবেও তাঁর পারফরম্যান্স চোখে পড়ার মতো। প্রায় প্রতিটি ম্যাচেই দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন রোহিত শর্মা।

আফগানদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি থেকে। মোহালিতে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ইনদওরে, ১৪ জানুয়ারি। বেঙ্গালুরুতে ১৭ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধে ৭টা থেকে।

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, জীতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আবেশ খান এবং মুকেশ কুমার।

আরও পড়ুন: ২২ মিনিটের বক্তৃতা, তাঁকে নিয়ে উচ্ছ্বাস, ব্রিগেডে ইঙ্গিত মীনাক্ষীই সিপিএমের ভবিষ্যতের মুখ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই-এ ভর করে চাকরির খোঁজ! পড়ুয়াদের জন্য চমক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের চাকরি খোঁজার সুবিধায় এআই বেসড জব সার্চিং টুল চালু করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জায়ান্ট স্ক্রিনে মিলবে দেশ-বিদেশের চাকরির বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের সুযোগ।

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...