Homeখেলাধুলোক্রিকেটটি-টোয়েন্টি দলে ফিরলেন বিরাট-রোহিত, কীসের ইঙ্গিত

টি-টোয়েন্টি দলে ফিরলেন বিরাট-রোহিত, কীসের ইঙ্গিত

প্রকাশিত

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করল বিসিসিআই। দলে ফিরলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ও দিকে, টি২০ বিশ্বকাপের আর বাকি মাসছয়েক। রোহিত-বিরাটের এই প্রত্যাবর্তন কীসের ইঙ্গিত দিচ্ছে?

দীর্ঘ ১৪ মাস ধরে ভারতের টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন বিরাট-রোহিত। এই দীর্ঘ সময় ধরে তরুণ খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও কেন নির্বাচকরা রোহিত শর্মা এবং বিরাট কোহলির অভাব ভরাট করতে পারেননি, তা নিয়েও প্রশ্ন উঠছে।

উল্লেখযোগ্য ভাবে, আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ দলের নেতৃত্বে ফিরলেন রোহিত। জাতীয় নির্বাচকরা রোহিত-কোহলিকে ফিরিয়ে এটা স্পষ্ট করে দিলেন যে, দুই সিনিয়র তারকা ভারতের বিশ্বকাপ ভাবনায় ভালো মতোই রয়েছেন। মনে করা হচ্ছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে তাঁদের।

যেখানে কয়েক দিন ধরেই জল্পনা চলছিল যে, টি২০ বিশ্বকাপের দলে বিরাট ও রোহিতকে একসঙ্গে রাখতে চাইছেন না নির্বাচকরা। কিন্তু দল ঘোষণার পর এটাও প্রায় স্পষ্ট হয়ে গেছে যে রোহিত শর্মাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিতে দেখা যাবে। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টপ অর্ডারের গুরুত্বপূর্ণ অংশ হবেন বিরাট কোহলি।

তবে বিশ্লেষকদের মতে, রোহিত শর্মা এবং বিরাট কোহলির টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়ার অন্যতম কারণ হল ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্স। রোহিত শর্মা শুধু দুর্দান্তভাবে দলকে পরিচালনাই করেননি তবে একজন ওপেনার হিসাবেও তাঁর পারফরম্যান্স চোখে পড়ার মতো। প্রায় প্রতিটি ম্যাচেই দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন রোহিত শর্মা।

আফগানদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি থেকে। মোহালিতে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ইনদওরে, ১৪ জানুয়ারি। বেঙ্গালুরুতে ১৭ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধে ৭টা থেকে।

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, জীতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আবেশ খান এবং মুকেশ কুমার।

আরও পড়ুন: ২২ মিনিটের বক্তৃতা, তাঁকে নিয়ে উচ্ছ্বাস, ব্রিগেডে ইঙ্গিত মীনাক্ষীই সিপিএমের ভবিষ্যতের মুখ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...