Homeখেলাধুলোক্রিকেটঅশ্বিন কি চূড়ান্ত একাদশে থাকছেন? ফাইনালের আগের দিন জবাব রোহিত শর্মার

অশ্বিন কি চূড়ান্ত একাদশে থাকছেন? ফাইনালের আগের দিন জবাব রোহিত শর্মার

প্রকাশিত

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। আগের দিন আয়োজিত সাংবাদিক বৈঠকে অনেক কথাই মিডিয়ার সামনে জানালেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। অকপটে স্বীকার করে নিলেন, টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলিতে সত্যিই ভারতীয় দল মিস করেছে দুর্দান্ত ফর্মে থাকা মোহম্মদ শামিকে। একই সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের খেলা নিয়ে জল্পনাও জিইয়ে রাখলেন।

রোহিত বলেন, এটা সত্যিই ক্রিকেটারদের কেরিয়ারের সবচেয়ে বড়ো মুহূর্ত। দলকে এখন চূড়ান্ত পারফরমেন্স করতে হবে। তাঁর কথায়, “উত্তেজিত হতে চাই না এবং খুব বেশি চাপও নিতে চাই না”

রোহিত বলেন, “বিশ্বকাপ শুরুর আগে ঠিক এই ধরনেরই ক্রিকেট খেলার পরিকল্পনা ছিল আমার। আমি জানতাম না এটা কাজ করবে কি না। সামান্য স্বাধীনতা নিয়ে আমি নিজেকে প্রকাশ করতে চেয়েছিলাম। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সময়ও আমি আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছি। সিনিয়র খেলোয়াড়রা তাই করে। আমি আমার কৌশল পরিবর্তন করেছি। সহজ ও শান্ত থাকায় বিশ্বাস করি। এটা করতে পারলে ভালো, কারণ এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমি উত্তেজিত হতে চাই না এবং খুব বেশি চাপের মধ্য়েও থাকতে চাই না। এটা শুধু আমি নই, আমাদের খেলোয়াড়ই জানে।”

ভারসাম্য বজায় রাখাকে গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করে রোহিতের মন্তব্য, একজনকে না একজনকে ভালো খেলাটা খেলতেই হবে। আগের দশ‌টা ম্যাচে এই বিশ্বাস নিয়েই এগিয়েছি। হ্যাঁ, আমি আত্মবিশ্বাসে উপর ভর করব, তবে ভারসাম্য রাখা গুরুত্বপূর্ণ।”

ফাইনালের আগে থেকেই একটি বিষয় নিয়ে জল্পনা চলছে। ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচের আগে থেকেই টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন নিয়ে নানা প্রশ্ন শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ বলছেন, রবিচন্দ্রন অশ্বিনের ফাইনাল খেলার সুযোগ থাকতে পারে। আবার অনেকের মতে, অশ্বিনের খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তেমনটা হলে সাম্প্রতিক সময়ে ভারতের অন্যতম সেরা বোলার মোহম্মদ সিরাজকে বাদ পড়তে হবে।

ফাইনালে অশ্বিনের খেলার প্রশ্নে রোহিতের জবাব, “আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নিইনি। আমরা পিচের পরিস্থিতি পর্যবেক্ষণ করব। আগামীকাল আবার দেখব। আমাদের দলের ১২-১৩ জন ঠিক হয়ে আছে। তবে আমরা আগে দেখব আমাদের শক্তি কতটা। আমরা আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

বলে রাখা ভালো, এ বারের বিশ্বকাপে টিম ইন্ডিয়া চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেছিল। সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনও গিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অশ্বিন পুরো ১০ ওভার বল করেছিলেন এবং এক উইকেট শিকার করেছিলেন।

আরও পড়ুন: ৪০ নয়, উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে ৪১ শ্রমিক! পাহাড় ফাটার শব্দে নতুন করে আতঙ্ক

সাম্প্রতিকতম

আন্তর্জাতিক মাস্টার্স লিগে অধিনায়ক সচিন তেন্ডুলকর ও কুমার সঙ্গকারা

প্রথম বারের মতো আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক মাস্টার্স লিগ (IML)। এই প্রতিযোগিতায় অংশ নিতে...

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি: সিবিআইয়ের তালিকায় নাম দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষেরও

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া মোড়। সিবিআইয়ের হাতে এসেছে একটি তালিকা, যেখানে নাম রয়েছে...

ট্রাম্পের ‘পারস্পরিক শুল্ক’ আরোপের ফলে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত, কী ভাবে

এখন থেকে যুক্তরাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক অংশীদারদের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হবে। সম্প্রতি এই...

সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে জলদস্যুদের হামলার শিকার দুই মৎস্যজীবী

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে জলদস্যুদের হামলার শিকার হলেন দুই...

আরও পড়ুন

আন্তর্জাতিক মাস্টার্স লিগে অধিনায়ক সচিন তেন্ডুলকর ও কুমার সঙ্গকারা

প্রথম বারের মতো আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক মাস্টার্স লিগ (IML)। এই প্রতিযোগিতায় অংশ নিতে...

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: উদ্বোধনী অনুষ্ঠান, সময়, ভেন্যু ও পারফর্মারদের তালিকা প্রকাশ

প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। এবারের আয়োজক...

বিলি বাউডেন ও সাইমন টফেল আবারও আম্পায়ারিংয়ে ফিরছেন

আন্তর্জাতিক মাস্টার্স লিগে আম্পায়ার হিসেবে ফিরছেন বিলি বাউডেন ও সাইমন টফেল। তাঁরা গুণ্ডাপ্পা বিশ্বনাথের...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে