Homeখেলাধুলোফুটবলতিন বছরে দু’ বার আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান, মুখোমুখি বেঙ্গালুরুর

তিন বছরে দু’ বার আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান, মুখোমুখি বেঙ্গালুরুর

প্রকাশিত

এটিকে মোহনবাগান ০, ৪ (পেত্রাতোস, গালেগো, মনবীর, প্রীতম) হায়দরাবাদ এফসি ০, ৩ (ভিক্টর, রোহিত, রেগান)

কলকাতা: গত বারের হারের বদলা নিল এটিকে মোহনবাগান। হায়দরাবাদ এফসিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে পৌঁছে গেল তারা। গত বার এই হায়দরাবাদের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল এটিকে মোহনবাগান।

এটিকে-র সঙ্গে মোহনবাগান যুক্ত হওয়ার পরে এই নিয়ে দ্বিতীয় বার আইএসএল ফাইনালে। ২০২০-২১ সালে দু’টি দল যুক্ত হয়। সে বারই ফাইনালে ওঠে এটিকে মোহনবাগান। এক বছর বাদ দিয়ে ২০২২-২৩ আইএসএল ফাইনালেও উঠল তারা। ফাইনালে তারা খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে। আগামী ১৮ মার্চ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ওই ম্যাচ অনুষ্ঠিত হবে।

সোমবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে গোলশূন্য থাকে। এর আগে গত বুধবার হায়দরাবাদে আয়োজিত প্রথম লেগের ম্যাচও গোলশূন্য ছিল।

পেনাল্টি শ্যুটআউটে ৪-৩  

দুই লেগ মিলিয়ে সামগ্রিক ফল ০-০ থাকায় টাইব্রেকারে যায় ম্যাচ। শেষ পর্যন্ত এ দিন পেনাল্টি শ্যুটআউটে এটিকে মোহনবাগান ৪-৩ গোলে হারায় হায়দরাবাদকে।

পেনাল্টি শ্যুটআউটে এটিকে মোহনবাগানের হয়ে গোল করেন দিমিত্রি পেত্রাতোস, ফেডেরিকো গালেগো, মনবীর সিং ও প্রীতম কোটাল। আর হায়দরাবাদের হয়ে গোল করেন জোয়াও ভিক্টর, রোহিত দানু এবং রেগান সিং।

হায়দরাবাদের জাভিয়ের সিভেরিওর শট দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেন এটিকে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। হায়দরাবাদের বার্থোলমিউ ওগবেচের এটিকে মোহনবাগানের পোস্টে লেগে ব্যর্থ হয়। আর এটিকে মোহনবাগানের ব্রেন্ডান হামিলের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

আক্রমণাত্মক এটিকে মোহনবাগান

সোমবারের ম্যাচ আগাগোড়াই একপেশে ছিল বলা যায়। হায়দরাবাদের চেয়ে এটিকে মোহনবাগানের আক্রমণের ধার অনেক বেশি ছিল। ফলে তারা গোল করার সুযোগও অনেক বেশি পেয়েছিল।

ম্যাচের ২২ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। মনবীর সিংয়ের বাঁ পায়ের শট হায়দরাবাদের গোলকিপার গুরমিত সিংকে পরাস্ত করে ক্রসবারে লেগে বেরিয়ে যায়।

এটিকে মোহনবাগান আক্রমণে আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে হায়দরাবাদকে। ৫৭ মিনিটে আবার গোল করার সুযোগ আসে এটিকে মোহনবাগানের সামনে। আশিস রাইয়ের কাছ থেকে ক্রস পেয়ে হুগো বৌমৌস যে শট নেন তা দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেন গুরমিত। এর পরেও গোলের সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।

এই নিয়ে পাঁচ বার

উল্লেখ্য, ২০১৪ সালে আইএসএল শুরু হওয়ার পর থেকে ২০২২-২৩ হল এই টুর্নামেন্টের নবম বর্ষ। এই ন’ বছরে এটিকে পাঁচ বার ফাইনালে গেল। ২০১৪, ২০১৬ এবং ২০১৯-২০-তে এটিকে নামে। তার পর ২০২০-২১ এবং ২০২২-২৩-এ এটিকে মোহনবাগান নাম।

আরও পড়ুন

ভারতের অস্কার জয়: সেরা মৌলিক গান ‘নাটু নাটু’, সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার

ফাইনাল ম্যাচে ছোট ইনিংস হলেও রিচা ঘোষ যা করে দেখালেন, তা ভারতের ক্রিকেট ইতিহাসে...

ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ভারত: ২৯৮-৭ (শেফালি বর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মন্ধানা ৪৫, আয়াবোঙ্গা খাকা ৩-৫৮) দক্ষিণ...

অর্শদীপের বল আর ওয়াশিংটনের ব্যাটের জোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে সমতা ফেরালেন সূর্যেরা

অস্ট্রেলিয়া: ১৮৬-৬ (টিম ডেভিড ৭৪, মার্কাস স্টয়নিস ৬৪, অর্শদীপ সিংহ ৩-৩৫, বরুণ চক্রবর্তী ২-৩৩) ভারত:...

আরও পড়ুন

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...