Homeখেলাধুলোফুটবলসন্তোষ ট্রফি: রবি হাঁসদার গোলে কেরলকে হারিয়ে আবার ভারত চ্যাম্পিয়ন বাংলা

সন্তোষ ট্রফি: রবি হাঁসদার গোলে কেরলকে হারিয়ে আবার ভারত চ্যাম্পিয়ন বাংলা

প্রকাশিত

হায়দরাবাদ: বছরের শেষ দিনে একটা বড়ো সুখবর এল বাংলার ঘরে। ছ’ বছর পরে ফুটবলে ফের ভারতসেরা হল বাংলা। ২০১৬-১৭-এর পর আবার ফুটবল চ্যাম্পিয়ন হল বাংলা। এই নিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফি জিতল বাংলা।

মঙ্গলবার হায়দরাবাদের গাছিবাউলি স্টেডিয়ামে আয়োজিত ফাইনালের ম্যাচে কেরলকে ১-০ গোলে হারাল সঞ্জয় সেনের দল। বাংলার হয়ে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করেন রবি হাঁসদা।

এটা ছিল সন্তোষ ট্রফির ৭৮তম সংস্করণ। এর মধ্যে ৪৭ বারই ফাইনালে খেলল বাংলা। আর ৪৭ বারের মধ্যে ৩৩ বার ট্রফি আনল ঘরে। কিন্তু মঙ্গলবারের জয়ে আরও একটা মাত্রা আছে। একদিক থেকে কেরলের বিরুদ্ধে প্রতিশোধও নিল বাংলা। ২০১৭-১৮ এবং ২০২১-২২ মরসুমে সন্তোষ ট্রফি ফাইনালে কেরলের কাছেই হেরে গিয়েছিল বাংলা। দু’বারই টাইব্রেকারে জিতে যায় কেরল। এ বার সেই কেরলকে হারিয়েই সন্তোষ ট্রফি ঘরে তুলল বাংলা।

সন্তোষ ট্রফিজয়ী বাংলা দল। ছবি সৌজন্যে এআইএফএফ।

বাংলার এই জয়ে কৃতিত্ব কিছু কম নয় কোচ সঞ্জয় সেনের। প্রতিপক্ষ কেরল খুবী শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে আগে ঘর সামলানো। তার পর আক্রমণে। এ ভাবেই প্রতি-আক্রমণে ভরসা করে খেলা চালিয়ে যায় বাংলা। ক্রমশ মাঝমাঠের দখল নেয় তারা। আর বলের নিয়ন্ত্রণও বাংলার পায়ে বেশিক্ষণ ছিল। তবে কোনো দলই গোল করার তেমন সুযোগ পায়নি। ফলে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। 

দ্বিতীয়ার্ধেও প্রায় একই অবস্থা। কেরলের উপর বাংলার চাপ বেশি থাকলেও কাজের কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত খেলা গড়াল অতিরিক্ত সময়ে। আর সেই অতিরিক্ত সময়ের চার মিনিটে বাজিমাত করল বাংলা। বাঁদিক থেকে বল পেয়ে বাংলার স্ট্রাইকার মনোতোষ মাজি হেড করে কেরলের বক্সে পাঠিয়ে দেন। কেরলের ডিফেন্ডার আদিল অমল বল ধরতে ব্যর্থ হন। কেরলের গোল থেকে কয়েক গজ দূরে যেন ওত পেতে বসেছিলেন রবি হাঁসদা। জোরালো শটে পরাস্ত করেন কেরলের গোলকিপারকে। এর পর আর কেরলের কিছু করার ছিল না। উল্লাসে ফেটে পড়ে বাংলার বেঞ্চ। লাফিয়ে উঠে নিজের জামা খুলে উচ্ছ্বাস প্রকাশ করেন রবি। তাতে তাঁকে হলুদ কার্ড দেখতে হয়। তাতে কি আর যায় আসে?

এ দিনের গোল নিয়ে এ বারের সন্তোষ ট্রফিতে ১২টা গোল করলেন রবি। পেলেন দুটি পুরস্কার – ‘তুলসীদাস বলরাম প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার’ এবং ‘পিটার থঙ্গরাজ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার’।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।