Homeখেলাধুলোফুটবলএশিয়াড ফুটবল: প্রথমার্ধে লড়াই চালিয়েও চিনের কাছে ১-৫ গোলে হেরে গেল ভারত

এশিয়াড ফুটবল: প্রথমার্ধে লড়াই চালিয়েও চিনের কাছে ১-৫ গোলে হেরে গেল ভারত

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

চিন: ৫ (গাও তিয়ানাই, দাই ওয়াইজুন, তাও কিয়াংলং ২, ফ্যাং হাও) ভারত: ১ (রাহুল কেপি)

হ্যাংঝাও (চিন): প্রথমার্ধে দুর্দান্ত খেলে ঘরের মাঠে চিনকে ঠেকিয়ে রাখার পর দ্বিতীয়ার্ধে আত্মসমর্পণ করল তারা। এশিয়ান গেমস ফুটবলে গ্রুপ ‘এ’ প্রথম খেলায় চিনের কাছে ভারত ১-৫ গোলে হারল। প্রথমার্ধে ফল ছিল ১-১। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও চারটি গোল করে বাজিমাত করে।   

ভারতীয় ফুটবল দল গত রাতেই হ্যাংঝাও বিমানবন্দরে নেমে আজ মঙ্গলবার হুয়াংলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে খেলতে নামে। চিনে পৌঁছে বিন্দুমাত্র অনুশীলন করার সময় পায়নি। এমনকি এশিয়াড খেলতে আসার আগেও কোনো প্র্যাকটিস সেশন হয়নি। তার ওপর বিমানযাত্রার ক্লান্তি। সব মিলিয়ে ফল যা হওয়ার তা-ই হয়েছে।

শুধু একটাই চিন্তা, গোলের পার্থক্য। প্রথম খেলাতেই চার গোলে পিছিয়ে থাকল ভারত। প্রধান কোচ ইগর স্টিম্যাক ও তাঁর ছাত্ররা প্রি-কোয়ার্টারে পৌঁছোনোর যে আশা করছেন, সেই আশার পথে এই গোল-পার্থক্যই না বাধা হয়ে দাঁড়ায়! ভারতের গ্রুপে চিন ছাড়া রয়েছে বাংলাদেশ ও মায়ানমার।

প্রথমার্ধে ভারতের ভালো লড়াই

ম্যাচের প্রথম ১৬ মিনিট সমানে সমানে খেলা চলে। শেষ পর্যন্ত ম্যাচের ১৬ মিনিটে চিনের গাও তিয়ানাই অচলাবস্থা ভাঙেন। চিন কর্নার পেয়েছিল। ভারতের পেনাল্টি বক্সের ঠিক ৬ গজ বাইরে অরক্ষিত অবস্থায় ছিলেন গাও তিয়ানাই, কর্নার কিক থেকে বল তাঁর কাছে চলে আসে। তিনি যে শট নেন তা ঝাঁপিয়ে পড়ে বাঁচানোর চেষ্টা করেন গুরমিত সিং। কিন্তু তিনি ব্যর্থ হন।

গোল খেয়ে ভারত আপ্রাণ চেষ্টা চালাতে থাকে ম্যাচে সমতা আনার। ফলও পেয়ে যায় তারা প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। চিনের বক্সের দিকে ছুটে গিয়ে বল পেয়ে যান রাহুল কেপি। বক্সের মধ্যে থাকা কাউকে বল পাশ করার চেষ্টা করেন। কিন্তু কেউ ছিলেন না। শেষ পর্যন্ত দুরূহ কোণ থেকে নিজেই চিনের গোল লক্ষ্য করে শট নেন। গোলকিপার চেষ্টা করলেও বাঁচাতে পারেননি। প্রথমার্ধে ফল দাঁড়ায় ১-১।

একপেশে খেলা দ্বিতীয়ার্ধে

ভারতের ফুটবলারদের খেলায় ক্লান্তি চোখে পড়ে। তারই সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধে একতরফা খেলে যায় চিন এবং ৪টি গোলও পেয়ে যায়। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ৬ মিনিটের মধ্যেই এগিয়ে যায় চিন। ভারতের বক্সের বাইরে বল পেয়ে যান দাই ওয়াইজুন। সেখান থেকে গোল লক্ষ্য করে শট নন এবং বল লক্ষ্যভ্রষ্ট হয়নি।

চিনের তৃতীয় ও চতুর্থ গোল করেন তাও কিয়াংলং। ম্যাচের ৭৫ মিনিটে চিন এগিয়ে যায় ৪-১ গোলে। চিনের পক্ষে চূড়ান্ত গোলটি হয় ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে। ফ্যাং হাও গোল করে দলকে ৫-১ গোলে এগিয়ে দেন।

ক্ষুব্ধ অধিনায়ক, প্রধান কোচ

চিনে আয়োজিত এশিয়ান গেমস ফুটবলের আসরে চিনের বিরুদ্ধে ভারতীয় দল বিনা অনুশীলনে খেলতে নামল। কোনো প্রস্তুতি ছাড়াই ভারতীয় ফুটবল দল এশিয়াডে খেলতে এসেছে। দলে নেতৃত্বে দিচ্ছেন সুনীল ছেত্রী। সেই অর্থে সুনীল ছাড়া অভিজ্ঞ খেলোয়াড় বলতে যা বোঝায় তেমন কেউ দলে নেই। প্রথম ধাপে যে দল ঘোষণা করা হয়েছিল তাতে কোনো নামি খেলোয়াড় ছিলেন না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অধিনায়ক স্বয়ং। পরে সন্দেশ জিংঘালকে দলে নেওয়া হয়। 

ম্যাচের আগে কোচ ইগর স্টিম্যাক ক্ষোভ প্রকাশ করে বলেন, আইএসএল খেলা ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের ছাড়েন না। এরা দেশের কথা ভাবে না ক্লাবের জন্যই শুধু ভাবেন। এর ওপর সোমবার রাতে চিনে এসে পৌঁছেছে দল। বিশ্রাম পাননি ফুটবলাররা। তা হলে কী ভাবে ভালো ফল আশা করা যাবে?

সাম্প্রতিকতম

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।

খালি পেটে নয়! গ্রিন টি কখন খাবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

খালি পেটে গ্রিন টি খেলে হতে পারে অ্যাসিডিটি, হজমের সমস্যা, অনিদ্রা। কখন ও কীভাবে গ্রিন টি খাবেন, দিনে কতবার খাবেন—জানুন বিশদে।

আরও পড়ুন

১৩৪তম ডুরান্ড কাপ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রতিযোগিতা শুরু হবে ২৩ জুলাই

সঞ্জয় হাজরা শুক্রবার নয়াদিল্লিতে ১৩৪তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপের সূচনা হল। এশিয়ার প্রাচীনতম ও ভারতের...

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

ফেডারেশনের পুরস্কারে বাংলার জয়জয়কার, বর্ষসেরা শুভাশিস, সেরা গোলকিপার বিশাল, সম্মান পেলেন আরও অনেকে

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন মোহনবাগানের শুভাশিস বসু। সেরা গোলকিপারের সম্মান পেলেন বিশাল কাইথ। মহিলাদের বিভাগেও ইস্টবেঙ্গলের সৌম্যা গুগুলথ পেলেন স্বীকৃতি।