Homeখেলাধুলোফুটবলএশিয়াড ফুটবল: প্রথমার্ধে লড়াই চালিয়েও চিনের কাছে ১-৫ গোলে হেরে গেল ভারত

এশিয়াড ফুটবল: প্রথমার্ধে লড়াই চালিয়েও চিনের কাছে ১-৫ গোলে হেরে গেল ভারত

প্রকাশিত

চিন: ৫ (গাও তিয়ানাই, দাই ওয়াইজুন, তাও কিয়াংলং ২, ফ্যাং হাও) ভারত: ১ (রাহুল কেপি)

হ্যাংঝাও (চিন): প্রথমার্ধে দুর্দান্ত খেলে ঘরের মাঠে চিনকে ঠেকিয়ে রাখার পর দ্বিতীয়ার্ধে আত্মসমর্পণ করল তারা। এশিয়ান গেমস ফুটবলে গ্রুপ ‘এ’ প্রথম খেলায় চিনের কাছে ভারত ১-৫ গোলে হারল। প্রথমার্ধে ফল ছিল ১-১। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও চারটি গোল করে বাজিমাত করে।   

ভারতীয় ফুটবল দল গত রাতেই হ্যাংঝাও বিমানবন্দরে নেমে আজ মঙ্গলবার হুয়াংলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে খেলতে নামে। চিনে পৌঁছে বিন্দুমাত্র অনুশীলন করার সময় পায়নি। এমনকি এশিয়াড খেলতে আসার আগেও কোনো প্র্যাকটিস সেশন হয়নি। তার ওপর বিমানযাত্রার ক্লান্তি। সব মিলিয়ে ফল যা হওয়ার তা-ই হয়েছে।

শুধু একটাই চিন্তা, গোলের পার্থক্য। প্রথম খেলাতেই চার গোলে পিছিয়ে থাকল ভারত। প্রধান কোচ ইগর স্টিম্যাক ও তাঁর ছাত্ররা প্রি-কোয়ার্টারে পৌঁছোনোর যে আশা করছেন, সেই আশার পথে এই গোল-পার্থক্যই না বাধা হয়ে দাঁড়ায়! ভারতের গ্রুপে চিন ছাড়া রয়েছে বাংলাদেশ ও মায়ানমার।

প্রথমার্ধে ভারতের ভালো লড়াই

ম্যাচের প্রথম ১৬ মিনিট সমানে সমানে খেলা চলে। শেষ পর্যন্ত ম্যাচের ১৬ মিনিটে চিনের গাও তিয়ানাই অচলাবস্থা ভাঙেন। চিন কর্নার পেয়েছিল। ভারতের পেনাল্টি বক্সের ঠিক ৬ গজ বাইরে অরক্ষিত অবস্থায় ছিলেন গাও তিয়ানাই, কর্নার কিক থেকে বল তাঁর কাছে চলে আসে। তিনি যে শট নেন তা ঝাঁপিয়ে পড়ে বাঁচানোর চেষ্টা করেন গুরমিত সিং। কিন্তু তিনি ব্যর্থ হন।

গোল খেয়ে ভারত আপ্রাণ চেষ্টা চালাতে থাকে ম্যাচে সমতা আনার। ফলও পেয়ে যায় তারা প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। চিনের বক্সের দিকে ছুটে গিয়ে বল পেয়ে যান রাহুল কেপি। বক্সের মধ্যে থাকা কাউকে বল পাশ করার চেষ্টা করেন। কিন্তু কেউ ছিলেন না। শেষ পর্যন্ত দুরূহ কোণ থেকে নিজেই চিনের গোল লক্ষ্য করে শট নেন। গোলকিপার চেষ্টা করলেও বাঁচাতে পারেননি। প্রথমার্ধে ফল দাঁড়ায় ১-১।

একপেশে খেলা দ্বিতীয়ার্ধে

ভারতের ফুটবলারদের খেলায় ক্লান্তি চোখে পড়ে। তারই সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধে একতরফা খেলে যায় চিন এবং ৪টি গোলও পেয়ে যায়। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ৬ মিনিটের মধ্যেই এগিয়ে যায় চিন। ভারতের বক্সের বাইরে বল পেয়ে যান দাই ওয়াইজুন। সেখান থেকে গোল লক্ষ্য করে শট নন এবং বল লক্ষ্যভ্রষ্ট হয়নি।

চিনের তৃতীয় ও চতুর্থ গোল করেন তাও কিয়াংলং। ম্যাচের ৭৫ মিনিটে চিন এগিয়ে যায় ৪-১ গোলে। চিনের পক্ষে চূড়ান্ত গোলটি হয় ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে। ফ্যাং হাও গোল করে দলকে ৫-১ গোলে এগিয়ে দেন।

ক্ষুব্ধ অধিনায়ক, প্রধান কোচ

চিনে আয়োজিত এশিয়ান গেমস ফুটবলের আসরে চিনের বিরুদ্ধে ভারতীয় দল বিনা অনুশীলনে খেলতে নামল। কোনো প্রস্তুতি ছাড়াই ভারতীয় ফুটবল দল এশিয়াডে খেলতে এসেছে। দলে নেতৃত্বে দিচ্ছেন সুনীল ছেত্রী। সেই অর্থে সুনীল ছাড়া অভিজ্ঞ খেলোয়াড় বলতে যা বোঝায় তেমন কেউ দলে নেই। প্রথম ধাপে যে দল ঘোষণা করা হয়েছিল তাতে কোনো নামি খেলোয়াড় ছিলেন না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অধিনায়ক স্বয়ং। পরে সন্দেশ জিংঘালকে দলে নেওয়া হয়। 

ম্যাচের আগে কোচ ইগর স্টিম্যাক ক্ষোভ প্রকাশ করে বলেন, আইএসএল খেলা ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের ছাড়েন না। এরা দেশের কথা ভাবে না ক্লাবের জন্যই শুধু ভাবেন। এর ওপর সোমবার রাতে চিনে এসে পৌঁছেছে দল। বিশ্রাম পাননি ফুটবলাররা। তা হলে কী ভাবে ভালো ফল আশা করা যাবে?

সাম্প্রতিকতম

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অস্বস্তিতে রাজ্য সরকার, এ বার কি সংকট ডেকে নিয়ে আসবে পুলিশ?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সামাল দিচ্ছে পুলিশ। ছবি: রাজীব বসু একদিকে যেখানে জুনিয়র ডাক্তারদের...

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

আইএসএল: একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে মুম্বইয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিল মোহনবাগান

মোহনবাগান: ২ (তিরি – আত্মঘাতী, আলবের্তো রদরিগুয়েজ) মুম্বই সিটি এফসি: ২ (তিরি, থায়ের ক্রৌমা)   খবর...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

ডুরান্ড কাপ ২০২৪: গুরমিতের হাতের গুণে টাইব্রেকারে মোহনবাগানকে হারিয়ে ট্রফি জিতে নিল নর্থইস্ট ইউনাইটেড

মোহনবাগান এসজি: ২ (কামিংস, সাহাল)নর্থইস্ট ইউনাইটেড: ২ (আজারাই, গিলেরমো)(টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী নর্থইস্ট) কলকাতা: বারবার...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?