Homeখেলাধুলোফুটবলকলকাতা লিগ: বিষ্ণু ও মহীতোষের হ্যাটট্রিক, খিদিরপুরকে ১০ গোল দিল ইস্টবেঙ্গল

কলকাতা লিগ: বিষ্ণু ও মহীতোষের হ্যাটট্রিক, খিদিরপুরকে ১০ গোল দিল ইস্টবেঙ্গল

প্রকাশিত

ইস্টবেঙ্গল এসসি: ১০ (বিষ্ণু হ্যাটট্রিক-সহ ৪, মহীতোষ হ্যাটট্রিক-সহ ৩, সুহের ২, জেসিন টিকে ১) খিদিরপুর এসসি: ১ (প্রদীপ পাল)

কলকাতা: ফুটবল ম্যাচে ইস্টবেঙ্গল শেষ ১০ গোল করেছিল ৫১ বছর আগে, ১৯৭২ সালে। ডুরান্ড কাপের খেলায় তারা ১০-০ গোলে হারিয়েছিল বি বি স্টারকে। আর কলকাতা লিগে শেষ ১০ গোল করেছিল ৭৪ বছর আগে।

কলকাতা লিগে দু’ বারই ১০ গোল দিয়েছিল ইস্টবেঙ্গল। ১৯৪৩ সালের ১০ জুন ডালহৌসিকে ১০-০ গোলে হারিয়েছিল তারা। এর ছ’ বছর পর ১৯৪৯ সালের ২৮ জুন ক্যালকাটা গ্যারিসনকে ১০-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। কলকাতা লিগে ৭৪ বছর পর ইস্টবেঙ্গল প্রতিপক্ষ দলকে ১০ গোল দিল। তবে এই ১০ গোল দেওয়ার পথে তারা ১ গোল হজম করল।

মঙ্গলবার কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সের খেলায় ইস্টবেঙ্গল ১০-১ গোলে হারাল খিদিরপুর স্পোর্টিং ক্লাবকে। বিষ্ণু পিভি আর মহীতোষ রায়ের হ্যাটট্রিকের সুবাদে ইস্টবেঙ্গলের এই ১০ গোল খিদিরপুরের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে একই ম্যাচে দু’জনের হ্যাটট্রিক ৩৪ বছর পর ঘটল। এর আগে একই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন চিমা ও কুলজিৎ।

প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল      

প্রথমার্ধে খেলা শুরু হওয়ার ৪ মিনিটের মধ্যেই ফ্রি-কিক পায় ইস্টবেঙ্গল। সেই ফ্রি-কিক থেকে গোল করেন বিষ্ণু। বল খিদিরপুরের গোলরক্ষকের হাতে লেগেছিল। কিন্তু তিনি তা ধরে রাখতে পারেননি। ম্যাচের ১০ মিনিটে আবার বিষ্ণুর গোল। প্রতিপক্ষের ডিফেন্সের ভুলের ফায়দা তুলল ইস্টবেঙ্গল।

খিদিরপুর যে বেশ চাপে পড়ে গিয়েছে তা তাদের খেলা দেখেই বোঝা যাচ্ছিল। দলের এবং বিষ্ণুর তৃতীয় গোল এল ম্যাচের ৩৬ মিনিটে। খিদিরপুর আবার গোল খেল তাদের ডিফেন্সের ভুলে। ২ মিনিট পরেই ইস্টবেঙ্গল আবার গোল পেল। এ বার গোলদাতা মহীতোষ। ম্যাচ বিরতির দিকে গড়িয়ে যাওয়ার মুখে গোলরক্ষকের ভুলে ব্যবধান কমাল খিদিরপুর। প্রদীপ পাল গোল করে খিদিরপুরের মুখ কিছুটা বাঁচালেন।

এর পর ৪ মিনিটে ব্যবধানে আরও ২টি গোল করল ইস্টবেঙ্গল। ম্যাচের ৪৪ মিনিটে মহীতোষ আবার গোল করলেন। ৩ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি। তার মধ্যেই ফ্রি-কিক থেকে ফের গোল করে হ্যাটট্রিক করলেন মহীতোষ। প্রথমার্ধে ম্যাচের ফল দাঁড়াল ৬-১।

দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল

দ্বিতীয়ার্ধে খিদিরপুরকে পরানো গোলের মালার দৈর্ঘ্য ক্রমশ বাড়তে লাগল। ম্যাচের ৫১ মিনিটে আবার গোল পেয়ে গেলেন বিষ্ণু। এই নিয়ে ৪টি গোল হল তাঁর। খিদিরপুরের ডিফেন্সের যেন গা-ছাড়া মনোভাব। ৭-১ গোলে এগিয়ে গেল লাল-হলুদ বাহিনী।

৩ মিনিট পরে আবার গোল। এ বার ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন জেসিন টিকে। তবে এই গোলের পিছনেও বিষ্ণুর অবদান রয়েছে। গোলরক্ষক বদল করল খিদিরপুর। কিন্তু তাতে কিছু লাভ হল না। ৪ মিনিট পরে আবার গোল করল ইস্টবেঙ্গল। এ বার গোল করলেন সুহের। এ বারের কলকাতা লিগে সর্বোচ্চ গোল এক ম্যাচে।

৫৬ মিনিটে ৯টি গোল করে ফেলেছে ইস্টবেঙ্গল। তাই স্বাভাবিক ভাবেই তাঁরা উৎসাহ ক্রমশ হারিয়ে ফেলছিলেন। কিছুটা ডিফেন্সিভ মেজাজে চলে যান বিনো জর্জের ছেলেরা। তাও আবার গোল হল। ম্যাচের শেষ গোল এল ৮০ মিনিটে। গোলদাতা সুহের। ১ মিনিট অতিরিক্ত সময় নিয়ে ম্যাচের বাকি ১১ মিনিট আর বলার মতো কিছু ঘটেনি।  

আরও পড়ুন

কলকাতা লিগ: প্রথম পর্বে হারের বদলা, ডায়মন্ডহারবারকে হারিয়ে লক্ষ্যের আরও কাছে মহামেডান

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

কলকাতা ফুটবল লিগ: কলকাতা পুলিশকে আধ ডজন গোলে হারিয়ে গ্রুপ বি-র শীর্ষে ইস্টবেঙ্গল

ইমামি ইস্টবেঙ্গল: ৬ (সায়ন, বিষ্ণু, শ্যামল, জেসিন ২, আমন) ...

কোপা আমেরিকা ২০২৪: অতিরিক্ত সময়ের গোলে চ্যাম্পিয়ন আর্জেন্তিনা, ইতিহাস সৃষ্টি করলেন মেসি

আর্জেন্তিনা: ১ (লাউতারো মার্তিনেজ) কোলোম্বিয়া: ০ খবর অনলাইন ডেস্ক:...

ইউরো কাপ ২০২৪: ইংল্যান্ড ২-১ গোলে পরাজিত, চারবার ইউরো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করল স্পেন  

স্পেন: ২ (নিকো উইলিয়ামস, মিকেল ওয়ারজাবাল) ইংল্যান্ড: ১ (কোলে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?