Homeখেলাধুলোফুটবলকলকাতা লিগ: বিষ্ণু ও মহীতোষের হ্যাটট্রিক, খিদিরপুরকে ১০ গোল দিল ইস্টবেঙ্গল

কলকাতা লিগ: বিষ্ণু ও মহীতোষের হ্যাটট্রিক, খিদিরপুরকে ১০ গোল দিল ইস্টবেঙ্গল

প্রকাশিত

ইস্টবেঙ্গল এসসি: ১০ (বিষ্ণু হ্যাটট্রিক-সহ ৪, মহীতোষ হ্যাটট্রিক-সহ ৩, সুহের ২, জেসিন টিকে ১) খিদিরপুর এসসি: ১ (প্রদীপ পাল)

কলকাতা: ফুটবল ম্যাচে ইস্টবেঙ্গল শেষ ১০ গোল করেছিল ৫১ বছর আগে, ১৯৭২ সালে। ডুরান্ড কাপের খেলায় তারা ১০-০ গোলে হারিয়েছিল বি বি স্টারকে। আর কলকাতা লিগে শেষ ১০ গোল করেছিল ৭৪ বছর আগে।

কলকাতা লিগে দু’ বারই ১০ গোল দিয়েছিল ইস্টবেঙ্গল। ১৯৪৩ সালের ১০ জুন ডালহৌসিকে ১০-০ গোলে হারিয়েছিল তারা। এর ছ’ বছর পর ১৯৪৯ সালের ২৮ জুন ক্যালকাটা গ্যারিসনকে ১০-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। কলকাতা লিগে ৭৪ বছর পর ইস্টবেঙ্গল প্রতিপক্ষ দলকে ১০ গোল দিল। তবে এই ১০ গোল দেওয়ার পথে তারা ১ গোল হজম করল।

মঙ্গলবার কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সের খেলায় ইস্টবেঙ্গল ১০-১ গোলে হারাল খিদিরপুর স্পোর্টিং ক্লাবকে। বিষ্ণু পিভি আর মহীতোষ রায়ের হ্যাটট্রিকের সুবাদে ইস্টবেঙ্গলের এই ১০ গোল খিদিরপুরের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে একই ম্যাচে দু’জনের হ্যাটট্রিক ৩৪ বছর পর ঘটল। এর আগে একই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন চিমা ও কুলজিৎ।

প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল      

প্রথমার্ধে খেলা শুরু হওয়ার ৪ মিনিটের মধ্যেই ফ্রি-কিক পায় ইস্টবেঙ্গল। সেই ফ্রি-কিক থেকে গোল করেন বিষ্ণু। বল খিদিরপুরের গোলরক্ষকের হাতে লেগেছিল। কিন্তু তিনি তা ধরে রাখতে পারেননি। ম্যাচের ১০ মিনিটে আবার বিষ্ণুর গোল। প্রতিপক্ষের ডিফেন্সের ভুলের ফায়দা তুলল ইস্টবেঙ্গল।

খিদিরপুর যে বেশ চাপে পড়ে গিয়েছে তা তাদের খেলা দেখেই বোঝা যাচ্ছিল। দলের এবং বিষ্ণুর তৃতীয় গোল এল ম্যাচের ৩৬ মিনিটে। খিদিরপুর আবার গোল খেল তাদের ডিফেন্সের ভুলে। ২ মিনিট পরেই ইস্টবেঙ্গল আবার গোল পেল। এ বার গোলদাতা মহীতোষ। ম্যাচ বিরতির দিকে গড়িয়ে যাওয়ার মুখে গোলরক্ষকের ভুলে ব্যবধান কমাল খিদিরপুর। প্রদীপ পাল গোল করে খিদিরপুরের মুখ কিছুটা বাঁচালেন।

এর পর ৪ মিনিটে ব্যবধানে আরও ২টি গোল করল ইস্টবেঙ্গল। ম্যাচের ৪৪ মিনিটে মহীতোষ আবার গোল করলেন। ৩ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি। তার মধ্যেই ফ্রি-কিক থেকে ফের গোল করে হ্যাটট্রিক করলেন মহীতোষ। প্রথমার্ধে ম্যাচের ফল দাঁড়াল ৬-১।

দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল

দ্বিতীয়ার্ধে খিদিরপুরকে পরানো গোলের মালার দৈর্ঘ্য ক্রমশ বাড়তে লাগল। ম্যাচের ৫১ মিনিটে আবার গোল পেয়ে গেলেন বিষ্ণু। এই নিয়ে ৪টি গোল হল তাঁর। খিদিরপুরের ডিফেন্সের যেন গা-ছাড়া মনোভাব। ৭-১ গোলে এগিয়ে গেল লাল-হলুদ বাহিনী।

৩ মিনিট পরে আবার গোল। এ বার ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন জেসিন টিকে। তবে এই গোলের পিছনেও বিষ্ণুর অবদান রয়েছে। গোলরক্ষক বদল করল খিদিরপুর। কিন্তু তাতে কিছু লাভ হল না। ৪ মিনিট পরে আবার গোল করল ইস্টবেঙ্গল। এ বার গোল করলেন সুহের। এ বারের কলকাতা লিগে সর্বোচ্চ গোল এক ম্যাচে।

৫৬ মিনিটে ৯টি গোল করে ফেলেছে ইস্টবেঙ্গল। তাই স্বাভাবিক ভাবেই তাঁরা উৎসাহ ক্রমশ হারিয়ে ফেলছিলেন। কিছুটা ডিফেন্সিভ মেজাজে চলে যান বিনো জর্জের ছেলেরা। তাও আবার গোল হল। ম্যাচের শেষ গোল এল ৮০ মিনিটে। গোলদাতা সুহের। ১ মিনিট অতিরিক্ত সময় নিয়ে ম্যাচের বাকি ১১ মিনিট আর বলার মতো কিছু ঘটেনি।  

আরও পড়ুন

কলকাতা লিগ: প্রথম পর্বে হারের বদলা, ডায়মন্ডহারবারকে হারিয়ে লক্ষ্যের আরও কাছে মহামেডান

সাম্প্রতিকতম

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

১৬ জিবি পর্যন্ত RAM ও এআই ফিচারযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল TECNO

TECNO POVA 6 Neo 5G ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। 8GB RAM+256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল ১৩,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য লাইভ টিভি অ্যাপ আনল বিএসএনএল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন লাইভ টিভি অ্যাপ আনল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এর মধ্যেই...

আরও পড়ুন

আইএসএল: একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে মুম্বইয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিল মোহনবাগান

মোহনবাগান: ২ (তিরি – আত্মঘাতী, আলবের্তো রদরিগুয়েজ) মুম্বই সিটি এফসি: ২ (তিরি, থায়ের ক্রৌমা)   খবর...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

ডুরান্ড কাপ ২০২৪: গুরমিতের হাতের গুণে টাইব্রেকারে মোহনবাগানকে হারিয়ে ট্রফি জিতে নিল নর্থইস্ট ইউনাইটেড

মোহনবাগান এসজি: ২ (কামিংস, সাহাল)নর্থইস্ট ইউনাইটেড: ২ (আজারাই, গিলেরমো)(টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী নর্থইস্ট) কলকাতা: বারবার...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?