Home খেলাধুলো ফুটবল কলকাতা ফুটবল লিগ: রেলওয়েজকে ৩-০ গোলে হারিয়ে আবার জয় পেল ইস্টবেঙ্গল

কলকাতা ফুটবল লিগ: রেলওয়েজকে ৩-০ গোলে হারিয়ে আবার জয় পেল ইস্টবেঙ্গল

গোল করার আনন্দে সায়ন।

এমামি ইস্টবেঙ্গল এফসি: ৩ (সায়ন বন্দ্যোপাধ্যায় ২, নসিব রহমান) রেলয়েজ এফসি: ০

খবর অনলাইন ডেস্ক: কলকাতা ফুটবল লিগে প্রিমিয়ার ডিভিশনের খেলায় আবার জয় পেল এমামি ইস্টবেঙ্গল এফসি। মঙ্গলবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে রেলওয়েজ এফসিকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ বাহিনী। সায়ন বন্দ্যোপাধ্যায় করেন ২টি গোল এবং তৃতীয় গোলটি করেন নসিব রহমান।  

ম্যাচের ২৫ মিনিটে সায়ন তাঁর দলের হয়ে প্রথম গোলটি করেন। ৩ মিনিট পরেই দ্বিতীয় গোলটি পেয়ে যান। সায়নের গোলে প্রথমার্ধে ইস্টবেঙ্গল ২-০ গোলে এগিয়ে থাকে। ম্যাচের চূড়ান্ত গোল আসে নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত সময়ের ১ মিনিটে নসিব রহমানের পা থেকে।

kol ft league eb sayan naseeb 13.08

জয়ের দুই কান্ডারি সায়ন ও নসিব।

৯ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট সংগ্রহ করে প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ ‘এ’-তে শীর্ষ স্থানে চলে গেল ইস্টবেঙ্গল। প্রিমিয়ার ডিভিশনে দুটি গ্রুপে ২৬টি দলকে রাখা হয়েছে। প্রতি গ্রুপ থেকে প্রথম ৩টি দল ‘সুপার সিক্স’-এ যাবে।

এ দিন গ্রুপ ‘এ’-র অন্য ম্যাচগুলিতে বিএসএস স্পোর্টিং ২-০ গোলে হারায় পাঠ চক্রকে এবং সুরুচি সংঘ জেতে পুলিশ এসি-র বিরুদ্ধে। আর গ্রুপ ‘বি’-এর খেলায় ডায়মন্ড হারবার এফসি ৩-০ গোলে কলকাতা পুলিশকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

ছবি: সঞ্জয় হাজরা

আরও পড়ুন

ডুরান্ড কাপ ২০২৫: নিয়মরক্ষার ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে নিয়ে ছেলেখেলা করল ইস্টবেঙ্গল

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version