খবর অনলাইন ডেস্ক: এবারের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই অনুষ্ঠিত হতে চলেছে ডার্বি ম্যাচ – মুখোমুখি হবে ময়দানের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। মঙ্গলবারই চূড়ান্ত হল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল পর্বের সূচি। সেই সূচি অনুযায়ীই সবুজ-মেরুন বাহিনী এবং লাল-হলুদ বাহিনী লড়বে কোয়ার্টার ফাইনালে। ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার ১৭ আগস্ট সন্ধে ৭টায়, সল্ট লেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। সুতরাং এ বারের ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালেই বিদায় নিতে চলেছে কলকাতার এক প্রধান।
নিয়ম অনুযায়ী ছ’টি গ্রুপের ছ’টি সেরা দল এবং দ্বিতীয় স্থানে শেষ করা সেরা দুটো দল পৌঁছে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। দলগুলি হল এমামি ইস্টবেঙ্গল এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, জামসেদপুর এফসি, বড়োল্যান্ড এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, ইন্ডিয়ান নেভি এফটি, শিলং লাজং এবং ডায়মন্ড ডারবার এফসি।
কোয়ার্টার ফাইনালের সূচি
শিলং লাজং বনাম ইন্ডিয়ান নেভি (১৬ আগস্ট বিকেল ৪টে, শিলং)
নর্থইস্ট ইউনাইটেড বনাম বড়োল্যান্ড এফসি (১৬ আগস্ট সন্ধে ৭টা, কোকরাঝাড়)
ডায়মন্ড হারবার এফসি বনাম জামশেদপুর এফসি (১৭ আগস্ট বিকেল ৪টে, জামশেদপুর)
মোহনবাগান এসজি বনাম এমামি ইস্টবেঙ্গল এফসি (১৭ আগস্ট সন্ধে ৭টা, কলকাতা)
আরও পড়ুন
ডুরান্ড কাপ ২০২৫: ডায়মন্ড হারবারকে হেলায় হারিয়ে শীর্ষে থেকেই শেষ ৮-এ গেল মোহনবাগান
ডুরান্ড কাপ ২০২৫: অভিষেকেই নায়ক হামিদ আহদাদ, শেষ আটে ইস্টবেঙ্গল