Homeখেলাধুলোফুটবলফুটবলে নক্ষত্রপতন, বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবলার ফ্রানৎস বেকেনবাউয়ার প্রয়াত

ফুটবলে নক্ষত্রপতন, বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবলার ফ্রানৎস বেকেনবাউয়ার প্রয়াত

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ব্রাজিল বলতেই যেমন পেলের কথা প্রথম মনে আসে, আর্জেন্তিনা বলতেই যেমন মারাদোনা, তেমনই জার্মান ফুটবলার বলতেই প্রথমে মনে পড়ে ফ্রানৎস বেকেনবাউয়ারের নাম। চলে গেলেন সেই বেকেনবাউয়ার। বিশ্ব ফুটবল হারাল আরও এক নক্ষত্রকে। জার্মান সংবাদসংস্থা ডিপিএ সোমবার এই খবর দিয়েছে। মৃত্যুকালে বেকেনবাউয়ারের বয়স হয়েছিল ৭৮ বছর।

ফুটবলার এবং কোচ হিসাবে ফ্রানৎস বেকেনবাউয়ার জার্মানির জন্য বিশ্বকাপ ফুটবলে সোনা এনে দিয়েছিলেন। এখানে উল্লেখ্য, দু’ দিন আগেই প্রয়াত হয়েছেন ব্রাজিলের মারিও জাগালো। জাগালোই ফুটবলের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি দেশের হয়ে খেলোয়াড় এবং কোচ হিসাবে সোনা এনে দিয়েছিলেন। জাগালোর বয়স হয়েছিল ৯২ বছর।   

সোমবার বেকেনবাউয়ারের পরিবারের তরফে ডিপিএ-র কাছে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, “গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, আমার স্বামী এবং আমাদের বাবা ফ্রানৎস বেকেনবাউয়ার গতকাল রবিবার ঘুমের মধ্যে প্রয়াত হয়েছেন। সেই সময় তাঁর পরিবার তাঁর পাশেই ছিল। আমাদের অনুরোধ, আমাদের যেন শান্তিতে শোক প্রকাশ করতে দেওয়া হয় এবং কোনো রকম প্রশ্ন থেকে আমাদের যেন মুক্তি দেওয়া হয়।”

বায়ার্ন মিউনিখের প্রাক্তন ফুটবলার বেকেনবাউয়ারের কী কারণে মৃত্যু হল, তা পরিবারের বিবৃতিতে জানানো হয়নি। তবে জার্মানির বিশ্বকাপজয়ী এই ফুটবলার দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ইদানীং তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছিল।

দীর্ঘদিন ধরেই ‘পার্কিনসন্স ডিজিজ-এ ভুগছিলেন বেকেনবাউয়ার। ২০১৫ সালে ছেলে স্টিফেন মারা যাওয়ার পর থেকে তাঁর শরীর ক্রমশ খারাপ হতে থাকে। ক্রমশই সব কিছু ভুলে যেতে থাকেন। হৃদযন্ত্রের চিকিৎসাও চলছিল।

ফুটবল মাঠে বেকেনবাউয়ার ‘ডেয়ার কাইজ়ার’ নামে পরিচিত ছিলেন। অর্থাৎ তিনিই সব, তিনিই নেতা। জার্মানির এই ফুটবলার নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলা। পেলে-মারাদোনার সঙ্গে একই নিঃশ্বাসে উচ্চারিত হত তাঁর নাম। আর জার্মানরা মনে করেন, বিশ্ব ফুটবলে কোনো ফুটবলারই বেকেনবাউয়ারের সমকক্ষ নন।   

একাধিকবার বেকেনবাউয়ারের মৃত্যুর গুজব রটেছে। প্রতিবারই পরিবারের তরফে জানানো হয়েছে, তিনি সুস্থ রয়েছেন। তবে শারীরিক কারণে মাঠে যাতায়াত বন্ধ করে দিয়েছিলেন অনেক দিনই। শেষ পর্যন্ত সোমবার চিরকালের জন্য বিদায় নিলেন ফ্রানৎস বেকেনবাউয়ার।

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

কলকাতা ফুটবল লিগ: কলকাতা পুলিশকে আধ ডজন গোলে হারিয়ে গ্রুপ বি-র শীর্ষে ইস্টবেঙ্গল

ইমামি ইস্টবেঙ্গল: ৬ (সায়ন, বিষ্ণু, শ্যামল, জেসিন ২, আমন) ...

কোপা আমেরিকা ২০২৪: অতিরিক্ত সময়ের গোলে চ্যাম্পিয়ন আর্জেন্তিনা, ইতিহাস সৃষ্টি করলেন মেসি

আর্জেন্তিনা: ১ (লাউতারো মার্তিনেজ) কোলোম্বিয়া: ০ খবর অনলাইন ডেস্ক:...

ইউরো কাপ ২০২৪: ইংল্যান্ড ২-১ গোলে পরাজিত, চারবার ইউরো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করল স্পেন  

স্পেন: ২ (নিকো উইলিয়ামস, মিকেল ওয়ারজাবাল) ইংল্যান্ড: ১ (কোলে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?