রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ভারতীয় ফুটবল দল ২-০ ব্যবধানে হারাল লেবাননকে। ২০১৮-র পর আবার আন্তঃমহাদেশীয় কাপ জিতল ভারত।
রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ভারতের জয়ের নায়ক এক অভিজ্ঞ এবং এক তরুণ। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধে অধিনায়ক সুনীল ছেত্রী ও লালিয়ানজুয়ালা চাংতের গোলেই ইগর স্তিমাচের শিষ্যরা ফাইনালে বাজিমাত করলেন। এই নিয়ে টানা ছ’টি ম্যাচ গোল খেল না ভারতীয় দল।
প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিল ভারত। কিন্তু খেলা গড়ানোর পরেই নিজেদের ছন্দ কোথাও যেন হারিয়ে ফেলে দল। পরিকল্পনার অভাব পরিষ্কার ফুটে উঠেছিল। এরপর দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই গোল সুনীলের। আন্তর্জাতিক ফুটবলে ৮৭ নম্বর গোল হল ভারত অধিনায়কের। ম্যাচের ৪৬ মিনিটে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। ৬৮ মিনিটে লেবাননকে আরও পিছনে ফেলে দেন চাংতে। ম্যাচের সেরাও তিনি।
দু’টি গোল তো হয়েছেই। সুযোগ ঠিকঠাক কাজে লাগালে আরও বেশি ব্যবধানে জিততে পারত ইগর স্তিমাচের দল। মাঝ মাঠে সাহাল আব্দুল সামাদকে খুব একটা স্বচ্ছন্দে দেখায়নি। একই রকম নিষ্প্রভ ছিলেন অনিরুদ্ধ থাপাও।
এর পর ভারত সেপ্টেম্বরে থাইল্যান্ডে গিয়ে কিংস কাপ খেলবে। নকআউট ভিত্তিতে ৭-১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। দেখার আন্তঃমহাদেশীয় কাপ জেতাটা ভারতকে কতটা অক্সিজেন দিতে পারে।