Homeখেলাধুলোফুটবলআন্তোনিও আবাসের জায়গায় মোহনবাগান সুপার জায়েন্টের কোচের দায়িত্বে খোসে মলিনা

আন্তোনিও আবাসের জায়গায় মোহনবাগান সুপার জায়েন্টের কোচের দায়িত্বে খোসে মলিনা

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়েন্টের (এমবিএসজি) প্রধান কোচ হলেন খোসে ফ্রানসিস্কো মলিনা। তিনি আন্তোনিও লোপেজ আবাসের জায়গায় এলেন। মলিনা ২০২৪-২৫-এ ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) মরশুমে এমবিএসজি-র প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বলে মঙ্গলবার দলের তরফে ঘোষণা করা হয়েছে। আইএসএল-এর আগামী মরশুম শুরু হবে আগামী ১৪ সেপ্টেম্বর, চলবে ২০২৫-এর ৩০ এপ্রিল পর্যন্ত।

খোসে মলিনা আগে এটিকে-র কোচের দায়িত্ব পালন করেছিলেন। তাঁরই কোচিং-এ এটিকে ২০১৬ সালে আইএসএল চ্যাম্পিয়ন হয়। এখন এটিকে-র কোনো অস্তিত্ব নেই। কোচ হিসাবে মলিনার বড়ো ভূমিকা ছিল ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত। ওই সময়ে তিনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। তিনি  ফার্নান্দো ইয়েরোর স্থলাভিষিক্ত হয়েছিলেন।

মোহনবাগান সুপার জায়েন্টের পক্ষ থেকে প্রচারিত এক বিবৃতিতে খোসে মলিনা বলেছেন, “মোহনবাগান সুপার জায়েন্টের মতো সমৃদ্ধ ঐতিহ্যশালী দলের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। আশা করি ক্লাবের জন্য এবং ক্লাবের ভক্তদের জন্য আমি আরও সাফল্যা নিয়ে আসতে পারব।”

“আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এবং মোহনবাগান সুপার জায়েন্টের প্রধান কোচের দায়িত্বভার দেওয়ার জন্য আমি ড. গোয়েনকার আমি ধন্যবাদ জানাতে চাই”, বলেছেন খোসে মলিনা।

আন্তোনিও লোপেজ আবাসের জায়গায় এলেন মলিনা। গত মরশুমে দলকে প্রথম আইএসএল শিল্ড এনে দেন আবাস। তাঁরই তত্ত্বাবধানে এমবিএসজি চ্যাম্পিয়নশিপের ফাইনালে গিয়েছিল। ফাইনালে অবশ্য তারা মুম্বই সিটি এফসি-র কাছে ৩-১ গোলে হেরে যায়।

আরও পড়ুন   

ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার: দুর্বল রেফারিং-এর শিকার ভারত, বিতর্কিত গোলে সমতা ফিরিয়ে কাতার জিতল ২-১ গোলে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বল, নাম ‘ট্রাইওন্ডা’, জানুন বিশেষত্ব

নিউ ইয়র্কে প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’। অ্যাডিডাস তৈরি এই বলের নকশায় ফুটে উঠেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর প্রতীক। সেন্সর প্রযুক্তিতে আরও নির্ভুল হবে VAR সিদ্ধান্ত।

নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ, হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ব্যারেটো

আগামী নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮ দলের লড়াইয়ে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্যারেটোকে। সহকারী হতে পারেন দীপক মণ্ডল, মেন্টর শিশির ঘোষ। বিদেশি ফুটবলারের উপস্থিতি ও ঝকঝকে সম্প্রচার পরিকল্পনায় জমজমাট টুর্নামেন্টের প্রস্তুতি।

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।